প্রথম রাউন্ডের তিন ম্যাচে অপরাজিত থেকে চলতি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নিল স্কটল্যান্ড। প্রথম ম্যাচে বাংলাদেশ এবং দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনিকে হারানোর পর বি-গ্রুপে নিজেদের তৃতীয় তথা শেষ ম্যাচে স্কটল্যান্ড ৮ উইকেটে পরাজিত করে ওমানকে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওমান ২০ ওভারে ১২২ রানে অল-আউট হয়ে যায়। আকিব ইলিয়াস ৩৭, জীশান মাকসুদ ৩৪ ও মহম্মদ নদীম ২৫ রান করেন। বাকিরা কেউই দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
২৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন জোস ডেভি। ২টি করে উইকেট নেন সফিয়ান শরিফ ও মাইকেল লিস্ক। ১টি উইকেট মার্ক ওয়াটের।
জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১২৩ রান তুলে নেয়। কোয়েটজার ৪১ ও মুনসি ২০ রান করে আউট হন। ক্রস ২৬ ও বেরিংটন ৩১ রান করে অপরাজিত থাকেন। ১টি করে উইকেট নিয়েছেন বাট ও আলি। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জোস ডেভি।
এই জয়ের সুবাদে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বি-গ্রপের এক নম্বর দল হিসেবে সুপার টুয়েলভ রাউন্ডে প্রবেশ করে স্কটল্যান্ড। তারা জায়গা করে নেয় সুপার টুয়েলভের গ্রুপ-২'য়ে। সুতরাং, ভারতের গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবেন কোয়েটজাররা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।