বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > কোহলি শুধু পার্থক্য গড়ে দেয়নি, ওর কারণেই ভারত জিতল- অকপট স্বীকারোক্তি বাবরের

কোহলি শুধু পার্থক্য গড়ে দেয়নি, ওর কারণেই ভারত জিতল- অকপট স্বীকারোক্তি বাবরের

বাবর আজম এবং বিরাট কোহলি।

কোহলির অনবদ্য অপরাজিত ৮২ রানের ইনিংসই কি দুই দলের পার্থক্য গড়ে দিয়েছিল? এক সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে বাবর আজমের স্পষ্ট বলে দেন, ‘শুধু পার্থক্য গড়ে দেয়নি, ওদেরকে তো ম্যাচটাই জিতিয়ে দিয়েছিল।’

শুভব্রত মুখার্জি: অস্ট্রেলিয়ার মেলবোর্নে হয়ে যাওয়া ভারত বনাম পাকিস্তান সুপার-১২ পর্যায়ের রবিবাসরীয় ম্যাচের রেশ যেন কাটতেই চাইছে না। টানটান উত্তেজনার সেই ম্যাচে একেবারে শেষ বলে এসে ভারতীয় দল ছিনিয়ে নিয়েছে রুদ্ধশ্বাস জয়। ভারতের সেই ম্যাচ চার উইকেটে জয়ের কারিগর বলা চলে বিরাট কোহলিকে। তাঁর অনবদ্য অপরাজিত ৮২ রানের ইনিংসই কি দুই দলের পার্থক্য গড়ে দিয়েছিল? এক সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে বাবর আজমের মজার ছলে উত্তর, ‘শুধু পার্থক্য গড়ে দেয়নি, ওদেরকে তো ম্যাচটাই জিতিয়ে দিয়েছিল।’

আরও পড়ুন: অধিনায়কত্ব না করতে পারলে ছেড়ে দিক- বাবরকে সমালোচনায় বিদ্ধ করলেন পাক প্রাক্তনী

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক বাবরকে প্রশ্ন করেন, কোহলির ইনিংস কি দুই দলের পার্থক্য গড়ে দিয়েছিল? তার উত্তরে মজার ছলে অকপটে সত্যিটা স্বীকার করে নেন বাবর আজম। সাংবাদিক বলেন, ‘বাবর, বিরাটের তো অনেক ইনিংস আপনি দেখেছেন। আপনার কি মনে হয়, এই বিরাটের এই ইনিংসটা দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিল?’ সাংবাদিককে মাঝপথেই থামিয়ে দেন বাবর। তার পর বলেন, ‘এই কারণেই তো ম্যাচটা জিতে গেল।’ অর্থাৎ বাবরের স্পষ্ট মতামত, বিরাটের ওই ইনিংস যে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে তা নয়, ভারতকে ম্যাচটাই জিতিয়ে দিয়েছে।

আরও পড়ুন: নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিককে,অক্ষরের বদলে হয়তো যুজি

এর পর সাংবাদিক ফের বাবরকে প্রশ্ন করেন, বিরাটের এই ইনিংসটাকে তিনি কী ভাবে মূল্যায়ন করবেন? বাবর উত্তরে জানান, ‘দেখুন প্রথম দিকে বিরাট সমস্যার মধ্যে ছিল। ও কামব্যাক করে। তার পর এমন একটা অসাধারণ ইনিংস উপহার দেয়। এই ইনিংসের পরে নিঃসন্দেহে ওর আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। যখন আপনি এমন ম্যাচ জেতান, তখন যে কোনও ব্যক্তিই আত্মবিশ্বাস পায়।’ উল্লেখ্য মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৫৩ বলে ৮২ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন বিরাট। যেখানে তিনি হাঁকান চারটি ছয় এবং ছ'টি চার। ম্যাচে ভারত চার উইকেটে জয় পায়।

পাকিস্তান তাদের পরবর্তী ম্যাচ খেলবে ২৭ অক্টোবর পার্থে। প্রতিপক্ষ জিম্বাবোয়ে। ওই দিন ভারত খেলবে নেদারল্যান্ডস দলের বিরুদ্ধে। এর পর ৩০ অক্টোবর ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

বন্ধ করুন