শুভব্রত মুখার্জি: নাগপুরে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া।চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যেই ভারতে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া।এই সিরিজের ফলাফলের উপর নির্ভর করবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে কোন দল। ফলে এই সিরিজের আলাদা গুরুত্ব রয়েছে। সেই সিরিজ শুরুর আগেই ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিলেন ঠিক কোন কোন বিষয়ে জোড় দিতে চলেছে ভারতীয় দল। ফিল্ডিংয়ের উপর জোড় দেওয়া তো হবেই। তার পাশাপাশি জোড় দেওয়া হবে ‘ক্লোজ ইন’ ক্যাচিংয়েও। কারণ ভারতের স্পিন সহায়ক পিচে তা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন রাহুল দ্রাবিড়।
আরও পড়ুন… পন্তের বদলে কে হবে দিল্লি ক্যাপিটলসের নতুন নেতা? বদলে গেল দুবাই ক্যাপিটলসের অধিনায়ক
ভারতের স্লিপ ফিল্ডিং নিয়ে চিন্তায় রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রাহুল দ্রাবিড় জানিয়েছেন স্লিপ ক্যাচিং, ক্লোজ ইন ফিল্ডিংয়ে জোড় দিচ্ছে ভারতীয় দল। অনুশীলনে এই বিষয়টির উপরেই জোড় দেওয়া হয়েছে। বিসিসিআই তাঁদের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেই ভিডিয়োতে দ্রাবিড়কে বলতে শোনা যায়, ‘প্রত্যেকেই বেশ ভালো ছন্দে রয়েছে, ফিট রয়েছে। গোটা টেস্ট দলকে এক সঙ্গে আনতে পেরে বেশ ভালো লাগছে। শেষ কয়েক মাসে আমরা খুব বেশি সাদা বলের ক্রিকেট খেলেছি। ওদের অনেকেই সাদা বলের ক্রিকেট থেকে লাল বলের ক্রিকেটে নিজেদেরকে মানিয়ে নেবে। তাঁদের জন্য বিষয়টা খুব ভালো হবে যদি ওঁরা দীর্ঘক্ষণ নেটে অনুশীলন করতে পারে।’
আরও পড়ুন… কী কী ভেরিয়েশন নিয়ে আসবেন অশ্বিন? অজিদের চিন্তা বাড়িয়ে দিলেন বড়সড় ক্লু
তিনি আরও যোগ করে বলেন, ‘ভারতের উইকেট টেস্টের জন্য খুব ভালো। আমাদের ফিল্ডিংয়ের উপর আরও জোড় দিতে হবে। ফিল্ডিংয়ের উপর জোড় দেওয়াটা আমাদের প্রথম প্রায়োরিটি। এই সিরিজের ক্ষেত্রে ক্লোজ ইন ফিল্ডিং গুরুত্বপূর্ণ। সেখানে আমরা খুব জোড় দিচ্ছি। ক্লোজ ইন ক্যাচিংয়ে আমাদের ফোকাস রয়েছে। স্লিপ ফিল্ডিংয়েও নজর দিচ্ছি। সব সময় খেলার মধ্যে থাকলে অনেক সময়ে এই সব জিনিসের উপর নজর দেওয়া হয় না। আর সেই কারণেই অনুশীলনে এই সব বিষয়ের উপর আমরা জোড় দিচ্ছি। বেশ কয়েকটি লম্বা সেশন আমরা অনুশীলন করেছি। কোচিং স্টাফ হিসেবে এই সিরিজটা আমার কাছেও খুব গুরুত্বপূর্ণ। এখনকার দিনে ব্যস্ত ক্রীড়াসূচির মাঝে এমন ক্যাম্প করার সুযোগ আমরা পাই না। গত এক মাস ধরে এই সিরিজের ভাবনা চিন্তা করছি, পরিকল্পনা করছি। সিরিজ খেলতে আমরা মুখিয়ে রয়েছি।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।