নাগপুরের পিচে একটি বলও গড়ায়নি। তার আগেই বিতর্কের কেন্দ্র নাগপুরের পিচ। অস্ট্রেলিয়া তো পিচ নিয়ে নিয়ম করে ক্ষোভ উগরাচ্ছেন। টিম ইন্ডিয়ার পছন্দমতোই পিচ তৈরি করা হয়েছে নাগপুরে। তাও ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের হস্তক্ষেপে রাতারাতি বদলে ফেলা হয়েছে নাগপুরের পিচ। আর তাতেই চোখে শর্ষে ফুল দেখছে অস্ট্রেলিয়া।
বর্ডার গাভাসকর ট্রফির বল করানোর আগেই কাঁদুনি গাইতে শুরু করে দিয়েছে অজিরা। নাগপুরের পিচ নিয়ে একেবারে রেরে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তনীরা। কম যায় না অজি সংবাদমাধ্যমও। পিচ নিয়ে এত বিতর্কের মাঝে অবশ্য অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ঢোঁক গিললেও, মচকাতে রাজি নন।
আরও পড়ুন: নাগপুরে বিতর্কের কেন্দ্রে পিচ- কিউরেটরের উপরে ক্ষেপে লাল শান্ত স্বভাবের দ্রাবিড়
পুরো অজি ব্রিগেডই বেঙ্গালুরুতে শিবির শেষ করে নাগপুরে এসেই পিচ দেখতে দৌড়েছিল। অনেকক্ষণ ধরে খুটিয়ে খুটিয়ে নাগপুরের উইকেট পর্যবেক্ষণ করেন কামিন্স। তিনি যখন মাঠে যান, তখন উইকেট কভার দিয়ে ঢাকা ছিল। গ্রাউন্ড স্টাফদের ডেকে কভার তুলে খুব গভীর ভাবে পিচ খুঁটিয়ে দেখেন। কামিন্সের আগে ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথও পিচ দেখে যান। তবে পিচ দেখে যে তারা একেবারেই সন্তুষ্ট হতে পারেননি, সেটা বলার অপেক্ষা রাখে না।রে বর্ডার গাভাসকর ট্রফির উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার দলের অন্দরে উৎসাহ চরমে।
আরও পড়ুন: খেলাতে ফোকাস করুন, পিচে নয়- অজি সাংবাদিকদের মুখ বন্ধ করে দিলেন রোহিত
অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, নাগপুরের পিচের বেশ কিছু জায়গায়, বিশেষ করে পিচের মাঝখানে জল দেওয়া হয়েছে, বাকি অংশ শুকনো খটখটে। বাঁ হাতি ব্যাটারদের অফস্টাম্পের বাইরের দিকের অংশ শুকনো রাখা হয়েছে। অজিদের দাবি, এ রকম পিচের চরিত্র হলে, নির্ধারিত ভাবে পিচ দ্রুত ভাঙবে এবং সেখান থেকে স্পিনাররা সুবিধা পেতে পারেন। বিষয়টাকে চ্যালেঞ্জিং মনে করে কামিন্স বলেন, ‘অ্যাওয়ে সিরিজ খেলার চ্যালেঞ্জ এটাই। হোম টিম সব সময়েই ঘরের মাঠে জিততে চাইবে। অস্ট্রেলিয়ায় আমরা স্বাভাবিক ভাবেই পেস ও বাউন্স পেয়ে থাকি। তাই হোম ম্যাচ অ্যাডভান্টেজ খুব একটা বিপজ্জনক বলে মনে করি না। পরিস্থিতি ভারতের পক্ষে রয়েছে এটা জেনে খেলাটা সফরকারী দলের জন্য আরও কঠিন।’
অস্ট্রেলিয়াও পিচ দেখার পর নিজেদের একাদশ নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। তারা বৃহস্পতিবার সকালে পিচ দেখে, পরিস্থিতি বুঝে, তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেকের জন্য প্রস্তুত ভিক্টোরিয়ার স্পিনার টড মার্ফি। অখ্যাত মার্ফিকেই তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে পারে অজিরা। অন্যদিকে পিটার হ্যান্ডসকম্ব ফিরে আসছেন জাতীয় দলে। ভারতের স্পিনিং উইকেটে অস্ট্রেলিয়াকে শেষ মুহূর্তে তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য করেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।