HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > WTC Final: ৩২ রানে এগিয়ে ভারত, ম্যাচ কি তবে ড্রয়ের দিকে এগচ্ছে?

WTC Final: ৩২ রানে এগিয়ে ভারত, ম্যাচ কি তবে ড্রয়ের দিকে এগচ্ছে?

ভারতের ২১৭ রানের জবাবে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৪৯ রানে।

ভারতীয় শিবিরে সাউদির ধাক্কা। ছবি- আইসিসি।

প্রথমবার টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সাউদাম্পটনে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিলেও ব়্যাঙ্কিং অনুযায়ী এই মুহূর্তে নিউজিল্যান্ড বিশ্বের এক নম্বর দল। ভারত রয়েছে দুইয়ে।

22 Jun 2021, 11:50 PM IST

রিজার্ভ ডে'র খেলায় ফলাফল নির্ধারণ সম্ভব?

নির্ধারিত ৫ দিনের খেলা শেষ। ম্যাচ গড়াচ্ছে রিজার্ভ ডে'তে। ষষ্ঠ দিনে ম্যাচের ফয়সলা হওয়া মুশকিল। কেননা ভারত কখনই চাইবে না তাড়াহুড়ো করে নিউজিল্যান্ডকে পুনরায় ব্যাট করতে ডাকতে। বাড়তি আগ্রাসী হতে গেলে সস্তায় অল-আউট হয়ে নিউজিল্যান্ডকে ম্যাচ জয়ের সুযোগ করে দেওয়ার আশঙ্কা থেকেই যায়। সেক্ষেত্রে টিম ইন্ডিয়া আগে নিজেরা নিরাপদ পরিস্থিতিতে পৌঁছতে চাইবে। সুতরাং ম্যাচ ড্র হলে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাই বেশি।

22 Jun 2021, 11:36 PM IST

পঞ্চম দিনের খেলা শেষ

প্রথম ইনিংসের নিরিখে ৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারত পঞ্চম দিনের শেষে গিল (৮) ও রোহিতের (৩০) উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছে। বিরাট কোহলি ৮ ও চেতেশ্বর পূজারা ১২ রানে ব্যাট করছেন। ভারতের হাতে লিড রয়েছে ