বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > BAN vs NED: কেরিয়ারের সেরা বোলিং করে বাংলাদেশকে জেতালেন তাস্কিন আহমেদ
দাপুটে বোলিং তাস্কিনের। ছবি- এএফপি (AFP)

BAN vs NED: কেরিয়ারের সেরা বোলিং করে বাংলাদেশকে জেতালেন তাস্কিন আহমেদ

Bangladesh vs Netherlands ICC T20 World Cup 2022 Live Score: অল্প রানের পুঁজি নিয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে উত্তেজক জয় তুলে নেন শাকিব আল হাসানরা।

একদিকে নেদারল্যান্ডস প্রথম রাউন্ডে নজরকাড়া পারফর্ম্যান্স উপহার দিয়ে সুপার টুয়েলভের যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে বাংলাদেশের সাম্প্রতিক পারফর্ম্যান্স নিতান্ত খারাপ। সঙ্গত কারণেই ডাচদের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযানের শুরতে নিশ্চিন্তে থাকার অবকাশ ছিল না শাকিব আল হাসানদের। ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে না পারলে যে বড়সড় লজ্জার মুখে পড়তে হতে পারে, সেটা ভালো মতোই বোঝে বাংলাদেশ। শেষমেশ নেদারল্যান্ডসকে হারিয়ে মাথা উঁচু করে মাঠ ছাড়েন শাকিবরা।

24 Oct 2022, 01:27:12 PM IST

ম্যাচের সেরা তাস্কিন

হাতে কম রানের পুঁজি নিয়েও বাংলাদেশ শেষমেশ ম্যাচ জেতে তাস্কিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ের সুবাদেই। ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ৪টি উইকেট নেওয়া তাস্কিন সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।

24 Oct 2022, 01:15:23 PM IST

৯ রানে জয় বাংলাদেশের

সৌম্য সরকারের শেষ ওভারে ১৪ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। ১টি ছক্কা মারেন মিকেরেন। শেষ বলে লিটনের হাতে ধরা পড়েন তিনি। ১৪ বলে ২৪ রান করেন মিকেরেন। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। বাংলাদেশের ৮ উইকেটে ১৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ২০ ওভারে ১৩৫ রানে অল-আউট হয়ে যায়। ৯ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদেশ। ৭ রানে নট-আউট থাকেন ক্লাসেন। সৌম্য ৩ ওভারে ২৯ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। বাংলাদেশ টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে এই প্রথম কোনও ম্যাচ জেতে।

24 Oct 2022, 01:07:05 PM IST

শেষ ওভারে ২৪ রান দরকার নেদারল্যান্ডসের

১৯ ওভার শেষে নেদারল্যান্ডসের স্কোর ৯ উইকেটে ১২১ রান। জয়ের জন্য শেষ ওভারে ২৪ রান দরকার তাদের। ১৬ রানে ব্যাট করছেন মিকেরেন। মুস্তাফিজুর ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করেন। কোনও উইকেট পাননি।

24 Oct 2022, 12:56:39 PM IST

অ্যাকারম্যান আউট

১৬.৫ ওভারে তাস্কিনের বলে মোসাদ্দেকের হাতে ধরা পড়েন কলিন অ্যাকারম্যান। ৪৮ বলে ৬২ রান করেন তিনি। মারেন ৬টি চার ও ২টি ছক্কা। নেদারল্যান্ডস ১০১ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ভ্যান মিকেরেন। ১৭ ওভার শেষে নেদারল্যান্ডসের স্কোর ৯ উইকেটে ১০৫ রান। তাস্কিন ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। তাঁর আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের এটিই সেরা বোলিং পারফর্ম্যান্স। এর আগে কোনও ম্যাচে ২টির বেশি উইকেট নিতে পারেননি তিনি। শাকিব ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ১টি উইকেট সংগ্রহ করেন।

24 Oct 2022, 12:53:09 PM IST

শারিজ আউট

১৬.২ ওভারে তাস্কিন আহমেদের বলে হাসান মাহমুদের হাতে ধরা পড়েন শারিজ আহমেদ। ৮ বলে ৯ রান করেন তিনি। মারেন ১টি চার। নেদারল্যান্ডস ৯৬ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফ্রেড ক্লাসেন।

24 Oct 2022, 12:43:56 PM IST

ভ্যান বিক আউট

১৪.২ ওভারে হাসান মাহমুদের বলে তাস্কিনের হাতে ধরা পড়েন লগান ভ্যান বিক। ৫ বলে ২ রান করেন তিনি। নেদারল্য়ান্ডস ৮১ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শারিজ আহমেদ। ১৫ ওভার শেষে নেদারল্যান্ডসের স্কোর ৭ উইকেটে ৮৬ রান। হাসান মাহমুদ ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

24 Oct 2022, 12:40:10 PM IST

হাফ-সেঞ্চুরি অ্যাকারম্যানের

৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কলিন অ্যাকারম্যান। মোসাদ্দেক নিজের প্রথম ওভারে ১৪ রান খরচ করেন। ১৪ ওভার শেষে নেদারল্যান্ডসের স্কোর ৬ উইকেটে ৮০ রান। অ্যাকারম্যান ৫২ রানে ব্যাট করছেন।

24 Oct 2022, 12:26:13 PM IST

প্রিঙ্গল আউট

১২.৪ ওভারে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন টিম প্রিঙ্গল। ৬ বলে ১ রান করেন তিনি। নেদারল্যান্ডস ৬৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লগান ভ্যান বিক। ১২.৫ ওভারের খেলার শেষে বৃষ্টিতে ফের থমকে যায় ম্যাচের গতি। ডাকওয়ার্থ লুইস নিয়মে এই পর্যায়ে ম্যাচ জিততে নেদারল্যান্ডসের দরকার ৯৮ রান। সুতরাং তারা পিছিয়ে রয়েছে ৩২ রানে। খেলা নতুন করে শুরু না হলে ম্যাচ জিততে বাংলাদেশ। যদিও ম্যাচ পুরনায় শুরু হয় কিছুক্ষণের মধ্যেই।

24 Oct 2022, 12:25:22 PM IST

এডওয়ার্ডসকে ফেরালেন শাকিব

১১.৩ ওভারে শাকিব আল হাসানের বলে হাসান মাহমুদের হাতে ধরা পড়েন স্কট এডওয়ার্ডস। ২৪ বলে ১৬ রান করেন তিনি। মারেন ১টি চার। নেদারল্যান্ডস ৫৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টিম প্রিঙ্গল। ওভারের শেষ বলে ছক্কা মারেন অ্যাকারম্য়ান। ১২ ওভার শেষে নেদারল্যান্ডসের স্কোর ৫ উইকেটে ৬৬ রান। অ্যাকারম্যান ৪১ রানে ব্যাট করছেন।

24 Oct 2022, 12:12:12 PM IST

৫০ টপকাল নেদারল্যান্ডস

অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভার শেষে নেদারল্যান্ডসের স্কোর ৪ উইকেটে ৫১ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৯৪ রান। অ্যাকারম্যানে ৩১ রানে ব্যাট করছেন। ১২ রানে অপরাজিত রয়েছেন এডওয়ার্ডস।

24 Oct 2022, 12:05:05 PM IST

নেদারল্যান্ডসকে টানছেন অ্যাকারম্যান

৮ ওভার শেষে নেদারল্যান্ডসের স্কোর ৪ উইকেটে ৪৩ রান। অ্যাকারম্যান ২৬ বলে ২৭ রান করেছেন। তিনি চারটি চার মেরেছেন। ৮ রানে ব্যাট করছেন এডওয়ার্ডস।

24 Oct 2022, 11:57:41 AM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

পাওয়ার প্লে-র ৬ ওভারে নেদারল্যান্ডসের স্কোর ৪ উইকেটে ৩২ রান। পঞ্চম ওভারে তাস্কিনের বলে ২টি চার মারেন অ্যাকারম্যান। তিনি ষষ্ঠ ওভারে হাসানের বলে ১টি চার মারেন। অ্যাকারম্যান ২১ রানে ব্যাট করছেন। তাস্কিন ৩ ওভারে ১২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

24 Oct 2022, 11:46:14 AM IST

রান-আউট কুপার

একই ওভারে রান-আউট নেদারল্যান্ডসের দু'জন ব্যাটসম্যান। ৩.৪ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন টম কুপার। কোনও বল খেলার সুযোগই পাননি তিনি। নেদারল্যান্ডস ১৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্কট এডওয়ার্ডস। ৪ ওভার শেষে নেদারল্যান্ডসের স্কোর ৪ উইকেটে ১৭ রান।

24 Oct 2022, 11:43:55 AM IST

রান-আউট ও'দাউদ

চতুর্থ ওভারে বল করতে আসেন শাকিব আল হাসান। তাঁর প্রথম বলেই ছক্কা মারেন ও'দাউদ। তবে দ্বিতীয় বলে রান-আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। ৮ বলে ৮ রান করেন ও'দাউদ। নেদারল্যান্ডস ১৩ রানে ৩ উইকের হারায়। ব্যাট করতে নামেন টম কুপার।

24 Oct 2022, 11:32:00 AM IST

দ্বিতীয় বলে আউট ডি'লিড

তাস্কিনের প্রথম ওভারের দ্বিতীয় বলে নুরুলের দস্তানায় ধরা পড়েন বাস ডি'লিড। তিনিও গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন। নেদারল্যান্ডস শূন্য রানে ২ উইকেট হারায়। হ্যাটট্রিক করার সুযোগ থাকলেও তাস্কিন তা কাজে লাগাতে পারেননি। প্রথম ওভারে ৩ রান ওঠে। ২টি উইকেট হারায় নেদারল্যান্ডস।

24 Oct 2022, 11:29:37 AM IST

প্রথম বলেই বিক্রমজিৎকে ফেরালেন তাস্কিন

পালটা ব্যাট করতে নেমে প্রথম বলেই বিক্রমজিৎ-এর উইকেট হারাল নেদারল্যান্ডস। তাস্কিন আহমেদের প্রথম বলেই ইয়াসিরের হতে ধরা পড়েন বিক্রমজিৎ। নেদারল্যান্ডস রানের খাতা খোলার আগেই উইকেটের খাতা খোলে।

24 Oct 2022, 11:14:33 AM IST

বাংলাদেশকে নাগালে বাঁধল নেদারল্যান্ডস

নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৮ উইকেটের বিনিময়ে ১৪৪ রান সংগ্রহ করে। মোসাদ্দেক ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। জয়ের জন্য নেদারল্যান্ডসের দরকার ১৪৫ রান।

24 Oct 2022, 11:09:51 AM IST

তাস্কিন আউট

১৮.৩ ওভারে ক্লাসেনের বলে ভ্যান বিকের হাতে ধরা পড়েন তাস্কিন আহমেদ। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ ১৩৪ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হাসান মাহমুদ।

24 Oct 2022, 11:05:24 AM IST

সাজঘরে ফিরলেন আফিফ

১৭.৬ ওভারে ডি'লিডের বলে এডওয়ার্ডসের দস্তানায় ধরা পড়েন আফিফ। ২৭ বলে ৩৮ রান করেন তিনি। মারেন ২টি চার ও ২টি ছক্কা। বাংলাদেশ ১২৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তাস্কিন।

24 Oct 2022, 11:02:51 AM IST

নুরুল হাসান আউট

১৭.১ ওভারে ডি'লিডের বলে মিকেরেনের হাতে ধরা পড়েন নুরুল। ১৮ বলে ১৩ রান করেন তিনি। বাংলাদেশ ১২০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মোসাদ্দেক।

24 Oct 2022, 11:00:27 AM IST

জীবনদান পেলেন আফিফ

১৫.৩ ওভারে ভ্যান বিকের বলে আফিফের সহজ ক্যাচ ছাড়েন প্রিঙ্গল। পরে ১৬.৬ ওভারে মিকেরেনের বল আফিফের ব্যাটের কানা নিয়ে উইকেটকিপারের গ্লাভস ছুঁয়ে বাউন্ডারির বাইকে চলে যায়। ১৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১২০ রান। আফিফ ৩৮ রানে ব্যাট করছেন।

24 Oct 2022, 10:49:14 AM IST

১০০ টপকাল বাংলাদেশ

১৫তম ওভারে শারিজের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন আফিফ। ওভারে মোট ১২ রান ওঠে। ১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১০৬ রান। ১৯ বলে ২৮ রান করেছেন আফিফ।

24 Oct 2022, 10:45:50 AM IST

বাংলাদেশের ব্যাটসম্যানদের বেঁধে রেখেছেন ডাচ বোলররা

১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৯৪ রান। ১২তম ওভারে মাত্র ৩৪ রান খরচ করেন ভ্যান বিক। ১৩তম ওভারে ৭ রান দেন প্রিঙ্গল। ১৪তম ওভারে ৮ রান খরচ করেন ক্লাসেন। আফিফ ১৭ রানে ব্যাট করছেন।

24 Oct 2022, 10:38:28 AM IST

ইয়াসির আউট

১০.৬ ওভারে ভ্যান মিকেরেনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ইয়াসির আলি। ৫ বলে ৩ রান করেন তিনি। বাংলাদেশ ৭৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নুরুল হাসান। আফিফ ১০ রানে ব্যাট করছেন।

24 Oct 2022, 10:18:01 AM IST

শাকিব আল হাসান আউট

৯.১ ওভারে শারিজ আহমেদের বলে বাউন্ডারি লাইনে ডি'লিডের হাতে ধরা পড়েন শাকিব। দুর্দান্ত ক্যাচ ধরেন ফিল্ডার। শাকিব ৯ বলে ৭ রান করেন। বাংলাদেশ ৬৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইয়াসির আলি। ৯.৩ ওভারে ছক্কা মারেন আফিফ। তার পরেই বৃষ্টি নামায় ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৭০ রান। বৃষ্টি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। খেলা পুনরায় শুরু হয় তাড়াতাড়িই। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৭২ রান।

24 Oct 2022, 10:14:35 AM IST

লিটন দাস আউট

৮.৪ ওভারে ভ্যান বিকের বলে কুপারের হাতে ধরা পড়েন লিটন দাস। ১১ বলে ৯ রান করেন লিটন। বাংলাদেশ ৬০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আফিফ হোসেন। ৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৬৩ রান।

24 Oct 2022, 10:02:11 AM IST

নাজমুল আউট

৬.১ ওভারে প্রিঙ্গলের বলে ভ্যান বিকের হাতে ধরা পড়েন নাজমুল হোসেন শান্ত। ৪টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন নাজমুল। বাংলাদেশ ৪৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাকিব আল হাসান। ৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৫১ রান।

24 Oct 2022, 09:59:34 AM IST

সৌম্য আউট

৫.১ ওভারে মিকেরেনের বলে ডি'লিডের হাতে ধরা পড়েন সৌম্য সরকার। তিনি ১৪ বলে ১৪ রান করেন। বাংলাদেশ ৪৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লিটন দাস। পাওয়ার প্লে-র ৬ ওভারে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৪৭ রান। ৪টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ২৫ রান করেছেন মাজমুল। তিনি চতুর্থ ওভারে ডি'লিডকে ২টি ও পঞ্চম ওভারে ক্লাসেনকে ২টি চার মারেন।

24 Oct 2022, 09:45:49 AM IST

আঁটোসাটো বোলিং ডাচদের

দ্বিতীয় ওভারে অ্যাকারম্যান ৪ রান খরচ করেন। তৃতীয় ওভারে মিকেরেন ৩ রান খরচ করেন। ৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ১৯ রান। ১৩ রানে ব্যাট করছেন সৌম্য।

24 Oct 2022, 09:38:15 AM IST

ম্যাচ শুরু

নাজমুলকে সঙ্গে নিয়ে ইনিংসের ওপেন করতে নামেন সৌম্য সরকার। বোলিং শুরু করেন ফ্রেড ক্লাসেন। প্রথম ওভারে ২টি চার মারেন সৌম্য। ওভারে মোট ১২ রান ওঠে। ৯ রান করেছেন সৌম্য।

24 Oct 2022, 09:21:51 AM IST

নেদারল্যান্ডসের প্রথম একাদশ

ম্যাক্স ও'দাউদ, বিক্রমজিৎ সিং, বাস ডি'লিড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (ক্যাপ্টেন ও উইকেটকিপার), টিম প্রিঙ্গল, লগান ভ্যান বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন ও পল ভ্যান মিকেরেন।

24 Oct 2022, 09:18:22 AM IST

বাংলাদেশের প্রথম একাদশ

সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, শাকিব আল হাসান (ক্যাপ্টেন), আফিফ হোসেন, ইয়াসির আলি, নুরুল হাসান (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, তাস্কিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

24 Oct 2022, 09:06:33 AM IST

টস হারল বাংলাদেশ

বাংলাদেশের বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচে টস জিতল নেদারল্যান্ডস। টস জিতে ডাচ দলনায়ক স্কট এডওয়ার্ডস শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান শাকিব আল হাসানদের। সুতরাং, হবার্টে রান তাড়া করবে নেদারল্যান্ডস।

24 Oct 2022, 08:55:04 AM IST

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস

এর আগে টি-২০ বিশ্বকাপে একবার মাত্র নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২০১৬ সালের সেই ম্যাচে বাংলাদেশ ৮ রানে পরাজিত করে ডাচদের।

24 Oct 2022, 08:25:25 AM IST

বৃষ্টির আশঙ্কা রয়েছে

ম্যাচের দিন হবার্টে বৃষ্টির পূর্বাভাষ রয়েছে। সুতরাং, প্রভাব পড়তে পারে খেলায়। নির্বিঘ্নে ম্যাচ আয়োজিত নাও হতে পারে। সেক্ষেত্রে ওভার সংখ্যা কমিয়ে ছোট ম্যাচ আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

24 Oct 2022, 08:15:18 AM IST

ছন্দে নেই বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ একেবারেই ছন্দে নেই। নিউজিল্যান্ডে আয়োজিত ত্রিদেশি টি-২০ সিরিজের চারটি ম্যাচেই হারতে হয় তাদের। এমনকি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানও পরাজিত করে শাকিবদের। এই অবস্থায় বিশ্বকাপের শুরুতে বাংলাদেশের প্রবল চাপে থাকাই স্বাভাবিক।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ জীবনে এসেছে ছোট্ট প্রাণ, 'আর তাই সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি', জানালেন পিয়া 'অস্ত্র রেখেছিলাম আমি আর শুভেন্দু, লুকিয়ে দেখছিল কুণাল' আর কী বললেন সুকান্ত? শাহজাহানের ডেরায় পুলিশের রিভলভার, বিদেশি অস্ত্রও! TMC-কে জঙ্গিগোষ্ঠী ঘোষণার দাবি IPL 2024: ২৫০-এর উপর রান করে RCB-এর নজির স্পর্শ করল KKR,এক ধাপ উপরে থেকে গেল SRH

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.