পচা শামুকে পা কাটল ওয়েস্ট ইন্ডিজের। অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের সুপার সিক্সে রাওয়ান্ডার কাছে হেরে গেল ক্যারিবিয়ান দল। বিশ্বকাপের সুপার সিক্স থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল রওয়ান্ডার। তারা ওয়েস্ট ইন্ডিজকেও ছিটকে দেয় টুর্নামেন্ট থেকে।
পোচেস্ট্রুমে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা ১৬.৩ ওভারে মাত্র ৭০ রানে অল-আউট হয়ে যায়। ওপেন করতে নেমে রিয়ালেয়ানা গ্রিমন্ড দলের হয়ে সব থেকে বেশি ১৮ রান করেন। বাকিরা কেউই দু'অঙ্কের রান সংগ্রহ করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বাকি ১০ জন ক্রিকেটারের ব্যক্তিগত রান সংখ্যা পাশাপাশি সাজিয়ে দিলে (৭,০,৭,৮,১,৯,০,৮,৫,০) মোবাইল নম্বর মনে হবে নিশ্চিত।
রওয়ান্ডার হয়ে ৮ রানে ৪টি উইকেট নেন মারি তুমুকুণ্ডে। ২০ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন সিলবা উসাবিমানা। ২০ রানে ২টি উইকেট নেন জুরুফাত ইশিমউই।
আরও পড়ুন:- INDw vs SLw U19 WC: শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয়ে লিগ টেবিলের এক নম্বরে ভারত
জবাবে ব্যাট করতে নেমে রওয়ান্ডা ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৭১ রান সংগ্রহ করে নেয়। ক্য়াপ্টেন জিসেলে ইশিমউই ৩১ রানের অনবদ্য ইনিংস খেলে নট-আউট থাকেন। এছাড়া ১০ রান করেন মার্ভেইল উওয়াসে। ১২ রান করেন সিন্থিয়া তুয়িজেরে। ১০ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্য়াচ জেতে রওয়ান্ডা।
আরও পড়ুন:- ILT20: বাকি ছিল ১টি বল, মাঠে নেমেই দুরন্ত ছক্কা হাঁকালেন ইউসুফ পাঠান- ভিডিয়ো
ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচ জিতলে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকত। পরিবর্তিত পরিস্থিতিতে শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারালেও ক্যারিবিয়ানদের পক্ষে শেষ চারে যাওয়া সম্ভব নয়। কেননা ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহে রয়েছে ২ পয়েন্ট। ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ইতিমধ্যেই ৬ পয়েন্টে পৌঁছে গিয়েছে।
চলতি বিশ্বকাপে রওয়ান্ডার বড় দলকে হারানো এই প্রথম নয়। বরং গ্রুপ লিগের ম্যাচে তারা পরাজিত করে জিম্বাবোয়েকে। তার আগে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রওয়ান্ডা হারিয়ে দেয় আয়ারল্যান্ড
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।