বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 World Cup 2022: ডেথ ওভার জুজু- ভারতের বোলিং কোচের অজুহাত, সব টিমের কাছেই এটা বড় চ্যালেঞ্জ

T20 World Cup 2022: ডেথ ওভার জুজু- ভারতের বোলিং কোচের অজুহাত, সব টিমের কাছেই এটা বড় চ্যালেঞ্জ

পরশ মামব্রে।

এশিয়া কাপ থেকেই ডেথ ওভার বোলিং সমস্যায় ভুগছে ভারত। বিশ্বকাপের প্রথম ম্যাচেও সেই রোগ যায়নি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও শেষ ৩ ওভারে ভারতীয় বোলাররা দিয়েছেন ৩৪ রান। যেটা কিন্তু চিন্তায় রাখবে টিম ইন্ডিয়াকে।

ডেথ ওভারের সময় ব্যাটসম্যানদের বল করাটাই সমস্ত দলের কাছে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। শুধু মাত্র ভারতীয় বোলাররাই যে ডেথ ওভারে সমস্যায় পড়ছেন, এমনটা নয়। বরং সব দলই ডেথ ওভারে কিছু না কিছু সমস্যায় পড়ছে। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের আগে এমনটাই দাবি করেছেন বোলিং কোচ পরশ মামব্রে।

ভারতীয় দল লক্ষ্য তাড়া করার সময় স্বচ্ছন্দ্য বোধ করলেও, যখন তারা প্রথমে বোলিং করছে, তখন শেষ তিন ওভারে হরির লুটের মতো রান বিলোচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও শেষ ৩ ওভারে ভারতীয় বোলাররা দিয়েছেন ৩৪ রান। প্রতি ওভার ১০ বা তার বেশি রান দিয়েছেন তাঁরা। এমন কী এশিয়া কাপেও পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ১৬ থেকে ২০ ওভারের মধ্যে ভারতীয় বোলারদের বেধড়ক পিটিয়েছে দুই গলের ব্যাটাররা।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে স্বপ্নের ইনিংসে ICC T20I Rankings-এ বড় লাফ কোহলির,পতন সূর্যের

মামব্রে অবশ্য নেদারল্যান্ডস ম্যাচের আগে সাংবাদিকদের সামনে দাবি করেছেন, ‘আমি মনে করি শেষ ওভারগুলি, শুধুমাত্র আমাদের জন্যই নয়, আপনি যদি অন্যান্য দলের দিকেও তাকান, তবে প্রত্যেকের ক্ষেত্রেই এটি একটি চ্যালেঞ্জ ছিল।’

প্রাক্তন টেস্ট পেসার আরও বলেছেন, ‘শেষ ম্যাচেও শেষের দিকের ওভারে রান হয়েছে। সেটা স্বীকার করে নিচ্ছি। এটা আমাদের কাছে সত্যিই চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল। এবং আমরা এই জায়গাটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। বোলারদের ভুলগুলি চিহ্নিত করেছি।’

আরও পড়ুন: আয়ারল্যান্ড-ইংল্যান্ড ম্যাচের দশা হবে না তো? আবহাওয়াকেই যত ভয় রোহিতদের

এর পাশাপাশি প্রাক্তন টেস্ট পেসার দাবি করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় বা চতুর্থ ম্যাচ খেলার চেয়ে ভালো প্রথম ম্যাচ খেলা। কারণ পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে কঠিন ম্যাচগুলো পরের চেয়ে আগে খেলে নিলে চাপ অনেক হাল্কা হয়ে যায়।

তিনি বলেওছেন, ‘এই ধরনের ম্যাচকে ঘিরে যে হাইপ এবং খুব বেশি চাপ থাকে, সেটা প্রথমে খেলে জিতে নেওয়া ভালো। এই খেলাটিই যদি তৃতীয় বা চতুর্থ ম্যাচ হত, তবে এটি অন্যান্য গেমগুলিতে প্রভাব ফেলতে পারত।’

বন্ধ করুন