বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 WC 2022: কোহলি কি একা টুর্নামেন্ট জেতাবে! রোহিতদের পারফরমেন্স দেখে মদন লালের বড় প্রশ্ন

T20 WC 2022: কোহলি কি একা টুর্নামেন্ট জেতাবে! রোহিতদের পারফরমেন্স দেখে মদন লালের বড় প্রশ্ন

কেএল রাহুল ও রোহিত শর্মা (ছবি-এএফপি)

টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ও কোচ মদন লাল বলেছেন, ‘বিরাট কোহলির ইনিংসটি অসাধারণ ছিল। আমি এমন ইনিংস দেখিনি কিন্তু সে আপনাকে প্রতি ম্যাচে জেতাতে পারে না। এটা অনেক বড় টুর্নামেন্ট। একজনের পারফরম্যান্স দিয়ে টুর্নামেন্ট জেতা যায় না।’

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ-এ তাদের প্রথম ম্যাচে বিরাট কোহলির স্মরণীয় ইনিংসের ভিত্তিতে পাকিস্তানকে হারিয়ে দুর্দান্তভাবে প্রচার শুরু করেছে টিম ইন্ডিয়া। কিন্তু একজন খেলোয়াড়, যিনি ১৯৮৩ বিশ্বকাপের ভারতীয় দলের নায়ক ছিলেন, তিনি পাকিস্তানের বিরুদ্ধে এই জয়ের পরেও টিম ইন্ডিয়ার খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি হলেন মদন লাল, যিনি ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন। মদন লাল বলেছেন যে বিশ্বজয়ী হওয়ার জন্য দলটির এক বা দুইজন খেলোয়াড়ের উপর নির্ভর করা উচিত নয়। রবিবার ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে নিজের জয়ে দলকে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। ৫৩ বলে অপরাজিত ৮২ রানের তার ইনিংসটিকে এই ফরম্যাটের অন্যতম সেরা ইনিংস হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন… পাকিস্তান ম্যাচের রিপিট টেলিকাস্ট যেন না করে বিরাট, রসিকতা ডাচ ক্যাপ্টেনের

মদন লাল, যিনি ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন, ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ-এ পাকিস্তানের বিরুদ্ধে খেলা বিরাট কোহলির ইনিংস সম্পর্কে একটি আকর্ষণীয় প্রতিক্রিয়া দিয়েছেন। বিরাট কোহলি বলেছেন, টিম ইন্ডিয়াকে যদি বিশ্বকাপ জিততে হয়, তাহলে পুরো দলকে ভালো পারফর্ম করতে হবে, এক বা দুইজন খেলোয়াড়ের ভিত্তিতে বিশ্বকাপ জেতা যায় না।

রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলকে নিজের জয়ে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। তিনি ৫৩ বলে অপরাজিত ৮২ রান করেন। এ বিষয়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ও কোচ মদন লাল বলেছেন, ‘বিরাট কোহলির ইনিংসটি অসাধারণ ছিল। আমি এমন ইনিংস দেখিনি কিন্তু সে আপনাকে প্রতি ম্যাচে জেতাতে পারে না। এটা অনেক বড় টুর্নামেন্ট। একজনের পারফরম্যান্স দিয়ে টুর্নামেন্ট জেতা যায় না।’

আরও পড়ুন… বাংলাদেশ মহিলা দলের নতুন কোচ হলেন শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তি হাসান তিলকারত্নে

মদন লাল আরও বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অর্জিত জয় প্রশংসনীয়। কিন্তু এত বড় টুর্নামেন্টে কোনো শিথিলতা নেই।’ তিনি বলেন, ‘ভারতের কাজ এখনও শেষ হয়নি। বিশ্বকাপ সবে শুরু হয়েছে। নেদারল্যান্ডসের মতো দলও দুর্বল নয়। টি-টোয়েন্টিতে যেকোনও দলকে হারাতে পারে। শুধু বিশ্বকাপ জিতলেই বলতে পারবেন মিশনটি সম্পন্ন হয়েছে।’

মদন লাল বলেন রোহিত শর্মা ও রাহুলকে তাদের খেলার মাত্রা বাড়াতে হবে। প্রত্যেককে নিশ্চিত করতে হবে যে তারা সর্বদা তাদের সেরা পারফরম্যান্স এবং প্রচেষ্টা দিচ্ছে। আর প্রতিটি ম্যাচেই থাকবে ভিন্ন ভিন্ন নায়ক। এই দুই খেলোয়াড়ই পাকিস্তানের বিপক্ষে পুরোপুরি ফ্লপ।

অনেক বিশেষজ্ঞের মতো, লালও সমর্থন করেছিলেন যে প্লেয়িং ইলেভেন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে এবং খেলোয়াড়দের খ্যাতি নয়। মদন লাল বলেন, ‘ভারতের উচিত তার প্রতিপক্ষ অনুযায়ী প্লেয়িং ইলেভেন বেছে নেওয়া। তাদের ফাস্ট বোলার ও স্পিনারদের সেই অনুযায়ী খেলা উচিত। প্লেয়িং ইলেভেন এক মাপকাঠিতে নির্বাচন করা যাবে না।’

বন্ধ করুন