বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: ধুন্ধুমার ব্যাটিং ক্যাপ্টেন রোহিতের, ম্যাচ জেতালেন ফিনিশার কার্তিক
জয়ের পরে কার্তিক ও রোহিতের উচ্ছ্বাস। ছবি- এপি (AP)

IND vs AUS: ধুন্ধুমার ব্যাটিং ক্যাপ্টেন রোহিতের, ম্যাচ জেতালেন ফিনিশার কার্তিক

বল হাতে রং ছড়ান অক্ষর প্যাটেল, মারকাটারি ব্যাটিং ক্যাপ্টেন রোহিত শর্মার।

মোহালিতে অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ হেরে বসায় বিশ্বকাপের আগে ঘরের মাঠে ভারতের প্রস্তুতি জোরালো ধাক্কা খায়। বড় রানের ইনিংস গড়েও সিরিজের প্রথম ম্যাচ হারতে হয় টিম ইন্ডিয়াকে। সঙ্গত কারণেই নাগপুরে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্য়াচটি ডু-অর-ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে যায় রোহিত শর্মাদের সামনে। জামথায় হারলেই সিরিজ খোয়াতে হতো ভারতকে, যা বিশ্বকাপের আগে দলের আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারত। যদিও এমন মরণ-বাঁচন ম্যাচে টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় ভারত।

23 Sep 2022, 11:29:19 PM IST

ম্যাচের সেরা রোহিত শর্মা

৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২০ বলে অপরাজিত ৪৬ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রোহিত শর্মা।

23 Sep 2022, 11:12:33 PM IST

৬ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

অস্ট্রেলিয়ার ৫ উইকেটে ৯০ রানের ব্যাট করতে নেমে ভারত ৭.২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৯২ রান তুলে ম্য়াচ জিতে যায়। ৪ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্য়াচ জেতে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে তারা ৩ ম্য়াচের টি-২০ সিরিজে ১-১ সমতা ফেরায়। ফলে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ কার্যত ফাইনালের রূপ নেয়। রোহিত শর্মা ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২০ বলে ৪৬ রান করে নট-আউট থাকেন। কার্তিক ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২ বলে ১০ রান করে অপরাজিত থাকেন।

23 Sep 2022, 11:02:09 PM IST

চার-ছক্কায় ম্য়াচ জেতালেন কার্তিক

জয়ের জন্য ভারতের দরকার ছিল ৯ রান। শেষ ওভারে বল করতে আসেন ড্যানিয়েল স্যামস। প্রথম বলেই ছক্কা মারেন দীনেশ কার্তিক। দ্বিতীয় বলে চার মেরে ভারতকে জয় এনে দেন দীনেশ।

23 Sep 2022, 10:56:54 PM IST

হার্দিককে ফেরালেন কামিল্স

সপ্তম ওভারে বল করতে আসেন প্যাট কামিন্স। দ্বিতীয় বলে  চার মারেন হার্দিক পান্ডিয়া। তৃতীয় বলে ২ রান নেন তিনি। পঞ্চম বলে ফিঞ্চের হাতে ধরা পড়েন যান পান্ডিয়া। ৯ বলে ৯ রান করে মাঠ ছাড়েন হার্দিক। ভারত ৭৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। শেষ বলে চার মারেন রোহিত। ওভারে ১৩ রান ওঠে। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৮২ রান। জয়ের জন্য শেষ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ৯ রান। রোহিত শর্মা ২০ বলে ৪৬ রান করেছেন। তিনি ৪টি চার ও ৪টি ছক্কা মেরেছেন। কামিন্স ২ ওভারে ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

23 Sep 2022, 10:53:04 PM IST

২ ওভারে ভারতের দরকার ২২ রান

ষষ্ঠ ওভারে বল করতে আসেন সিয়ান অ্যাবট। তৃতীয় ও চতুর্থ বলে পরপর ২টি চার মারেন রোহিত শর্মা। ওভারে মোট ১১ রান ওঠে। ৬ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৬৯ রান। জয়ের জন্য ২ ওভারে ২২ রান দরকার টিম ইন্ডিয়ার। রোহিত ১৮ বলে ৪১ রান করেছেন। তিনি ৩টি চার ও ৪টি ছক্কা মেরেছেন।

