৭ উইকেটে জয় অস্ট্রেলিয়ার: ভারতের ৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৩.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৮৮ রান সংগ্রহ করে নেয়। ৩৭ বল বাকি থাকতে ৭ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। ক্লেয়ার মুর ২৮ বলে ২৫ রান করে নট-আউট থাকেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ২৫ বলে ২৬ রান করে নট-আউট থাকেন অ্যামি স্মিথ। তিনিও ১টি চার ও ১টি ছক্কা মারেন।
জয়ের দোরগোড়ায় অস্ট্রেলিয়া: ১৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য ৭ ওভারে ১২ রান দরকার তাদের।
৫০ টপকাল অস্ট্রেলিয়া: ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৫৬ রান। ১৪ বলে ১৩ রান করেছেন অ্যামি স্মিথ। মেরেছেন ১টি চার। ১৬ বলে ৬ রান করেছেন ক্লেয়ার মুর।
তৃতীয় সাফল্য ভারতের: ৫.৪ ওভারে সোনম যাদবের বলে বসুর হাতে ধরা পড়েন এলা হেওয়ার্ড। ৫ বলে ৭ রান করেন তিনি। মারেন ১টি চার। অস্ট্রেলিয়া ৩৭ রানে ৩ উইকেট হারায়।
জিঞ্জারকে ফেরালেন অর্চনা: ৪.২ ওভারে অর্চনার বলে চোপড়ার হাতে ধরা পড়েন জিঞ্জার। ১২ বলে ১১ রান করেন তিনি। মারেন ১টি চার। অস্ট্রেলিয়া ৩০ রানে ২ উইকেট হারায়।
প্রথম সাফল্য ভারতের: ৩.৩ ওভারে তিতাসের বলে কাশ্যপের হাতে ধরা পড়েন কেট পেল্লে। ১৩ বলে ১৭ রান করেন তিনি। মারেন ৩টি চার। অস্ট্রেলিয়া ২৮ রানে ১ উইকেট হারায়।
আগ্রাসী শুরু অস্ট্রেলিয়ার: ৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ২০ রান। ৮ বলে ১০ রান করেছেন জিঞ্জার। ১০ বলে ৯ রান করেছেন কেট পেল্লে।
অল-আউট ভারত: ১৮.৫ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন সোনম যাদব। ১ বলে ১ রান করেন তিনি। ২ বলে ১ রান করে নট-আউট থাকেন অর্চনা দেবী। ভারত ৮৭ রানে অল-আউট হয়ে যায়। সুতরাং, জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৮৮ রান।
৯ উইকেট হারাল ভারত: ১৮.৩ ওভারে ম্যাককেনার বলে হ্যামিল্টনের হাতে ধরা পড়েন তিতাস সাধু। ১৩ বলে ১৪ রান করেন তিনি। মারেন ২টি চার। ভারত ৮৬ রানে ৯ উইকেট হারায়।
৮ উইকেট হারাল ভারত: ১৭.২ ওভারে হেওয়ার্ডের বলে মুরের হাতে ধরা দেন হর্ষিতা বসু। ২৩ বলে ১৪ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত ৭৪ রানে ৮ উইকেট হারায়। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ৮০ রান।
ভারতের ৭ উইকেটের পতন: ১৪.৪ ওভারে জিঞ্জারের বলে পেল্লের হাতে ধরা পড়েন মান্নত কাশ্যপ। ৭ বলে ১ রান করেন তিনি। ভারত ৬৩ রানে ৭ উইকেট হারায়।
৬ উইকেট হারাল ভারত: ১২.৪ ওভারে জিঞ্জারের বলে মুরের হাতে ধরা পড়েন পার্শবী। ১৫ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চার। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ৫৯ রান।
৫ উইকেটের পতন: ১০.৩ ওভারে জিঞ্জারের বলে মুরের হাতে ধরা পড়েন শ্বেতা। ২৯ বলে ২১ রান করেন তিনি। মারেন ৩টি চার। ভারত ৫৪ রানে ৫ উইকেট হারায়।
অর্ধেক ইনিংস শেষ: ১০ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৫২ রান। শ্বেতা শেরাওয়াত ২৭ বলে ২০ রান করেছেন।পার্শবী চোপড়া ৬ রানে ব্যাট করছেন।
রিচা ঘোষ আউট: ৭.৪ ওভারে ক্লার্কের বলে হলের দস্তানায় ধরে পড়ে যান রিচা ঘোষ। ৭ বলে ৭ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত দলগত ৪৩ রানে ৪ উইকেট হারায়।
সাজঘরে ফিরলেন সোনিয়া: ৫.১ ওভারে ক্লার্কের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সোনিয়া মেন্ধিয়া। ৬ বলে ২ রান করেন তিনি। ভারত ২৪ রানে ৩ উইকেট হারায়। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৩১ রান।
ভারতের দ্বিতীয় উইকেটের পতন: ৩.৩ ওভারে ইলিংওর্থের বলে হলের দস্তানায় ধরা পড়েন তৃষা। ৪ বলে ৪ রান করেন তিনি। ভারত ২২ রানে ২ উইকেট হারায়।
শেফালি বর্মা আউট: ১.৬ ওভারে ইলিংওর্থের বলে ম্যাককেনার হাতে ধরা দেন শেফালি বর্মা। ২টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৮ রান করে মাঠ ছাড়েন শেফালি। ভারত ১৪ রানে ১ উইকেট হারায়।
ম্যাচ শুরু: শ্বেতা শেরাওয়াতকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শেফালি বর্মা। বোলিং শুরু করেব লুসি হ্যামিল্টন। প্রথম ওভারের পঞ্চম বলে চার মারেন শ্বেতা। প্রথম ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬ রান।
টস: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। সুতরাং, পোচেস্ট্রুমে রান তাড়া করবে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।