বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: 'প্রাক্তনরা কি এমন পিচে কখনও খেলেননি?' ঘূর্ণি পিচ নিয়ে সমালোচকদের মুখ বন্ধ করলেন রোহিত

IND vs AUS: 'প্রাক্তনরা কি এমন পিচে কখনও খেলেননি?' ঘূর্ণি পিচ নিয়ে সমালোচকদের মুখ বন্ধ করলেন রোহিত

পিচে নজর রোহিতের। ছবি- এপি।

India vs Australia: ঘূর্ণি পিচের পরিকল্পনা বুমেরাং হলেও আক্ষেপ নেই রোহিত শর্মার। পালটা প্রশ্ন তুললেন, এত চর্চা কেন? 'সবাই হোম অ্যাডভান্টেজ নেয়, আমাদের নিতে দোষ কী?', ইন্দোর টেস্টে হারের পরে সাংবাদিক সম্মেলনে সাফ দাবি ভারত অধিনায়কের।

হতে পারে ইন্দোরে ঘূর্ণি পিচের পরিকল্পনা বুমেরাং হয়ে আঘাত করেছে ভারতীয় শিবিরে। তবে ক্যাপ্টেন রোহিত শর্মার তাতে বিন্দুমাত্র আক্ষেপ নেই। বরং নিজেদের শক্তি অনুযায়ী ঘূর্ণি পিচে সিরিজ খেলার পরিকল্পনাকে যথাযথ বলে উল্লেখ করেন হিটম্যান।

ইন্দোর টেস্টে হারের পরে সাংবাদিক সম্মেলনের শুরুতেই পিচ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় রোহিত শর্মাকে। তিনি বলেন, ‘ম্যাচ জিতলে এই সব নিয়ে কোনও কথা হয় না। তবে হারলে ব্যাটিং ব্যর্থতার প্রসঙ্গ সামনে আসে। সিরিজ শুরুর আগেই আমরা ঠিক করেছিলাম যে, এমন পিচে খেলব। আমরা জানি এটা আমাদের ব্যাটসম্যানদের কাছেও চ্যালেঞ্জিং হবে। তবে স্পিন বোলিং ও ব্যাটিং গভীরতা আমাদের শক্তি। তাই নিজেদের শক্তি অনুযায়ী এমন পিচে খেলার সিদ্ধান্ত মোটেও ভুল নয়।’

নিজেদের শক্তি অনুযায়ী পিচ বানানো যে মোটেও অনৈতিক নয়, সে বিষয়ে ভারতীয় দলের অবস্থান স্পষ্ট করে দেন হিটম্যান। ভারত অধিনায়ক বলেন, ‘আমরা জানি ম্যাচ হারলে বাইরে থেকে অনেকে অনেক কিছু বলবেন। তবে তার জন্য নিজেদের গেমপ্ল্যান বদলানোর দরকার মনে করি না। প্রাক্তন ক্রিকেটাররা কি এমন পিচে কখনও খেলেননি? তাছাড়া এমন পিচে যখন আমরা ম্যাচ জিতছি, তখন অকারণে পরিকল্পনা বদলাতে যাব কেন? বিদেশে খেলতে গেলে হোম টিম তাদের শক্তি অনুযায়ী পিচ তৈরি করে। এতে অন্যায় কিছু নেই। আমাদের ক্ষেত্রে দোষ কোথায়?’

আরও পড়ুন:- IND vs AUS: ব্যাটসম্যানরা খেটে মরবে আর বোলাররা মজা লুটবে, এমন পিচ দরকার নেই, তীব্র সমালোচনা হরভজনের

সিরিজের শুরু থেকে পিচ নিয়ে বিস্তর চর্চায় বিরক্ত শোনায় রোহিতকে। তিনি বলেন, ‘ ভারতে খেলা হলেই পিচ নিয়ে বড্ড বেশি কথা হয়। অথচ ট্রেভিস হেড কত ভালো ব্যাট করল, পূজারা-খোয়াজারাও কী অসাধারণ লড়াই চালাল, লিয়ন দুর্দান্ত বল করল, এই সব নিয়ে চর্চা হচ্ছে না।’

আরও পড়ুন:- WTC Points Table: ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া, রাস্তা কঠিন হল রোহিতদের

একের পর এক টেস্ট ম্যাচ তিনদিনে শেষ হয়ে যাওয়া নিয়েও জোর আলোচনা চলছে ভারতীয় ক্রিকটমহলে। এ প্রসঙ্গে হিটম্যান বলেন, 'তিনদিনে যদি ম্যাচ জেতা যায়, তাহলে ক্ষতি কী? পাঁচ দিন খেলে টেস্ট ড্র করার থেকে ৩ দিনে ম্যাচ জেতা ভালো। আমরা দর্শকদের জন্য খেলা আরও আকর্ষণীয় করতে চেয়েছি। শুধু এখানেই তিন দিনে টেস্ট শেষ হচ্ছে এমনটা নয়। গত কালও দক্ষিণ আফ্রিকায় তিন দিনে ম্যাচ শেষ হয়েছে। অস্ট্রেলিয়াতেও এমনটা হয়। তাছাড়া পাকিস্তানে যখন পাঁচদিন শেষে টেস্ট ম্যাচ ড্র হচ্ছিল, তখন সবাই বলছিল ম্যাড়মেড়ে খেলা। আমাদের কাছে আসল হল টেস্টে ফলাফল নির্ধারণ। আমরা টেস্ট ম্যাচ জিততে চাই। তিনদিনে জয় এল নাকি পাঁচদিনে, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।'

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন