বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: বৃষ্টি কি রক্ষা করবে টিম ইন্ডিয়াকে, কেমন থাকবে বার্মিংহ্যামের আবহাওয়া?

IND vs ENG: বৃষ্টি কি রক্ষা করবে টিম ইন্ডিয়াকে, কেমন থাকবে বার্মিংহ্যামের আবহাওয়া?

কেমন থাকবে বামিংহ্যামে শেষ দিনের আবহওয়া? ছবি- রয়টার্স। (Action Images via Reuters)

পঞ্চম টেস্টের শেষ দিন ইংল্যান্ডের জয়ের জন্য আর মাত্র ১১৯ রানের প্রয়োজন।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের মহারণ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। শেষ টেস্টের শেষ দিনে এসে সিরিজের ভাগ্য নির্ধারিত হবে। পঞ্চম টেস্ট ম্যাচে জয়ের সম্ভাবনা ইংল্যান্ডেরই। তবে ভারতীয় দলের জয়ের সম্ভাবনা কম হলেও, একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পঞ্চম টেস্ট জিততে ইংল্যান্ডের দরকার আর মাত্র ১১৯ রান, হাতে রয়েছে সাত উইকেট। এমন অবস্থায় তারা এই ম্যাচ জিতে সিরিজ ২-২ ড্র করে ১৫ বছর পর ইংল্যান্ডে ভারতের সিরিজ জয়ের আশায় জল ঢেলে দেবেন, এমনটাই মনে হচ্ছে। সিরিজের প্রথম টেস্টে ট্রেন্ট ব্রিজে বরুণদেব ইংল্যান্ডের সহায় হয়েছিলেন। এবার বার্মিংহ্যামে কি তিন ভারতের ওপর কৃপা করবেন? পঞ্চম দিনে আদৌ বৃষ্টিতে খেলা ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে? 

আরও পড়ুন:- হাল ছাড়েনি ভারত, ম্যাচ জিততে পঞ্চম দিনে দলের পরিকল্পনা সাফ জানিয়ে দিলেন রাঠৌর

আরও পড়ুন:- দু'জন বিশ্বমানের সিমার রয়েছে, ম্যাচে ফিরতে পারে ভারত- আশা মঞ্জরেকরের

এই ম্যাচেই এর আগে বৃষ্টি সামান্য বিঘ্ন ঘটালেও, শেষ দিনে বিন্দুমাত্র বৃষ্টির সম্ভাবনা নেই। AccuWeather-র মতে, ম্যাচের বেশিরভাগ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও, বৃষ্টি হবে না। বরং সূর্যদেব মাঝেসাঝে দেখা দিতে পারেন। পঞ্চম দিনে খেলার একেবারে আদর্শ পরিবেশ থাকবে। তাপমাত্রা থাকার কথা ১৮ থেকে ২০ ডিগ্রির মধ্যে এবং আদ্রতাও ৬০ শতাংশের বেশি হবে না। সুতরাং, স্পষ্টতই যে বরুণদেব ভারতের সহায় হবেন না, তা বোঝাই যাচ্ছে। তবে মেঘলা আকাশের জেরে ভারতীয় বোলাররা কিছুটা সাহায্য পেলেও পেতে পারেন। 

বন্ধ করুন