বাংলা নিউজ > ময়দান > IND vs NZ 3rd ODI: বৃষ্টিতে মাঝপথেই ভেস্তে গেল ম্যাচ, ওয়ান ডে সিরিজ হারল ভারত
বৃষ্টিতে থমকে ম্যাচ। ছবি- টুইটার (@BLACKCAPS)।
লাইভ আপডেটস

IND vs NZ 3rd ODI: বৃষ্টিতে মাঝপথেই ভেস্তে গেল ম্যাচ, ওয়ান ডে সিরিজ হারল ভারত

India vs New Zealand 3rd ODI Live Score: ওয়াশিংটন সুন্দরের লড়াকু হাফ-সেঞ্চুরিতে ভর করে জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে ছোটখাটো লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ইনিংসে ১৮ ওভারের খেলা সম্পন্ন হওয়ার পরেই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় ম্যাচ।

অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম ওয়ান ডে ম্যাচে বড় রানের ইনিংস গড়ে ভারত। তা সত্ত্বেও ম্যাচ হারতে হয় টিম ইন্ডিয়াকে। পরে হ্যামিল্টনে সিরিজ বাঁচানোর লড়াই ছিল শিখর ধাওয়ানদের। সেডন পার্কের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ শেষমেশ বৃষ্টির জন্য মাঝপথেই পরিত্যক্ত হয়। সেদিক থেকে নিউজিল্যান্ডের চলতি তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হারের সম্ভাবনা ছিল না। তবে ভারতের কাছে এই ম্যাচটি ফের ডু-অর-ডাই লড়াইয়ে পরিণত হয়েছিল। ক্রাইস্টচার্চে জিতলে ওয়ান ডে সিরিজ ড্র করে দেশে ফিরতে পারত ভারত। যদিও তৃতীয় ম্যাচও বৃষ্টিতে মাঝপথেই ভেস্তে যায়। ফলে টি-২০ সিরিজ জিতলেও ওয়ান ডে সিরিজে হার মানতে হয় টিম ইন্ডিয়াকে।

30 Nov 2022, 02:57:04 PM IST

সিরিজের সেরা লাথাম

মাত্র ১টি ম্যাচে ব্যাট হাতে মাঠে নামার সুযোগ হয় টম লাথামের। তবে সেই ম্যাচেই ১৪৫ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন লাথাম।

30 Nov 2022, 02:51:08 PM IST

সিরিজ জিতল নিউজিল্যান্ড

অকল্য়ান্ডের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড জয় তুলে নেয়। হ্যামিল্টন ও ক্রাইস্টচার্চের বাকি ২টি ওয়ান ডে ম্যাচ বৃষ্টিতে মাঝপথেই ভেস্তে যায়। ফলে ১-০ ব্যবধানে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ জেতে নিউজিল্যান্ড।

30 Nov 2022, 02:39:22 PM IST

ভেস্তে গেল ম্যাচ

বৃষ্টিতে মাঝপথেই ভেস্তে গেল সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচ। দ্বিতীয় ইনিংসে ২০ ওভারের খেলা সম্পন্ন হলেই ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্য়াচের ফলাফল নির্ধারিত হতো। বলাবাহুল্য নিউজিল্যান্ড এতটাই এগিয়ে ছিল যে, ম্যাচ জিততে অসুবিধা হতো না তাদের। তবে দ্বিতীয় ইনিংসে খেলা হয় ১৮ ওভার। তাই খেলা পরিত্যক্ত ঘোষিত হয়।

30 Nov 2022, 02:11:27 PM IST

জোরালো হচ্ছে আশঙ্কা

এক ঘণ্টার উপর বৃষ্টি। জোরালো হচ্ছে আশঙ্কা। শেষেমশ ভেস্তে যাবে না তো সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচ? সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এখনও কোনও সরাকারি আপডেট মেলেনি।

30 Nov 2022, 01:48:16 PM IST

বৃষ্টি জারি

বৃষ্টি জারি ক্রাইস্টচার্চে। বৃষ্টির মাঝেই আম্পায়ারদের ছাতা নিয়ে আলোচনা করতে দেখা যায়। সমর্থকদের আশার কথা শোনানো সম্ভব নয় এখনই।

30 Nov 2022, 01:01:35 PM IST

বৃষ্টিতে থমকে ম্যাচ

১৮ ওভারে নিউজিল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ১০৪ রান তোলের পরেই বৃষ্টিতে থমকে যায় ম্যাচ। ৬টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ৩৮ রান করেছেন ডেভন কনওয়ে। ৩ বল খেলে এখনও খাতা খোলেননি কেন উইলিয়ামসন। খেলা যদি পুনরায় শুরু না হয়, তবে মাঝপথেই পরিত্যক্ত হবে ম্যাচ। কেননা ডাকওয়ার্থ-লুইস নিয়ম কার্যকরী হওয়ার জন্য ২০ ওভার খেলা হওয়া প্রয়োদন। সেক্ষেত্রে ১-০ ব্যবধানে সিরিজ জিতবে নিউজিল্যান্ড।

30 Nov 2022, 12:47:24 PM IST

অ্যালেনকে ফেরালেন উমরান

১৬.৩ ওভারে উমরান মালিকের বলে সূর্যকুমারের হাতে ধরা পড়েন ফিন অ্যালেন। ৫৪ বলে ৫৭ রান করেন তিনি। মারেন ৮টি চার ও ১টি ছক্কা। নিউজিল্যান্ড ৯৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেন উইলিয়ামসন।

30 Nov 2022, 12:40:01 PM IST

হাফ-সেঞ্চুরি অ্যালেনের

৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ফিন অ্যালেন। ১৬ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৯৩ রান। অ্যালেন ৫৩ ও কনওয়ে ৩১ রানে ব্যাট করছেন।

30 Nov 2022, 12:29:20 PM IST

জমাট ব্য়াটিং দুই ওপেনারের

১৪ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৮২ রান। ৪৬ বলে ৪৪ রান করেছেন ফিন অ্যালেন। ৩৮ বলে ২৯ রান করেছেন ডেভন কনওয়ে।

30 Nov 2022, 12:14:54 PM IST

৫০ টপকাল

দশম ওভারে দীপক চাহারের বলে ৪টি চার মারেন ডেভন কনওয়ে। ১০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৫৯ রান। কনওয়ে ২৪ ও ফিন অ্যালেন ২৬ রানে ব্যাট করছেন। চাহার ৫ ওভারে ৩০ রান খরচ করেছেন।

30 Nov 2022, 12:03:56 PM IST

হাত খুলছেন ফিন

৮ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৩৪ রান। ২৫ বলে ২০ রান করেছেন ফিন অ্যালেন। মেরেছেন ৪টি চার। ২৩ বলে ৭ রান করেছেন ডেভন কনওয়ে।

30 Nov 2022, 11:49:30 AM IST

সতর্ক শুরু নিউজিল্যান্ডের

৫ ওভার শেষে নিউজিল্য়ান্ড বিনা উইকেটে ১৫ রান সংগ্রহ করেছে। ১৮ বলে ৬ রান করেছেন ডেভন কনওয়ে। ১২ বলে ৮ রান করেছেন ফিন অ্যালেন। চাহার ৩ ওভারে ৯ রান খরচ করেছেন। অর্শদীপ ১টি মেডেন-সহ ২ ওভারে ৫ রান খরচ করেছেন।

30 Nov 2022, 11:29:15 AM IST

নিউজিল্যান্ডের রান তাড়া শুরু

ফিন অ্যালেনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ডেভন কনওয়ে। বোলিং শুরু করেন দীপক চাহার। প্রথম বলে ২ রান নিয়ে খাতা খোলেন অ্যালেন। প্রথম ওভারে ২ রান ওঠে।

30 Nov 2022, 10:57:12 AM IST

অল-আউট ভারত

৪৭.৩ ওভারে সাউদির বলে লাথামের দস্তানায় ধরা পড়েন ওয়াশিংটন সুন্দর। ৬৪ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ২১৯ রানে অল-আউট হয়ে যায়। ৪ বল খেলে খাতা খুলতে পারেননি উমরান। জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ২২০ রান। ডারিল মিচেল ২৫ রানে ৩টি ও টিম সাউদি ৩৬ রানে ২টি উইকেট দখল করেন।

