বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: পেসারদের ডিউক বল পাঠাব- IPL-এর মাঝেও চলবে WTC ফাইনালের প্রস্তুতি, জানালেন রোহিত

IND vs AUS: পেসারদের ডিউক বল পাঠাব- IPL-এর মাঝেও চলবে WTC ফাইনালের প্রস্তুতি, জানালেন রোহিত

সুনীল গাভাসকরের হাত থেকেই বর্ডার-গাভাসকর ট্রফি নিলেন রোহিত।

রোহিত জানিয়েছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করা হতে পারে। আইপিএলের সময় ডিউক বলে অনুশীলনের ব্যবস্থা করা হতে পারে। কিছু ক্রিকেটারকে নিয়ে ইংল্যান্ডে দু’সপ্তাহের কন্ডিংশনি ক্যাম্পও আয়োজন করা হতে পারে।

আইপিএল শেষ হতে না হতেই ঘাড়ের উপরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ঠিক ছ’দিনের মাথায় খেলতে হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। গত বার ভারত ফাইনালে উঠলেনও, শিরোপা অধরা থেকে গিয়েছিল। এ বার তাই চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কোনও স্বপ্ন দেখছে না ভারত। অথচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য প্রস্তুতির সময় মাত্র ছ'দিন।

বিষয়টি মোটেও পছন্দ হয়নি ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়েরও। তিনি এই নিয়ে বিরক্তিই প্রকাশ করেছেন। আর সাংবাদিক বৈঠকে এসে রোহিতও বলে দিলেন, এই ম্য়াচ নিয়ে বিশেষ পরিকল্পনার কথা।

রোহিত জানিয়েছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করতে পারেন তাঁরা। আইপিএলের সময় ডিউক বলে অনুশীলনের ব্যবস্থা করা হতে পারে। কিছু ক্রিকেটারকে নিয়ে ইংল্যান্ডে দু’সপ্তাহের কন্ডিংশনি ক্যাম্পও আয়োজন করা হতে পারে। সে ক্ষেত্রে সেই সংশ্লিষ্ট ক্রিকেটারদের আগেই ইংল্যান্ড উড়ে যেতে হবে।

আরও পড়ুন: T20, ODI এবং Test- তিন ফর্ম্যাটেই ১০ বার করে ম্যাচের সেরা হওয়ার নজির কোহলির

আইপিএল শেষ হচ্ছে ১ জুন। তার ঠিক ছ’দিন পরে, ৭ জুন শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। রোহিত বলেছেন, ‘আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। যারা ফাইনালে খেলতে পারে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে এবং তাদের ওয়ার্কলোডের দিকে নজর রাখা হবে। দেখতে হবে ওরা কী পরিমাণে ক্রিকেট খেলছে। আশা করি ২১ মে-র মধ্যে প্লে-অফে কোন ছ’টি দল খেলবে তা ঠিক হয়ে যাবে। তাই যাদের দল যোগ্যতা অর্জন করবে না, তাদের দ্রুত ইংল্যান্ডে নিয়ে গিয়ে বিশেষ শিবিরের আয়োজন করা যেতে পারে। তা হলে দ্রুত ওরা ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা জোরে বোলারদের কিছু ডিউক বল পাঠাব। দেখতে হবে ওরা যেন সেই বলে অনুশীলনের সময় পায়। অবশ্যই বাকি কাজের দায়িত্ব মিটিয়ে। যারা ফাইনালে খেলবে তাদের অনেকেই আগে ইংল্যান্ডে খেলেছে। তবে এক-দু’জন থাকতেই পারে, যারা প্রথম খেলতে নামবে। মনে হয় না বিরাট সমস্যা হবে। প্রস্তুতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আশা করি সেটা ভাল ভাবেই নিতে পারব।’

আরও পড়ুন: কেমন লাগছে ২২ দিনের পিচে খেলা দেখতে- আমদাবাদের উইকেট নিয়ে সরব প্রাক্তনীরা

২০২১ সালে অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছিল ভারত। আর এ বার ঘরের মাঠেও একই ঘটনার পুনরাবৃত্তি। ভারত ধরে রাখলেন বর্ডার-গাভাসকর ট্রফি। আর এই জয়ের পর উচ্ছ্বসিত রোহিত শর্মা বলে দেন, ‘এটি একটি দুর্দান্ত সিরিজ ছিল। শুরু থেকেই এটা উত্তেজনাপূর্ণ ছিল। অনেক খেলোয়াড়ই প্রথম বার খেলছে। তবে জেতার জন্য আমরা অনেক বশি পরিশ্রম করেছি। আমরা জানতাম সিরিজটা ভালো ভাবে শুরু করা কতটা গুরুত্বপূর্ণ ছিল।’

দিল্লি টেস্টে পিছিয়ে থেকেও যে ভাবে টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়ায়, তার জন্য পুরো দলকে কৃতিত্ব দিয়েছেন রোহিত। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘দিল্লি টেস্টের জন্য আমি খুব গর্বিত। ওই দিন খেলায় আমরা পিছিয়ে পড়েছিলাম, তবুও আমরা জিততে পেরে বেশ খুশি। ইন্দোরে আমরা চাপে পড়ে যাই এবং ম্যাচটা হেরে যাই।’ এর সঙ্গেই টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিয়ে রোহিত বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে সব সময়ে লড়াই কঠিন হয়।তবে আমি বেশ সন্তুষ্ট। আমি জানি আমি নিজের জন্য কী ধরনের বেঞ্চমার্ক সেট করেছি। আমি ব্যক্তিগত মাইলফলকগুলিকে একপাশে রাখি। সিরিজ থেকে আমি যা চেয়েছিলাম, সেটা পেয়েছি।’

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিজেপির প্রাক্তন জোটসঙ্গী হওয়ার খেসারত? ২৫ বছরের ইতিহাসে সবথেকে খারাপ ফল পিডিপির মুলতান টেস্টে ইংরেজ বোলারদের নাস্তানাবুদ পাক দলের! পিচ দেখে খচে বোম পিটারসেন-ভন হরিয়ানার ভোটে 'বাজিগর' বিজেপি, নেপথ্যে ধর্মেন্দ্র এবং এক বাঙালি জম্মু ও কাশ্মীরে মুখ থুবড়ে পড়ল BJP, উপত্যকায় কোন কাঁটায় বিদ্ধ পদ্ম? NC-কংগ্রেস ঝড়ে বিজেপি সভাপতিরও হার জম্মু-কশ্মীরে, কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী? Health Tips: পুজোর মরসুমে হঠাৎ অসুস্থতার হাত থেকে বাঁচাবে এই সবুজ ফল ‘দেখ কেমন লাগে…’, RG Kar-এর সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা, সমর্থন কিঞ্জল-শ্রীলেখার এত বছরেও IPL জেতা হয়নি! দুধের স্বাদ ঘোলে মিটিয়ে দলকে শুভেচ্ছা প্রীতি জিন্টার… অভিষেকের মেয়েকে কুমন্তব্য, ২ জনকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে,CBI দিল আদালত বুধের তুলায় গমন, ১০ অক্টোবর থেকে ৪ রাশির বাড়বে হয়রানি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.