বাংলা নিউজ > ময়দান > ভারতীয় দল থেকে বাদ পড়লাম কেন জানি না, কেউ কোনও কারণও বলেনি- ক্ষোভ উগরালেন হনুমা

ভারতীয় দল থেকে বাদ পড়লাম কেন জানি না, কেউ কোনও কারণও বলেনি- ক্ষোভ উগরালেন হনুমা

হনুমা বিহারী।

এখন তৃতীয় ডব্লিউটিসি চক্র চলছে। তবে হনুমা বিহারি আপাতত ভারতীয় স্কোয়াডের ধারেকাছে নেই। মিডল-অর্ডারের তারকা ব্যাটার এখন ঘরোয়া ক্রিকেট খেলতে ব্যস্ত। বেঙ্গালুরুতে চলতি দলীপ ট্রফিতে দক্ষিণাঞ্চলের হয়ে খেলছেন তিনি।

দু'টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর পরেও শিরোপা অধরা থেকে গিয়েছে টিম ইন্ডিয়ার। সেই হতাশা থেকে বের হয়ে ভারত ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ভাগ্য পরিবর্তনের আশা করছে। দলটি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। প্রথম টেস্ট চলছে। এই সিরিজ থেকেই ভারত ফের ফাইনালে ওঠার লক্ষ্য রেখেছে। যদিও সামনে আরও অনেক কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। যাইহোক উইন্ডিজের বিরুদ্ধে তারকা-খচিত লাইন আপের কারণে ভারতকে ফেভারিট বলা হচ্ছে।

প্রথম টেস্টে অভিষেক হয়েছে ২১ বছরের যশস্বী জয়সওয়াল এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইশান কিষাণের। জয়দেব উনাদকাট আরও একটি নাম, যিনি দীর্ঘ ব্যবধানের পর ফের একাদশে জায়গা করে নিয়েছেন। এবং ভারতীয় পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন।

তবে কিছু প্লেয়ার রয়েছেন, যাঁরা উল্লেখযোগ্য অবদান রাখার পরেও ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা পাচ্ছে না। এর মধ্যে রয়েছেন হনুমা বিহারি। ডব্লিউটিসি চক্রের উদ্বোধনী সংস্করণে বিহারি ভারতীয় দলের অংশ ছিলেন। কিন্তু দ্বিতীয় চক্রে তাঁকে খুব কমই দেখা গিয়েছে টিমে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম টেস্ট সিরিজে তাঁকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সিরিজে ভারত যখন শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছিল, তখন তিনি দলে ফিরেছিলেন। এর পর হনুমা ঘরের মাঠে ওই দু'টি ম্যাচ ছাড়া ইংল্যান্ডে একমাত্র টেস্ট ম্যাচটিও খেলেছিলেন।

এখন তৃতীয় ডব্লিউটিসি চক্র চলছে। তবে হনুমা বিহারি আপাতত ভারতীয় স্কোয়াডের ধারেকাছে নেই। মিডল-অর্ডারের তারকা ব্যাটার এখন ঘরোয়া ক্রিকেট খেলতে ব্যস্ত। বেঙ্গালুরুতে চলতি দলীপ ট্রফিতে দক্ষিণাঞ্চলের হয়ে খেলছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ে হনুমা বিহারি লুকোছাপা না করে বলে দিয়েছেন, ‘অবশ্যই হতাশ হয়েছিলাম।’

তিনি যোগ করেছেন, ‘আমি কোনও কারণ খুঁজে পাইনি, কেন আমাকে বাদ দেওয়া হয়েছিল। এবং এই বিষয়টি আমাকে আঘাত করছিল। কেউ সত্যিই আমার সঙ্গে কোনও যোগাযোগ করেনি এবং আমাকে কেন বাদ দেওয়া হয়েছে, তার কারণও জানায়নি।’

বিহারী আরও উল্লেখ করেছেন যে, তিনি এখন আর ভারতীয় দলে নির্বাচন নিয়ে ভাবেন না। তাঁর দাবি, ‘এই বিষয়ের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছে। আমি উত্থান-পতনের মধ্য দিয়েই চলেছি। তবে আমি এখন এই নিয়ে আর ভাবি না। আমার ব্যক্তিগত দিকগুলিকে একপাশে রেখেছি এবং আমি ভারতীয় দলে সুযোগ পাচ্ছি কিনা, তা নিয়ে আর খুব বেশি চাপ নিই না।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সাত দিন পর মুক্ত কলতান, বললেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই রুখতে পারবে না ওরা এ যেন অশ্বমেধের অপ্রতিরোধ্য ঘোড়া! ৮০০ কোটির গণ্ডি টপকাল রাজকুমার-শ্রদ্ধার ছবি থ্রেট কালচার খতম করতে সাসপেন্ড ৪০ ডাক্তারি পড়ুয়া, শাস্তির মুখে প্রাক্তন অধ্যক্ষ বাজেটে অফবিট উত্তরবঙ্গের প্ল্যান করছেন? পুজোর ৪ দিনে ঘুরে আসুন মাজুয়া-সান্তুক কবে, কোন কোন দলের বিরুদ্ধে হাফ-ডজন টেস্ট সেঞ্চুরি করেন অশ্বিন? দেখুন তালিকা রোহিত, কোহলি নয়, ঋষভই পথ দেখিয়েছেন সজীব উইকেটে, অকপট অশ্বিন অপেক্ষার অবসান, অবশেষে শুরু দেবের রঘু ডাকাতের প্রস্তুতি! কবে থেকে হবে শ্যুটিং? রাজ্যের কথায় আন্দোলনের মোড় বদল ডাক্তারদের? দাবি RG কর দুর্নীতি মামলার আইনজীবীর কল্যাণী এইমসে চাকরির আশায় বিজেপির অন্দরে ঠাই ঠাই, ভাঙচুর হল বিধায়কের গাড়ি প্রিয়জনকে পাঠান দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা, আপনার বার্তা মুখে হাসি ফোটাবে সকলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.