23 Sep 2022, 10:44:50 PM IST

সূর্যকুমার যাদব আউট

কোহলিকে আউট করার ঠিক পরের বলেই সূর্যকুমার যাদবকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান অ্যাডাম জাম্পা। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন সূর্যকুমার। ভারত ৫৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৫৮ রান। জাম্পা ২ ওভারে ১৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। রোহিত ১৫ বলে ৩২ রান করে অপরাজিত রয়েছেন। জয়ের জন্য ৩ ওভারে ৩৩ রান দরকার টিম ইন্ডিয়ার।

23 Sep 2022, 10:42:22 PM IST

বিরাট কোহলি বোল্ড

পঞ্চম ওভারে বল করতে আসেন অ্যাডাম জাম্পা। প্রথম বলে চার মারেন বিরাট কোহলি। দ্বিতীয় বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বিরাট। ২টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ১১ রান করে মাঠ ছাড়েন কোহলি। ৫৫ রানে ২ উইকেট হারায় টিম ইন্ডিয়া। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব।

23 Sep 2022, 10:40:33 PM IST

৫০ টপকাল ভারত

চতুর্থ ওভারে বল করতে আসেন ড্যানিয়েল স্যামস। দ্বিতীয় বলে চার মারেন রোহিত। চতুর্থ বলে চার মারেন কোহলি। ওভারে ১১ রান ওঠে। ৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ৫১ রান। রোহিত শর্মা ১৪ বলে ৩১ রান করেছেন।

23 Sep 2022, 10:34:58 PM IST

রাহুলকে বোল্ড করলেন জাম্পা

তৃতীয় ওভারে বল করতে আসেন অ্যাডাম জাম্পা। ওভারের তৃতীয় বলে ছক্কা মারেন রোহিত। পঞ্চম বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রাহুল। ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ১০ রান করে মাঠ ছাড়েন লোকেশ। ভারত ৩৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৪০ রান। রোহিত ১১ বলে ২৭ রান করেছেন। তিনি ৪টি ছক্কা মেরেছেন।

23 Sep 2022, 10:31:51 PM IST

পাওয়ার প্লে-র ২ ওভারে ৩০ রান তুলল ভারত

দ্বিতীয় ওভারে বল করতে আসেন প্য়াট কামিন্স। শুরুতে ওয়াইড বল করেন তিনি। তৃতীয় বলে ছক্কা মারেন রোহিত। ওভারে মোট ১০ রান ওঠে। পাওয়ার প্লে-র ২ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৩০ রান। রোহিত ২০ ও লোকেশ রাহুল ৯ রানে অপরাজিত রয়েছেন।

23 Sep 2022, 10:21:45 PM IST

রান তাড়া শুরু ভারতের

রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন লোকেশ রাহুল। বোলিং শুরু করেন জোশ হ্যাজেলউড। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন রাহুল। ওভারের তৃতীয় ও চতুর্থ বলে জোড়া ছক্কা মারেন হিটম্যান। শেষ বলে ছয় মারেন লোকেশ রাহুল। প্রথম ওভারে ভারত ২০ রান সংগ্রহ করে। রোহিত ১৩ ও রাহুল ৭ রানে ব্যাট করছেন।

23 Sep 2022, 10:11:13 PM IST

৯০-এ পৌঁছে গেল অস্ট্রেলিয়া

ইনিংসে অষ্টম তথা শেষ ওভারে বল করতে আসেন হার্ষাল প্যাটেল। দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম বলে তিনটি ছক্কা মারেন ম্যাথউ ওয়েড। শেষ বলে রান-আউট হন স্টিভ স্মিথ। ওভারে মোট ১৯ রান ওঠে। অস্ট্রেলিয়া নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করেছে। সুতরাং, জয়ের জন্য ৮ ওভারে ৯১ রান দরকার ভারতের। ওয়েড ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২০ বলে ৪৩ রান করে নট-আউট থাকেন। স্মিথ ৬ বলে ৮ রান করে মাঠ ছাড়েন। হার্ষাল প্যাটেল ২ ওভারে ৩২ রান খরত করেন। কোনও উইকেট পাননি তিনি।

23 Sep 2022, 10:05:20 PM IST

বুমরাহ ২ ওভারের কোটা পূর্ণ করলেন

সপ্তম ওভারে পুনরায় বল করতে আসেন জসপ্রীত বুমরাহ। তাঁর ওভারে ১২ রান ওঠে। এক রান আসে লেগ-বাই হিসেবে। ১টি করে চার মারেন স্মিথ ও ওয়েড। বুমরাহ নিজের ২ ওভারের বোলিং কোটায় ২২ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। ৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ৭১ রান। ওয়েড ২৫ ও স্মিথ ৬ রানে ব্যাট করছেন।

23 Sep 2022, 10:00:30 PM IST

৫০ টপকাল অস্ট্রেলিয়া

ষষ্ঠ ওভারে বল করতে আসেন হার্ষাল প্য়াটেল। ওভারে ১৩ রান খরচ করেন তিনি। ওভারের প্রথম ও পঞ্চম বলে জোড়া বাউন্ডারি মারেন ওয়েড। ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ৫৯ রান। ওয়েড ১২ বলে ১৯ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন।

23 Sep 2022, 09:56:01 PM IST

ফিঞ্চকে বোল্ড করলেন বুমরাহ

পঞ্চম ওভারে বল করতে আসেন আসেন জসপ্রীত বুমরাহ। চোট সারিয়ে মাঠে ফেরার পরে নিজের প্রথম ওভারেই উইকেট পেয়ে গেলেন তিনি। প্রথম বলে চার মারেন ফিঞ্চ। শেষ বলে লো ফুলটসে অজি দলনায়ককে বোল্ড করেন জসপ্রীত। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ৩১ রান করে মাঠ ছাড়েন ফিঞ্চ। অস্ট্রেলিয়া ৪৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টিভ স্মিথ। বুমরাহ ১১ রান দিয়ে ১টি উইকেট নেন।

23 Sep 2022, 09:47:01 PM IST

টিম ডেভিডকে বোল্ড করলেন অক্ষর

চতুর্থ ওভারে পুনরায় বল করতে আসেন অক্ষর প্যাটেল। প্রথম বলেই তিনি বোল্ড করেন টিম টেভিডকে। ৩ বলে ২ রান করে মাঠ ছাড়েন ডেভিড। অস্ট্রেলিয়া ৩১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ম্য়াথিউ ওয়েড। ওভারের শেষ বলে চার মারেন ওয়েড। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৩৫ রান। ২ ওভারের বোলিং কোটায় অক্ষর ১৩ রানের বিনিময়ে ২টি উইকে নেন।

23 Sep 2022, 09:45:31 PM IST

ব্যাট চালাচ্ছেন ফিঞ্চ

তৃতীয় ওভারে বল করতে আসেন যুজবেন্দ্র চাহাল। ওভারে ১২ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ওভারের তৃতীয় বলে ছক্কা মারেন ফিঞ্চ। ৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৩১ রান। ফিঞ্চ ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ২৪ রান করেছেন।

23 Sep 2022, 09:41:36 PM IST

ম্যাক্সওয়েলকে ফেরালেন অক্ষর

১.৪ ওভারে অক্ষরকে চার মারেন ফিঞ্চ। পঞ্চম বলে তিনি ১ রান নেন। ওভারের শেষ বলে গ্লেন ম্যাক্সওয়েলকে বোল্ড করে সাজঘরে ফেরান অক্ষর। ১ বলেই শূন্য রানে আউট হন ম্য়াক্সওয়েল। অস্ট্রেলিয়া ১৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টিম ডেভিড। পাওয়ার প্লে-র খেলা শেষ।

23 Sep 2022, 09:39:03 PM IST

রান-আউট গ্রিন

ওভারের প্রথম বলে ক্যামেরন গ্রিনের ক্যাচ ছাড়লেও তৃতীয় বলে তাঁকে রান-আউট করেন কোহলি। ৪ বলে ৫ রান করে মাঠ ছাড়েন গ্রিন। অস্ট্রেলিয়া ১৪ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ম্যাক্সওয়েল।

23 Sep 2022, 09:37:41 PM IST

গ্রিনের ক্যাচ ছাড়লেন কোহলি

দ্বিতীয় ওভারে বল করতে আসেন অক্ষর প্যাটেল। প্রথম বলেই উঁচু শট নেন গ্রিন। কোহলি অনেকটা দৌড়ে এসে ক্যাচ ধরার চেষ্টা করেন। তবে ব্যর্থ হন। বল তাঁর হাতে লেগে বাউন্ডারির বাইরে চলে যায়। আউট হওয়ার বদলে চার রান পেয়ে যান গ্রিন।

23 Sep 2022, 09:33:18 PM IST

ম্য়াচ শুরু, হার্দিকের প্রথম ওভারে ১০ রান

ক্যামেরন গ্রিনকে নিয়ে ওপেন করতে নামেন অ্যারন ফিঞ্চ। বোলিং শুরু করেন হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় বলেই স্কুপ শটে উইকেটকিপারের মাথার উপর দিয়ে চার মারেন ফিঞ্চ। তৃতীয় বলে ১ রান নেন তিনি। চতুর্থ বলে ১ রান নেন গ্রিন। পঞ্চম বলে চার মারেন ফিঞ্চ। প্রথম ওভারে ১০ রান ওঠে।

23 Sep 2022, 09:25:45 PM IST

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ

অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, গ্লেন ম্য়াক্সওয়েল, সিয়ান অ্য়াবট, টিম ডেভিড, ম্য়াথিউ ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, ড্যানিয়েল স্যামস, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজেলউড।

23 Sep 2022, 09:22:37 PM IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্ষাল প্যাটেল ও জসপ্রীত বুমরাহ।

23 Sep 2022, 09:20:42 PM IST

ভুবিকে বাদ দিল ভারত

জসপ্রীত বুমরাহ মাঠে ফিরছেন, এটা আগেই জানা ছিল। তাঁকে জায়গা ছেড়ে দেন উমেশ যাদব। তবে যেহেতু ৮ ওভারের ছোট ম্যাচ এবং চারজন বোলার ২ ওভার করে বল করলেই কাজ চলে যাবে, তাই ভুবনেশ্বরকে বসিয়ে বাড়তি ব্যাটসম্যান খেলানোর সিদ্ধান্ত নেয় ভারত। এক্ষেত্রে ঋষভ পন্ত হলের রোহিতদের অটোমেটিক চয়েজ।

23 Sep 2022, 09:16:57 PM IST

টস জিতল ভারত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে অস্ট্রেলিয়াকে শুরুতে ব্য়াট করার আমন্ত্রণ জানান রোহিত শর্মা। বৃষ্টি ভেজা ম্যাচে ৮ ওভারের ছোট ম্যাচে টস জিতলে সব ক্যাপ্টেনই রান তাড়া করতে চাইবেন। রোহিতও ব্যতিক্রমী নন। অজি দলনায়ক ফিঞ্চও জানালেন যে, তিনিও টস জিতলে ফিল্ডিং করতেন।

23 Sep 2022, 08:51:02 PM IST

খেলা শুরু হবে রান ৯টা ৩০ মিনিটে

রাত ৮টা ৪৫ মিনিটের মাঠ পরিদর্শনের পরে আম্পায়াররা ড্রেসিংরুমো গিয়ে দুই অধিনায়কের সঙ্গে কথা বলেন এবং নতুন প্লেয়িং কন্ডিশনের নোট ধরিয়ে দেন। পরে স্টার স্পোর্টসের ক্যামেরায় আম্পায়াররা সরকারিভাবে জানিয়ে দেন যে, খেলা শুরু হবে রাত ৯টা ৩০ মিনিটে। টস অনুষ্ঠিত হবে ৯টা ১৫ মিনিটে। খেলা হবে ৮ ওভার প্রতি ইনিংসে। পাওয়ার প্লে ২ ওভারের। একজন বোলার সর্বাধিক ২ ওভার বল করতে পারবেন। সুতরাং, ৪ জন বোলারেই কাজ চালানো যাবে।

23 Sep 2022, 08:35:35 PM IST

শনিবার ভারতের হয়ে শেষবার মাঠে নামবেন ঝুলন গোস্বামী

শনিবার লর্ডসে ভারতের হয়ে শেষবার মাঠে নামবেন ঝুলন গোস্বামী। তার পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। ভারতের মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ ইতমধ্যেই পকেটে পুরেছে। তারা সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে। লর্ডসে ব্রিটিশদের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে হরমনপ্রীত কউরদের সামনে।

23 Sep 2022, 08:10:57 PM IST

ম্যাচ শুরু হতে পারে, ইঙ্গিত আম্পায়ারদের

রাত ৮টার মাঠ পরিদর্শনের পরে সাজঘরে গিয়ে আম্পায়াররা কথা বলেন দুই ক্যাপ্টেনের সঙ্গে। পরে মাঠে ফিরে ব্রডকাস্টারদের ক্যামেরায় আপডেট দেন পরিস্থিতির। অনন্তপদ্মনাভন জানান যে, মাঠের একটি জায়গায় মাটি এখনও নরম রয়েছে। তাই ক্রিকেটারদের নিরাপত্তার কারণে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে চান তাঁরা। নীতিন মেনন ইঙ্গিত দেন যে, ছোট করে হলেও ম্য়াচ আয়োজনের চেষ্টা করা হবে। অন্ততপক্ষে ৫ ওভারের ম্য়াচ আয়োজন করতে হলে রাত ৯টা ৪৬ মিনিটে শুরু করতে হবে খেলা। আম্পায়াররা ৮টা ৪৫ মিনিটে তৃতীয়বার মাঠ পরিদর্শনে নামবেন।

23 Sep 2022, 07:25:37 PM IST

আউটফিল্ড খতিয়ে দেখছেন রোহিত

আউটফিল্ড ভিজে, তবে ত্রিশ গজের বৃত্ত নিয়ে বিশেষ অসুবিধা নেই। কেননা পিচ সংলগ্ন জায়গা ঢাকা থাকে বাড়তি কভার দিয়ে। রোহিত শর্মা-সহ ভারতীয় ক্রিকেটাররা মাঠেই রয়েছেন। রোহিত নিজে মাঠকর্মীদের সঙ্গে ঘুরে ঘুরে আউটফিল্ডের অবস্থা খতিয়ে দেখছেন।

23 Sep 2022, 07:10:25 PM IST

দীর্ঘ হল অপেক্ষা

মাঠ পরিদর্শনের পরে তড়িঘড়ি ম্যাচ শুরু করা ঝুঁকির হয়ে যাবে বলে মনে হয় আম্পায়ারদের। তাই রাত ৮টা নাগাদ দ্বিতীয়বার মাঠ পরিদর্শনে নামবেন তাঁরা। তখনই জানা যাবে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরু হবে কখন।

23 Sep 2022, 07:02:03 PM IST

মাঠ পরিদর্শনে আম্পায়াররা

দুই অম্পায়ার নীতিন মেনন ও অনন্তপদ্মনাভন মাঠ পরিদর্শনে নামেন ঠিক সন্ধ্যা ৭টার সময়। মাঠের চারিদিকে ঘুরে আউটফিল্ডের পরিস্থিতি খতিয়ে দেখেন ম্যাচ অফিসিয়ালরা। পরে দুই ক্যাপ্টেন রোহিত শর্মা ও অ্যারন ফিঞ্চের সঙ্গে আলোচনাও করতে দেখা যায় ম্যাচ অফিসিয়ালদের। স্টার স্পোর্টসের আলোচনায় আকাশ চোপড়া দাবি করেন যে, মাঠের যা অবস্থা, তাতে ২০ ওভারের পুরো কোটার ম্য়াচ আয়োজন করতে অসুবিধা হওয়ার কথা নয়।

23 Sep 2022, 06:33:55 PM IST

পিছিয়ে গেল টস

এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না। তবে গত দু'দিনের বৃষ্টির জন্য আউটফিল্ড একটু ভিজে থাকায় পিছিয়ে গেল টসের সময়। সন্ধ্যা ৭টার সময় মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা। উল্লেখ্য, ৭টা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে ম্যাচ শুরু হবে একটু দেরিতে।

23 Sep 2022, 06:12:37 PM IST

প্রথম একাদশে বদল করতে পারে ভারত

রোহিত শর্মা আগেই ইঙ্গিত দিয়েছেন যে, জসপ্রীত বুমরাহ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচে মাঠে নামতে পারেন। সুতরাং, বুমরাহকে জায়গা করে দিতে নাগপুরে টিম ইন্ডিয়াকে তাদের প্লেয়িং ইলেভেনে বদল করতেই হবে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন প্রথম ম্যাচে স্মিথ ও ম্য়াক্সওয়েলের উইকেট নেওয়া উমেশ যাদব।

23 Sep 2022, 05:34:23 PM IST

চোখ থাকবে ডেথ বোলিংয়ে

গত কয়েকটি টি-২০ ম্যাচে ডেথ বোলিং ভারতের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শেষের দিকে ভুবনেশ্বর কুমাররা যথেচ্ছ রান খরচ করায় ম্য়াচ হারতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। মোহালিতে রোহিত শর্মা ইঙ্গিত দেন যে, সিরিজের বাকি ২টি ম্য়াচে মাঠে নামতে পারেন জসপ্রীত বুমরাহ। সেক্ষেত্রে দেখার বিষয় এটাই যে, জসপ্রীত খামতি ঢাকতে পারেন কিনা।

23 Sep 2022, 05:32:07 PM IST

মরণ-বাঁচন ম্যাচ ভারতের

প্রথম ম্য়াচ হেরে বসায় তিন ম্যাচের টি-২০ সিরিজের বাকি দু'টি ম্যাচ ভারতের সামনে ডু-অর-ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে। নাগপুরে হারলেই সিরিজ খোয়াতে হবে টিম ইন্ডিয়াকে। জিতলে সিরিজে সমতা ফেরাতে পারবেন রোহিতরা। সেক্ষেত্রে সিরিজের তৃতীয় ম্যাচটি নির্ণায়ক হয়ে দাঁড়াবে।

23 Sep 2022, 05:29:14 PM IST

সিরিজের প্রথম ম্যাচের ফলাফল

মোহালিতে শুরুতে ব্যাট করে ভারত ৬ উইকেটে ২০৮ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। লোকেশ রাহুল ৫৫, সূর্যকুমার যাদব ৪৬ ও হার্দিক পান্ডিয়া ৭১ রান করেন। ন্যাথন এলিস ৩টি ও জোশ হ্যাজেলউড ২টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ২১১ রান তুলে ম্যাচ জিতে যায়। ক্যামেরন গ্রিন ৬১, স্টিভ স্মিথ ৩৫ ও ম্যাথিউ ওয়েড ৪৫ রান করেন। অক্ষর প্যাটেল ৩টি ও উমেশ যাদব ২টি উইকেট নেন। ভারত ৪ উইকেটে পরাজিত হয়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ জীবনে এসেছে ছোট্ট প্রাণ, 'আর তাই সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি', জানালেন পিয়া 'অস্ত্র রেখেছিলাম আমি আর শুভেন্দু, লুকিয়ে দেখছিল কুণাল' আর কী বললেন সুকান্ত? শাহজাহানের ডেরায় পুলিশের রিভলভার, বিদেশি অস্ত্রও! TMC-কে জঙ্গিগোষ্ঠী ঘোষণার দাবি

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.