বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 WC-র প্রথম দিনেই বড় অঘটন, এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কাকে হারাল অখ্যাত নামিবিয়া

T20 WC-র প্রথম দিনেই বড় অঘটন, এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কাকে হারাল অখ্যাত নামিবিয়া

শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটন ঘটাল নামিবিয়া।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কোণঠাঁসা হয়ে পড়েছিল নামিবিয়া। ১৪.২ ওভারে ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল তারা। সেখান থেকে ফ্রাইলিঙ্ক এবং জেজে স্মিথের ঝড়ে সপ্তম উইকেটে নামিবিয়া যোগ করে ৭০ রান। তাও মাত্র ৩৪ বলে। এই কাজটা কিন্তু শ্রীলঙ্কার কোনও ব্যাটার করতে পারেননি। যার নিটফল, ৫৫ রানে হারতে হয়েছে তাদের।

জ্যান ফ্রাইলিঙ্ক এবং জেজে স্মিতের দাপটেই কার্যত ল্যাজেগোবরে হল শ্রীলঙ্কা। লঙ্কা ব্রিগেডকে ৫৫ রানে উড়িয়ে দিয়ে রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দিনই অঘটন ঘটাল ২২ গজে অখ্যাত নামিবিয়া টিম। নিঃসন্দেহে এশিয়া কাপ জয়ীদের কাছে এটা বিশাল বড় ধাক্কা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কোণঠাঁসা হয়ে পড়েছিল নামিবিয়া। ১৪.২ ওভারে ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল তারা। সেখান থেকে জ্যান ফ্রাইলিঙ্ক এবং জেজে স্মিথের ঝড়ে সপ্তম উইকেটে নামিবিয়া যোগ করে ৭০ রান। তাও মাত্র ৩৪ বলে। সেই সঙ্গে তারা গড়ে ফেলে নয়া নজিরও। শ্রীলঙ্কার বিরুদ্ধে অ্যাসেসিয়েট দলের করা সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোরের রেকর্ড গড়ে নামিবিয়া। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারে নামিবিয়া করে ৭ উইকেটে ১৬৩ রান।

আরও পড়ুন: ফ্রাইলিঙ্ক-স্মিত ঝড়, লঙ্কার বিরুদ্ধে ১৬৩ করে বিশ্বরেকর্ড নামিবিয়ার

এ দিন ফ্রাইলিঙ্ক এবং স্মিত না থাকলে হয়তো প্রত্যাশিত ফলই হতে পারত। তবে ব্যাটে-বলে এ দিন বাজিমাত করে এই দুই তারকা। দলকে খাদের কিনারা থেকে তুলে শ্রীলঙ্কার মতো দলের বিরুদ্ধে জয় এনে দেন ফ্রাইলিঙ্করা।

এ দিন দলের ৬ রানের মাথায় প্রথম উইকেট পড়ে নামিবিয়ার। এর পর ১৬, ৩৫- একের পর এক উইকেট পড়তে থাকে। ১৫তম ওভার চলাকালীন ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়েছিল তারা। কিন্তু সেখান থেকে ম্যাচে ফেরান ফ্রাইলিঙ্ক এবং স্মিত। ২৮ বলে ৪৪ রানের দুরন্ত ইনিংস খেলেন ফ্রাইলিঙ্ক। অল্পের জন্য হাতছাড়া হয় হাফসেঞ্চুরি। তবে ইনিংসের শেষ বলে রান আউট হয়ে যান তিনি। তাঁকে সপ্তম উইকেটে যোগ্য করেন স্মিত। তিনি ১৬ বলে ৩১ করে অপরাজিত থাকেন। নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে নামিবিয়া করে ১৬৩ রান।

আরও পড়ুন: T20 WC-এর জন্য ১৬ দলের একাদশ বাছল ICC, ভারতীয় দল থেকে বাদ পড়ল তিন বড় নাম

শ্রীলঙ্কার হয়ে প্রমোদ মদুশান নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন দুষমন্ত চামেরা, মহেশ থিকসানা, ওয়ানিন্দু হাসরাঙ্গা এবং চামিকা করুণারত্নে।

কিন্তু রান তাড়া করতে নেমে নামিবিয়ার আগুনে বোলিংয়ের সামনে কার্যত ল্যাজেগোবরে হয় লঙ্কা ব্রিগেড। ১০০ রানের আগেই তারা ৯ উইকেট হারিয়ে বসে থাকে। লঙ্কার ব্যাটিং অর্ডার এ দিন চূড়ান্ত ব্যর্থ। সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক দাসুন শনাকা। তাঁর সংগ্রহ ২৩ বলে ২৯। এ ছাড়া ২১ বলে ২০ রান করেছেন ভানুতা রাজাপক্ষে। বাকিদের অবস্থা তথৈবচ। ১৯ ওভারে ১০৮ রান করেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা।

নামিবিয়ার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ডেভিড উইজ, বার্নার্ড শোল্টজ,বেন শিকংগো এবং জ্যান ফ্রাইলিঙ্ক। জেজে স্মিত নিয়েছেন ১ উইকেট। ব্যাট-বলে দুরন্ত পারফরম্যান্স করার সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হন ফ্রাইলিঙ্ক।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভবানীপুর ৭৫ পল্লীর থিমে এবার জীবনানন্দ, ফুটে উঠছে ‘প্রেমিকা’ কলকাতা ‘ঢাক বাজাতে গিয়ে বুকের আঁচল যে খসে পড়ছে…’, শ্রাবন্তীর কাণ্ডে নেটপাড়ায় ছিঃ ছিঃ টাকার অভাব বলেও চলতি বছরে ৪ বিধানসভা ভোটে ৫৮৫ কোটি খরচ কংগ্রেসের! জলের ফোঁটা ফুটিয়ে তুলছে পুজোর আমেজ! প্রকৃতির গভীর ভাবনা শহরের এই পুজোয় গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.