হাতে সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু তাঁর আমলে যে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়েছিল ভারত, সেই সিরিজে ইংল্যান্ডকে ফেরার সুযোগ করে দিয়েছেন ভারতীয় ব্যাটাররা। সেজন্য ভারতীয় দলের ব্যাটারদের ‘ভীরু’ বললেন ধারাভাষ্যকার তথা প্রাক্তন রবি শাস্ত্রী।
এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ১৩২ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ২৪৫ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ইংল্যান্ডের সামনে ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা খাড়া করেন জসপ্রীত বুমরাহরা। যে রান তাড়া করার জন্য ইংল্যান্ডের হাতে প্রচুর সময়ও ছিল। তার ফলে ভারতের উপর চাপ তৈরি হয়। চতুর্থ দিনের শেষে তো সেই চাপ আরও বৃদ্ধি পায়। আপাতত জয়ের থেকে মাত্র ১১৯ রান দূরে দাঁড়িয়ে আছে ইংল্যান্ড। তাতেই হতাশ হয়ে পড়েছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ।
(IND vs ENG ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে)
শাস্ত্রী বলেন, ‘আমার মতে, খুব কম করেও বললে এটা অত্যন্ত হতাশাজনক বলতে হয়। কারণ ওরা (ভারতীয় ব্যাটাররা) দীর্ঘক্ষণ খেলে ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দিতে পারত।’ সঙ্গে তিনি বলেন, ‘ওদের দুটি সেশন ব্যাট করতে হত। আমার মতে, ওরা রক্ষণাত্মক হয়ে পড়েছিল। সোমবার অত্যন্ত ভীরু হয়ে গিয়েছিল ওরা। বিশেষত মধ্যাহ্নভোজের বিরতির পর সেটা হয়েছিল। ’
সেই ভুলের জন্য বড় সুযোগ হাতছাড়া হতে বসেছে ভারতের। তৃতীয় দিনের শেষেও যে টেস্ট জয়ের দিকে এক পা বাড়িয়ে রেখেছিল ভারত, সেই টেস্টেই হারের মুখে দাঁড়িয়ে আছেন বুমরাহরা। সেই টেস্ট হেরে গেলে সিরিজ ২-২-তে শেষ হবে। আপাতত যা পরিস্থিতি, তাতে শাস্ত্রী দল যে লিড দিয়েছিল, তার ফায়দা তুলতে ব্যর্থ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা রাহুল দ্রাবিড়ের দলের।
আরও পড়ুন: IND vs ENG: SA সিরিজের ভুল শোধরানো, আগ্রাসী ফিল্ডিং - এজবাস্টনে জিততে ৫ কাজ করতে হবে ভারতকে
সোমবার শাস্ত্রী বলেন, ‘ভারত ওই উইকেটগুলি হারানোর পরও ওরা সুযোগের সদ্ব্যবহার করতে পারত। ম্যাচের ওই পর্যায়ে রান গুরুত্বপূর্ণ ছিল। আমার মতে, ওরা খুপড়িতে ঢুকে যায়, ওই উইকেটগুলি পরপর হারিয়ে ফেলে এবং ইংল্যান্ডকে ব্যাটিংয়ের জন্য পর্যাপ্ত সময় দেয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।