বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 World Cup Final: পাকিস্তানের বোলিং ভারতের মতো 'এলেবেলে' নয়, ফাইনালের আগে সীমাহীন কটাক্ষ আখতারের

T20 World Cup Final: পাকিস্তানের বোলিং ভারতের মতো 'এলেবেলে' নয়, ফাইনালের আগে সীমাহীন কটাক্ষ আখতারের

ভুবনেশ্বর কুমার ও শোয়েব আখতার। ছবি- এএনআই/ইউটিউব।

Pakistan vs England T20 World Cup 2022 Final: চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাকিস্তান ও ইংল্যান্ড। তবে আখতার ক্রমশ তোপ দেগে চলেছেন ভারতের দিকে।

পাকিস্তান চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠার পর থেকেই পাক প্রাক্তনীদের গলা চড়তে শুরু করে ক্রমশ। পরে ভারত সেমিফাইনালে হেরে ছিটকে যাওয়ায় টিম ইন্ডিয়াকে লক্ষ্য করে সীমাহীন কটাক্ষ ছুঁড়ে দিতে থাকেন শোয়েব আখতাররা। তাতে লাগাম পরানোর কোনও ইচ্ছাই চোখে পড়ছে না আখতারদের মধ্যে।

এবার পাকিস্তান বনাম ইংল্যান্ড ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনার মাঝেও ভারতের দিকে কটাক্ষ ছুঁড়ে দিলেন আখতার। এবার তাঁর নিশানায় ভারতের বোলিং আক্রমণ। নিজের ইউটিউব চ্যানেলের আলোচনায় ভারতীয় বোলারদের কার্যত এলেবেলে পর্যায়ে নামিয়ে আনলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

তাঁর দাবি, পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলার আগে ইংল্যান্ড নিশ্চিত ভাববে যে পাকিস্তানের বোলাররা ভারতের মতো এলেবেলে নয়। তাই সেমিফাইনালের মতো ফাইনালে ওয়াকওভার পাওয়া যাবে না।

আরও পড়ুন:- T20 World Cup: শুরুতেই রানার্স, দ্বিতীয়বারে চ্যাম্পিয়ন, দেখে নিন টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত কেমন খেলেছে পাকিস্তান

আখতার বলেন, ‘ইংল্যান্ডের আত্মবিশ্বাস আকাশ ছোঁবে নিশ্চিত। তবে ওরা জানে পাকিস্তানের বোলাররা ভারতীয় বোলারদের মতো নয়। ফাইনালে কিছু না কিছু করে জিততে হবে। ওয়াকওভার পাওয়া যাবে না।’

ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে ইংল্যান্ড ১০ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয়। ভারতীয় বোলাররা সেমিফাইনালে কোনও উইকেট তুলে নিতে না পারায় তাঁদের নিয়ে ক্রমাগত উপহাস করে চলেছেন আখতার।

আরও পড়ুন:- T20 World Cup Final: একই বছরে ২টি ICC বিশ্বকাপ জয়ের বিরল নজির গড়ার হাতছানি ইংল্যান্ড কোচের সামনে

ফাইনাল নিয়ে শোয়েব আখতারকে আশাবাদী করছে বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের পরিচিত ফর্মে ফেরা। তিনি বলেন, ‘বাবর-রিজওয়ানের উপর অনেক কিছু নির্ভর করছে। যেরকম স্ট্রাইক-রেটে খেলেছে, সেটা গুরুত্বপূর্ণ। ৬ ওভারে যে স্ট্রাইক-রেট এতদিন দেখা যাচ্ছিল না, সেটা ফিরে এসেছে। মেলবোর্নের পিচ আপনাকে সেই স্ট্রাইক-রেট বজায় রাখার অনুমতি দেবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন