বাংলা নিউজ > ময়দান > কখনও টিম ইন্ডিয়ার কোচ হওয়ার চেষ্টা করেননি গাভাসকর, কেন জানেন? রহস্য ফাঁস করলেন সানি নিজেই

কখনও টিম ইন্ডিয়ার কোচ হওয়ার চেষ্টা করেননি গাভাসকর, কেন জানেন? রহস্য ফাঁস করলেন সানি নিজেই

সুনীল গাভাসকর। ছবি- বিসিসিআই।

সফল ক্রিকেটার হওয়া সত্ত্বেও কেন কখনও কোচিং করানোর কথা ভাবেননি, কারণ জানালেন সানি নিজেই।

ক্রিকেটার হিসেবে যতটা সফল, ক্রিকেট পণ্ডিত হিসেবেও ততটাই খ্যাতি সুনীল গাভাসকরের। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারের তকমা গাভাসকরের কাছ থেকে কেউ কখনও কেড়ে নিতে পারবেন না। প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার টেস্ট রান করা গাভাসকর খেলা ছেড়েছেন ১৯৮৭ সালে। তার পর ধারাভাষ্যকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও কোচিং করানোর পথে হাঁটেননি কখনও।

তাঁর সময়কার বিষেণ সিং বেদি, অজিত ওয়াদেকর, সন্দীপ পাতিল, মদন লাল, অংশুমান গায়কোয়াড়, কপিল দেব-সহ অনেকেই ভারতীয় দলকে কোচিং করালেও গাভাসকর কোনওদিন জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেননি। অথচ অনেকেই মনে করেন যে, গাভাসকরের যা ক্রিকেট জ্ঞান, তাতে ভারতের অন্যতম সেরা কোচ হতে পারতেন তিনি।

আসলে বিশেষ কারণে গাভাসকর কখনও কোচিং করানোর কথা ভাবেননি। এতদিনে সানি নিজেই জানালেন কারণটা। ইউটিউব চ্যানেল The Analyst-এ গাভাসকর বলেন, ‘আমার খেলা দেখার অভ্যাস ভয়ঙ্কর রকমের খারাপ। যখন আমি খেলতাম, তখনও সেইভাবে ক্রিকেট দেখতাম না। আমি আউট হয়ে সাজঘরে ফেরার পরেও খেলা দেখতাম কদাচিৎই। কিছুক্ষণ খেলা দেখার পর সাজঘরে গিয়ে কিছু পড়তাম, না হয় কোনও চিঠির উত্তর দিতাম। এমন সব কাজেই ব্যস্ত থাকতাম। আবার ফিরে এসে খেলা দেখতে বসতাম কিছুক্ষণ। সুতরাং, আমার কখনই ম্যাচের প্রতিটি বলে খেলা দেখার মানসিকতা ছিল না। বিশ্বনাথ ও আমার কাকা মাধব মন্ত্রী ম্যাচের প্রতিটি বল দখতে পছন্দ করতেন। যদি আপনাকে কোচিং করাতে হয় অথবা নির্বাচক হতে হয়, তবে বল বাই বল খেলা দেখতে হবে। শুধুমাত্র একারণেই কখনও কোচিং করানোর কথা ভাবিনি।’

গাভাসকর এটাও জানিয়েছেন যে, কোচিং করাতে চান না মানে এই নয় যে, তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন না ক্রিকেটারদের সঙ্গে। প্রয়োজনে ক্রিকেটারদের টুকিটাকি পরামর্শ দিতে তিনি রাজি, ঠিক যেমনটা আগে সচিন, দ্রাবিড়, লক্ষ্মণ, সেহওয়াগদের দিয়েছেন।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন