চলতি মহিলা এশিয়া কাপে ভারতের তিনটি টি-২০ ম্যাচের মধ্যে ২টি ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমেছেন জেমিমা রডরিগেজ। দু'টিতেই ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন তিনি।
মঙ্গলবার আমিরশাহির বিরুদ্ধে ৪৫ বলে অপরাজিত ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলার আগেই অবশ্য ব্যক্তিগত আইসিসি ব়্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেন জেমিমা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫৩ বলে ৭৬ রান করেছিলেন রডরিগেজ, যা তাঁর আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সেই ইনিংসের সুবাদেই মূল্যবান রেটিং পয়েন্ট সংগ্রহ করেন জেমিমা। তিনি আপাতত বিশ্বের ৮ নম্বরে আন্তর্জাতিক টি-২০ ব্যাটার।
সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের প্রথম ১০ জন টি-২০ ব্যাটারের তালিকায় তিনজন ভারতীয় তারকা রয়েছে। স্মৃতি মন্ধনা অবস্থান করছেন তৃতীয় স্থানে। শেফালি বর্মা রয়েছেন সাত নম্বরে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে মরমনপ্রীত কউর ব্যাটারদের তালিকায় ১৩ নম্বরে অবস্থান করছেন। দীপ্তি শর্মা রয়েছেন ৩৬ নম্বরে। আমিরশাহির বিরুদ্ধে দুর্দান্ত হাফ-সেঞ্চুরির সুবাদে পরবর্তী আইসিসি ব়্যাঙ্কিংয়ে নিশ্চিতভাবেই নিজেদের অবস্থান আরও মজবুত করবেন দীপ্তি ও জেমিমা।
বোলারদের প্রথম দশে ভারতের একমাত্র প্রতিনিধি দীপ্তি শর্মা। তিনি রয়েছেন ছয় নম্বরে। দীপ্তি মেয়েদের টি-২০ অল-রাউন্ডারদের তালিকায় চার নম্বরে অবস্থান করছেন।
আরও পড়ুন:- IND vs UAE: বিশাল ব্যবধানে আমিরশাহিকে হারিয়ে এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক ভারতের
ব্যাটারদের তালিকার এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ারই মেগ ল্যানিং। বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের সোফি একলেস্টোন। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডেরই সারা গ্লেন। তিন নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ। অল-রাউন্ডারদের তালিকার এক নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের সোফি ডিভাইন। দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ এবং তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।