এজবাস্টনে যখন ব্যাট করতে নেমেছিলেন তখন ৯৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় দল। এরপর ঋষভ পন্তের সঙ্গে জুটি বেঁধে রবীন্দ্র জাদেজা যে ইনিংসটা খেললেন, তা ভারতীয় ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মুশকিল পরিবেশে নেটে এক অসাধারণ শতরান করেন জাদেজা।
প্রথম দিনে পন্ত যখন ইংল্যান্ড বোলারদের কচুকাটা করছেন, তখন অপরদিকে জাদেজা শান্ত মাথায় একের পর এক বল ছেড়ে পন্তকে যোগ্য সঙ্গ দেন। দ্বিতীয় দিনে আবার যখন শামির সঙ্গে ব্যাট করছিলেন, তখন বেশি ভাল ব্যাটার হিসাবে দায়িত্ব নিয়ে একের পর এক ওভার খেলেছেন এবং বল পেলে ব্যাট চালাতেও দ্বিধা করেননি। পটসের বলে দুরন্ত কভার ড্রাইভ মেরে পূর্ণ করেন নিজের তৃতীয় টেস্ট শতরান। তারপরেই এজবাস্টনে দেখা মেলে তাঁর বিখ্যাত তলোয়ার সেলিব্রেশনের।
আরও পড়ুন:- IND vs ENG Day 2 Live: বুমরাহর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রুট-বেয়ারস্টো
আরও পড়ুন:- IND vs ENG: মাঠে যেন কপিল দেবই! ট্রেডমার্ক ‘নটরাজ’ শটে ছক্কা হাঁকালেন বুমরাহ: ভিডিয়ো
ব্যাট হাতে অর্ধশতরান বা শতরান করলেই তলোয়ার সেলিব্রেশন করতে দেখা যায় জাদেজাকে। এখানেও কিন্তু তার অন্যথা হল না। জাদেজা পন্তের শতরান না থাকলে এই ম্যাচে ভারতীয় দল ৪১৬ রান করা তো দূর, ২০০-র গণ্ডি টপকাতে পারত কিনা, তাই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। জাদেজার এই ইনিংসই প্রমাণ করে দেয় কেন তিনি বর্তমানে টেস্টের এক নম্বর অলরাউন্ডার।