বাংলা নিউজ > ময়দান > IPL 22: সমালোচকদের ভুল প্রমাণ করতে পারা সবসময় আনন্দের: লিয়াম লিভিংস্টোন

IPL 22: সমালোচকদের ভুল প্রমাণ করতে পারা সবসময় আনন্দের: লিয়াম লিভিংস্টোন

লিয়াম লিভিংস্টোন (PTI)

১৪ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৬টি উইকেটও। নিলামে বিদেশিদের মধ্যে সব থেকে দামী ক্রিকেটার লিয়াম লিভিংস্টোনের পারফরম্যান্স নজর কেড়েছে সকলের।

শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে পঞ্জাব কিংস দল একেবারেই ধারাবাহিক পারফরম্যান্স করেনি। ১৪টি ম্যাচের মধ্যে তারা ৭টিতে জেতার পাশাপাশি ৭টি ম্যাচেই হারের মুখ দেখেছে তারা। মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন পঞ্জাব কিংস দল লিগ তালিকায় ৬ নম্বরে শেষ করে। তবে এর মধ্যেও বেশ কিছু পজিটিভ রয়েছে পঞ্জাবের জন্য। যার মধ্যে সব থেকে বড় পজিটিভ হল লিয়াম লিভিংস্টোনের ব্যাটিং। তার ব্যাটিং কার্যত মুখ বন্ধ করে দিয়েছে নিন্দুকদের। আর সেই প্রসঙ্গেই লিভিংস্টোনের দাবি নিন্দুকদের মুখ বন্ধ করে দিতে পারার আনন্দ আলাদা।

১৪ ম্যাচে এই অলরাউন্ডার ৪৩৭ রান করেছিলেন। তার স্ট্রাইক রেট ১৮০। যা এককথায় অনবদ্য। চারটি অর্ধশতরানও হাঁকিয়েছেন তিনি। ১৪ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৬টি উইকেটও। নিলামে বিদেশিদের মধ্যে সব থেকে দামী ক্রিকেটার লিয়াম লিভিংস্টোনের পারফরম্যান্স নজর কেড়েছে সকলের।

হায়দরাবাদ দলের বিরুদ্ধে মরশুমের শেষ ম্যাচ পঞ্জাবের হয়ে খেলার পর তিনি জানান 'গত মরশুমের আইপিএলের পরবর্তীতে আমার বিরুদ্ধে বেশ কিছু কটুক্তি করা হয়েছিল। কিছু লোককে ভুল প্রমাণ করতে পেরে আমি খুশি। আমার পারফরম্যান্সের মধ্যে দিয়ে সমালোচকদের ভুল প্রমাণ করার মজাই আলাদা। আমি এখন ও শিখছি। সারা বিশ্বে এইধরনের টুর্নামেন্ট খেলে আমি আর ও উন্নতি করতে পারব বলে আশা রাখছি। যে অভিজ্ঞতা সঞ্চয় করছি তা ক্রিকেটার হিসেবে আমার উন্নতিতে সাহায্য করবে। ' উল্লেখ্য চলতি আইপিএলে সর্বাধিক ছয় হাঁকিয়েছেন জস বাটলার(৩৭)। আর ৩৪ ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন লিয়াম লিভিংস্টোন।

বন্ধ করুন