শুভব্রত মুখার্জি
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নজির গড়েছেন স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কাউররা। সচিন তেন্ডুসকর, অজয় জাদেজারা যা করতে পারেননি, তাই করে দেখিয়েছেন তাঁরা। টানটান উত্তেজনার ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ রানে জয় পেয়ে ভারতীয় দল পৌঁছে গিয়েছে কমনওয়েলথ গেমসের ফাইনালে।
প্রসঙ্গত এই প্রথম কোন গেমসের (অলিম্পিক/কমনওয়েলথ/এশিয়ান) ফাইনালে গেল ভারতীয় ক্রিকেট দল। ফাইনালে ওঠার পর দলের ওপেনার তথা সহ অধিনায়িক স্মৃতি মান্ধানার স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, তিনি পুরনো রেজাল্টের কথা ভেবে চিন্তায় পড়ে গিয়েছিলেন।
আরও পড়ুন: ফাইনালে উঠে ক্রিকেটে ঐতিহাসিক পদক জয় নিশ্চিত করল ভারত
ম্যাচ শেষে মান্ধানাকে প্রশ্ন করা হয়েছিল, চূড়ান্ত উত্তেজনার মুহূর্তে তিনি ঠিক কী ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছিলেন? এর উত্তরে মন্ধানা বলেন, ‘আমি শেষ বলে শেষ হওয়া ম্যাচগুলো নিয়ে ভাবছিলাম। আশা করছিলাম, যাতে ম্যাচটা আমরা জিতি। আমরা এই ধরনের ম্যাচগুলোতে ভালো শেষ করতে পারিনি। ফলে নিজের ফিল্ডিং নিয়ে ভাবার থেকেও বেশি উৎকন্ঠায় ছিলাম ম্যাচটা জেতা নিয়ে।’
আরও পড়ুন: ভারতের হয়ে সব থেকে কম বলে হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন মান্ধনা
বোলিং পরিবর্তন নিয়ে বলতে গিয়ে মন্ধানা বলেন, ‘এই ধরনের ম্যাচে বল হাতে প্রত্যেক বোলারের রোলটা পাল্টে যায়। মিডল ওভারে দীপ্তির ওভারগুলো গুরুত্বপূর্ণ ছিল। ডিপে তিন ফিল্ডার নিয়েও দারুণ বল করেছে রানা। এই পারফরম্যান্সটা দীর্ঘ দিন মনে থাকবে।’
নিজের ব্যাটিং ফর্ম নিয়ে তাঁর মন্তব্য, ‘শেষ ২-৩ সপ্তাহ আমি ভাল ব্যাটিং করছিলাম। মনে হচ্ছে যেন, ঘটনাগুলো ২-৩ বছর আগে ঘটেছে। আমি নিজের ছন্দ খুঁজে পেয়ে খুশি। আশা রাখব, ফাইনালেও এই ফর্ম ধরে রাখতে পারব। দর্শকরা আজকে অসাধারণ ছিল। সাধারণ ভাবে আমাদের সমর্থকরা সংখ্যায় বেশি থাকে। তবে আজ ইংরেজদের সমর্থকরা বেশি ছিল। আমার আধ ঘন্টা আরও সময় লাগবে, এই অনুভূতিকে পুরোপুরি অনুভব করতে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।