বাংলা নিউজ > ময়দান > ভিনেশের যৌন হেনস্থার অভিযোগ প্রমাণিত হলে গলায় দড়ি দেব-কুস্তি ফেডারেশনের সভাপতি

ভিনেশের যৌন হেনস্থার অভিযোগ প্রমাণিত হলে গলায় দড়ি দেব-কুস্তি ফেডারেশনের সভাপতি

অভিযোগ প্রমাণিত হলে গলায় দড়ি দেব-কুস্তি ফেডারেশনের সভাপতি (ছবি-এএনআই/পিটিআই)

খাস রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার(ডব্লুএফআই) সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। অভিযোগ এনেছেন ভারতের তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট। যার পরিপ্রেক্ষিতে ব্রিজভূষণ শরণ সিং-ও বিস্ফোরক মন্তব্য দিয়েছেন। তিনি বলেছেন অপরাধী প্রমাণিত হলে গলায় দড়ি দেব।

শুভব্রত মুখার্জি: ক্রীড়া জগতে যৌন হেনস্থার ঘটনা নতুন নয়। বারবার বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে উঠেছে এই অভিযোগ। ভারতীয় ক্রীড়ার জগতও তার ব্যতিক্রম নয়। এবার খাস রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লুএফআই) সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। অভিযোগ এনেছেন ভারতের তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট। যার পরিপ্রেক্ষিতে ব্রিজভূষণ শরণ সিং-ও বিস্ফোরক মন্তব্য দিয়েছেন। তিনি বলেছেন অপরাধী প্রমাণিত হলে গলায় দড়ি দেব।

আরও পড়ুন… শেষ হল দুই দশকের বর্ণময় ক্রিকেট অধ্যায়, অবসর নিলেন হাসিম আমলা

ডব্লুএফআই সভাপতি আরও জানিয়েছেন যে তিনি কোন রকম তদন্তের সম্মুখীন হতে তৈরি। যদি তদন্তে তাঁর বিরুদ্ধে কোন কিছু বিরূপ বেরিয়ে আসে তাহলে সেক্ষেত্রে তিনি গলায় দড়ি দেবেন বলে বিস্ফোরক দাবি করেছেন। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিজভূষণ শরণ সিং জানিয়েছেন, ‘কোনও ধরনের কোনও যৌন হেনস্থার ঘটনা ঘটেনি। যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে তাহলে আমি গলায় দড়ি দেব। যৌন হেনস্থার অভিযোগ খুব বড় অভিযোগ। আমি তো কোন পদক্ষেপ নিতে পারব না। কারণ আমার নামেই অভিযোগ করা হয়েছে। আমি যে কোন ধরনের তদন্তের মুখোমুখি হতে রাজি।’

আরও পড়ুন… IND vs NZ: লক্ষ্য ছিল বড় পার্টনারশিপ গড়ার, তবে শেষরক্ষা হল না- মুষড়ে পড়েছেন ব্রেসওয়েল

সভাপতির অভিযোগ গত ১০ বছর ধরে তো ফেডারেশনের সবকিছু ঠিকঠাক চলছিল।কিছু নিয়মের পরিবর্তন করার পরেই হঠাৎ করে এমন অভিযোগ তোলা হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, ‘গত ১০ বছর কি ফেডারেশনের বিরুদ্ধে তাঁদের কোন অভিযোগ ছিল না? হঠাৎ করেই নানা ইস্যু সামনে আসছে। এর কারণ কি নয়া নিয়ম, নীতি চালু করা হয়েছে বলে?’ ২০১১ সাল থেকেই ব্রিজভূষণ শরণ সিং ডব্লুএফআইয়ের সভাপতি রয়েছেন। ২০১৯ সালে টানা তৃতীয়বার তিনি আবার সভাপতি নির্বাচিতও হয়েছেন। উল্লেখ্য ভিনেশের অভিযোগ ছিল জাতীয় ক্যাম্পে কোচরা মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থায় জড়িত। সঙ্গে জড়িত রয়েছেন ডব্লুএফআইয়ের সভাপতিও। তাঁর মতে দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটে চলেছে। তিনি জানিয়েছেন অনেক তরুণী কুস্তিগীর এই যৌন হেনস্থার শিকার হয়ে কেঁদে ফেলেছেন।

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন