ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার থেকে অ্যাসেজের থেকে বড় কোনও টেস্ট যুদ্ধ হতে পারে? এতদিন উত্তরটা সম্ভবত ‘না’ ছিল। কিন্তু প্রাক্তন ইংরেজ তারকা গ্রেম সোয়ানের মতে, অ্যাসেজের প্রতি ইংরেজের যে বিশেষ আসক্তি আছে, তা ঝেড়ে ফেলে ভারত সফরে মনোনিবেশ করা প্রয়োজন। কারণ অ্যাসেজের থেকেও ভারতের মাটিতে টেস্ট সিরিজ ঢের বেশি কৃতিত্বের।
অ্যাডিলেডে হারের পর চোট-আঘাতের সমস্যা, বিরাট কোহলির অনুপস্থিতি সত্ত্বেও যেভাবে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তাতে মুগ্ধ হয়েছেন সোয়ান। যে সিরিজের পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত। সেই পরিস্থিতিতে একটি ব্রিটিশ ট্যাবলয়েডে ইংরেজ অফস্পিনার বলেন, ‘ইংল্যান্ড সবসময় বলে থাকে যে অ্যাসেজ এগিয়ে আসছে। এখন অস্ট্রেলিয়া আর বিশ্বের সেরা দল নয়। ওরা আগে ছিল। কিন্তু এখন বহু যোজন পিছিয়ে আছে। কিন্তু আমরা সেটার প্রতি আসক্ত।’
কিন্তু সেই মনোভাব কাটিয়ে ওঠার পরামর্শ দিয়েছেন সোয়ান। তিনি বলেন, ‘অ্যাসেজের বাইরে গিয়ে আমাদের দেখতে হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতে গিয়ে ভারতকে হারানোর বিষয়টি ঢের বেশি কৃতিত্বের। ২০১২ সালে আমরা হারানোর পর থেকে ঘরের মাঠে ভারত কার্যত অপরাজেয়। ওটাই কেন পুরো বিষয় নয়?’
সোয়ানের মতে, যদি ইংল্যান্ড বিশ্বের সেরা টেস্ট দল হতে চায়, তাহলে ভারতের মাটিতে ভারতকে হারাতে হবে জো রুটদের। শুধুমাত্র অস্ট্রেলিয়ায় গিয়ে অ্যাসেজে জিতলেই সেই লক্ষ্য পূরণ হবে না। চলতি বছর ডিসেম্বরে যে সিরিজ শুরু হবে। ২০১২ সালে ভারতে ইংল্যান্ডের সিরিজ জয়ের অন্যতম কারিগর বলেন, ‘কেন লোকজন বলছে না যে হ্যাঁ, স্পিনের বিরুদ্ধে ভালো খেলোয়াড় থাকায় এই দলের হাতে সুযোগ আছে। নিজেদের পা ব্যবহার করতে পারবে, যেভাবে আমরা স্পিনের বিরুদ্ধে ব্যাটিং করি, সেই দৃষ্টিভঙ্গি পুরোপুরি পালটে দেওয়া হোক। তবেই আমরা ভারতকে হারাতে পারব।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘যদি না স্পিনাররা উইকেট নিতে পারে, তাহলে আমরা ভারতকে হারাতে পারব না। তাহলে আমাদের কাউকে কেভিন পিটারসেনের মতো ব্যাট করতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।