30 Nov 2022, 10:55:12 AM IST

হাফ-সেঞ্চুরি ওয়াশিংটনের

৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ওয়াশিংটন সুন্দর। ৪৭.১ ওভারে সাউদিকে ছক্কা হাঁকিয়ে ৫০ রানের গণ্ডি টপকান তিনি।

30 Nov 2022, 10:52:28 AM IST

অর্শদীপ সিং আউট

৪৬.২ ওভারে ডারিল মিচেলের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন অর্শদীপ সিং। ১টি ছক্কার সাহায্যে ৯ বলে ৯ রান করেন তিনি। ভারত ২১৩ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উমরান মালিক।

30 Nov 2022, 10:39:32 AM IST

যুজবেন্দ্র চাহাল আউট

৪৪.৩ ওভারে স্যান্টনারের বলে সাউদির হাতে ধরা পড়েন যুজবেন্দ্র চাহাল। ২২ বলে ৮ রান করেন তিনি। ভারত ২০১ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অর্শদীপ সিং। ৪৫ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ২০৬ রান। ৪৪ রানে ব্যাট করছেন ওয়াশিংটন।

30 Nov 2022, 10:30:47 AM IST

ভারতকে ২০০-র দিকে টানছেন ওয়াশিংটন

৪৩ ওভারে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ১৮৯ রান। ওয়াশিংটন ৫৫ বলে ৩৫ রান করেছেন। ১৭ বলে ৪ রান করেছেন যুজবেন্দ্র চাহাল।

30 Nov 2022, 10:18:40 AM IST

৪০ ওভারের খেলা শেষ

৪০ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১৮০ রান। ৪৬ বলে ২৮ রান করেছেন ওয়াশিংটন সুন্দর। মেরেছেন ৪টি চার। ৮ বলে ৩ রান করেছেন যুজবেন্দ্র চাহাল।

30 Nov 2022, 10:03:23 AM IST

দীপক চাহার আউট

৩৬.২ ওভারে ডারিল মিচেলের বলে ছক্কা মারেন দীপক চাহার। ঠিক তার পরের বলেই সাউদির হাতে ধরা পড়েন তিনি। ২টি ছক্কার সাহায্যে ৯ বলে ১২ রান করেন চাহার। ভারত ১৭০ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যুজবেন্দ্র চাহাল। ওয়াশিংটন ২১ রানে ব্যাট করছেন।

30 Nov 2022, 09:56:25 AM IST

দেড়শো টপকাল ভারত

৩৫তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকাল ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ৬ উইকেটে ১৫৬ রান। ওয়াশিংটন ১৭ ও চাহার ৬ রানে ব্যাট করছেন। ডারিল মিচেলের বলে ১টি ছক্কা মেরেছেন চাহার।

30 Nov 2022, 09:50:15 AM IST

দীপক হুডা আউট

৩৩.৪ ওভারে টিম সাউদির বলে লাথামের দস্তানায় ধরা পড়েন দীপক হুডা। ২৫ বলে ১২ রান করেন তিনি। ভারত ১৪৯ রানে ৬ উইকেট হারিয়ে প্রবল চাপে। ব্যাট করতে নামেন দীপক চাহার।

30 Nov 2022, 09:41:12 AM IST

প্রতিরোধ গড়ছেন হুডা-সুন্দর

৩২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৪৫ রান। ২২ বলে ১৪ রান করেছেন ওয়াশিংটন। মেরেছেন ২টি চার। ১৮ বলে ১১ রান করেছেন দীপক হুডা।

30 Nov 2022, 09:25:55 AM IST

বোলিং কোটা শেষ মিলিনের

অ্যাডাম মিলিন ১০ ওভারের বোলিং কোটা শেষ করেন। তিনি ৫৭ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন। ২৯ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৩৪ রান। ওয়াশিংটন ৯ ও দীপক হুডা ৫ রানে ব্যাট করছেন।

30 Nov 2022, 09:11:28 AM IST

শ্রেয়স আইয়ার আউট

নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন শ্রেয়স আইয়ার। ২৫.৩ ওভারে ফার্গুসনের বলে কনওয়ের হাতে ধরা পড়েন শ্রেয়স। ৫৯ বলে ৪৯ রান করেন তিনি। মারেন ৮টি চার। ভারত ১১৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়াশিংটন সুন্দর।

30 Nov 2022, 09:06:43 AM IST

সূর্যকুমার যাদব আউট

২৪.১ ওভারে অ্যাডাম মিলিনের বলে সাউদির হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। ১০ বলে ৬ রান করেন তিনি। ভারত ১১০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক হুডা। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১১৬ রান। ৪৯ রানে ব্যাট করছেন শ্রেয়স আইয়ার।

30 Nov 2022, 08:56:32 AM IST

১০০ টপকাল ভারত

২৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকাল ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১০১ রান। শ্রেয়স ৪৭ বলে ৩৮ রান করেছেন। মেরেছেন ৬টি চার। ৮ বলে ৩ রান করেছেন সূর্যকুমার।

30 Nov 2022, 08:46:03 AM IST

ঋষভ পন্ত আউট

২০.৩ ওভারে ডারিল মিচেলের বলে ফিলিপসের হাতে ধরা পড়েন ঋষভ পন্ত। ১৬ বলে ১০ রান করেন তিনি। মারেন ২টি চার। ভারত দলগত ৮৫ রানের মাথায় ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। ২১ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৮৭ রান।

30 Nov 2022, 08:34:44 AM IST

প্রতিরোধ গড়ছেন শ্রেয়স

ঋষভ পন্তকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ছেন শ্রেয়স আইয়ার। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৭৭ রান। শ্রেয়স ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ২৫

30 Nov 2022, 08:17:18 AM IST

১৫ ওভারের খেলা শেষ

১৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬২ রান। ২০ বলে ১৪ রান করেছেন শ্রেয়স আইয়ার। মেরেছেন ২টি চার। ৩ বলে ৪ রান করেছেন ঋষভ পন্ত।

30 Nov 2022, 08:09:13 AM IST

শিখর ধাওয়ান আউট

ইনিংসের ১২তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় ভারত। ১২.৬ ওভারে মিলিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শিখর ধাওয়ান। ৪৫ বলে ২৮ রান করেন গব্বর। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ভারত দলগত ৫৫ রানের মাথায় ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ পন্ত।

30 Nov 2022, 07:51:41 AM IST

শুভমন গিল আউট

অষ্টম ওভারে হেনরির বলে জোড়া বাউন্ডারি মারেন শিখর ধাওয়ান। নবম ওভারে অ্যাডাম মিলিনের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ২টি চার মারেন শুভমন গিল। ৮.৪ ওভারে মিলিনের বলেই স্যান্টনারের হাতে ধরা পড়ে যান শুভমন। ২টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১৩ রান করেন তিনি। ভারত ৩৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ১০ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৪৩ রান। ধাওয়ান ২৫ রানে ব্যাট করছেন।

30 Nov 2022, 07:38:03 AM IST

সতর্ক শুরু ভারতের

৬ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৭ রান। চতুর্থ ওভারে ম্যাট হেনরি মাত্র ১ রান খরচ করেন। পঞ্চম ওভারে কোনও রান খরচ করেননি সাউদি। ষষ্ঠ ওভারে হেনরি ফের মাত্র ১ রান খরচ করেন। ধাওয়ান ২৪ বলে ১৫ রান করেছেন। গিল ১২ বলে ১ রান করেছেন।

30 Nov 2022, 07:27:33 AM IST

সাউদিকে ছক্কা হাঁকালেন ধাওয়ান

তৃতীয় ওভারে টিম সাউদির চতুর্থ বলে ছক্কা মারেন শিখর ধাওয়ান। ওভারে মোট ৮ রান ওঠে। ৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ বিনা উইকেটে ১৫ রান। ১২ বলে ১৪ রান করেছেন ধাওয়ান।

