রবিবারের সন্ধ্যেটা জমিয়ে দিয়েছিলেন ডেভিড মালান-লিয়াম লিভিংস্টোন। আর রাতের লড়াইয়ে চমক দিলেন সূ্র্যকুমার যাদব। ঝড়ের গতিতে সেঞ্চুরি করলেন। গড়লেন নতুন রেকর্ড। যদিও শেষ রক্ষা করতে পারল না ভারত। ১৭ রানে ম্যাচ হারতে হল টিম ইন্ডিয়াকে।
চারে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ স্কোর করলেন সূর্য। এ দিন তিনি চারে ব্যাট করতে নেমে ৫৫ বলে ১১৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। একাই ভারতের দুর্গ আগলে রাখেন সূর্য। বাকিরা তো সব আয়ারাম-গায়ারাম। যার জেরে হারতে হল ভারতকে। সূর্যের দুরন্ত ইনিংস শেষ পর্যন্ত কাজে এল না। তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচ হারল রোহিত ব্রিগেড। যদিও শনিবারই সিরিজ পকেটে পুড়ে ফেলেছিল ভারত।
আরও পড়ুন: T20 তে ইংল্যান্ডের হয়ে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় সর্বাধিক রান করলেন মালান
এর আগে ২০১৯ সালে টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিরুদ্ধেই চারে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ১১৩ রান করেছিলেন। সেটাই এত দিন ছিল সর্বোচ্চ রান। সেই রেকর্ড এ দিন ভেঙে দিলেন সূর্যকুমার যাদব।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে এ দিন ৭ উইকেট হারিয়ে ২১৫ রান করেছিল ইংল্যান্ড। মালানের ৩৯ বলে ৭৭ এবং লিভিংস্টোনের ২৯ বলে ৪২ রানের হাত ধরে ২০০ রানের গণ্ডি টপকায় ইংল্যান্ড। ওপেন করতে নেমে জেসন রয় ২৭ করেছিলেন। ইংল্যান্ডের বাকিরা অবশ্য কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি।
আরও পড়ুন: লিভিংস্টোন-মালানের দুরন্ত ব্যাটিং, T20 তে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের রেকর্ড রান
ভারতের রবি বিষ্ণোই এবং হার্ষাল প্যাটেল ২টি করে উইকেট নিয়েছেন। আবেশ খান এবং উমরান মালিক নিয়েছেন ১টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে সূর্যকুমার সেঞ্চুরি করলেও শেষ পর্যন্ত অবশ্য ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান করতে পারে ভারত। বাকিদের অবস্থা ছিল তথৈবচ। শ্রেয়স আইয়ারের ২৮ এবং বিরাট কোহলি ও রোহিত শর্মা ১১ করে রান করেন। বাকিরা দুই অঙ্কের ঘরেই পৌঁছাননি।
রিস টপলি ৩টি উইকেট নেন। ডেভিড উইলি এবং ক্রিস জর্ডন ২টি করে উইকেট নিয়েছেন। রিচার্ড গ্লেসন এবং মইন আলি নিয়েছেন ১টি করে উইকেট। যাইহোক ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের পরপর ২টি ম্যাচে হারের পর, শেষ ম্যাচ জিতে কিছুটা হলেও মান রক্ষা করল জোস বাটলারের ইংল্যান্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।