30 Nov 2022, 07:20:52 AM IST

প্রথম বাউন্ডারি ধাওয়ানের

দ্বিতীয় ওভারে বল করতে আসেন ম্যাট হেনরি। তৃতীয় বলে চার মারেন শিখর ধাওয়ান। শেষ বলে ২ রান নেন তিনি। ওভারে মোট ৬ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭ রান।

30 Nov 2022, 07:13:37 AM IST

ম্যাচ শুরু

শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান। বোলিং শুরু করেন টিম সাউদি। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন ধাওয়ান। প্রথম ওভারে ১ রান ওঠে।

30 Nov 2022, 06:58:52 AM IST

নিউজিল্যান্ডের প্রথম একাদশ

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), টম লাথাম (উইকেটকিপার), ডারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলিন, ম্যাট হেনরি, টিম সাউদি ও লকি ফার্গুসন।

30 Nov 2022, 06:58:26 AM IST

ভারতের প্রথম একাদশ

শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), শুভমন গিল, ঋষভ পন্ত (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, উমরান মালিক, অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।

30 Nov 2022, 06:50:40 AM IST

টস হারল ভারত

সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচেও টস হারল ভারত। টস জিতে নিউজিল্যান্ড দলনায়ক কেন উইলিয়ামসন ফের ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। অর্থাৎ, ক্রাইস্টচার্চে শুরুতে ব্যাটিং টিম ইন্ডিয়ার। রান তাড়া করবে নিউজিল্যান্ড। শিখর ধাওয়ান জানান, টস জিতলে তিনিও রান তাড়া করার সিদ্ধান্ত নিতেন। নিউজিল্যান্ড ব্রেসওয়েলের জায়গায় দলে ফেরায় অ্যাডাম মিলিনকে। ভারত অপরিবর্তিত প্রথম একাদশে মাঠে নামে।

30 Nov 2022, 06:50:40 AM IST

পিছিয়ে গেল ম্যাচ শুরুর সময়

সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচের শুরুতেই বৃষ্টির বাধার মুখে পড়তে হয় দু'দলকে। যার জেরে ১৫ মিনিট পিছিয়ে যায় টস। ভারতীয় সময় অনুযায়ী সকাল ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টস। পরিবর্তে ৬টা ৪৫ মিনিটে তা অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরু হবে নির্ধারিত সময়ের ১০ মিনিট দেরিতে। অর্থাৎ, ভারতীয় সময় অনুযায়ী সকাল ৭টার বদলে ম্যাচ শুরু হবে ৭টা ১০ মিনিটে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রিচার হবু সন্তানকে আদর! বেবি বাম্পে চুমুই খেয়ে বসলেন রেখা ইডেনে ফের নারিন ধামাকা, কেরিয়ারে প্রথমবার এক আইপিএলে করলেন ৩ অর্ধশতরান 'দেহত্যাগ করুন', অভিজিৎকে বেনজির আক্রমণ মমতার, SSC মামলায় পদত্যাগ করতে বলেছিলেন বড় খবর! হোয়াটস অ্যাপ কি চলে যাচ্ছে ভারত থেকে? যা হল হাইকোর্টে সবটা জেনে নিন 'রবি কিষাণ আমার জন্মদাতা', শেনোভার DNAপরীক্ষার আবেদনে কী জানাল আদালত? শাহজাহানের 'ডেরা'-য় আরও বোমা-অস্ত্র? সন্দেশখালিতে NSG, রোবট নামিয়ে চলছে অভিযান 'মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করতে হবে' বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের 'আই লাভ ইউ!' ইলন মাস্কের ডিপফেক ভিডিয়ো কল মহিলাকে, হাওয়া হয়ে গেল ৪০ লাখ কেমন কাটবে আগামিকাল? কারা পাবেন ভাগ্যের সাহায্য? জেনে নিন ২৭ এপ্রিলের রাশিফল

Latest IPL News

ইডেনে ফের নারিন ধামাকা, কেরিয়ারে প্রথমবার এক আইপিএলে করলেন ৩ অর্ধশতরান বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.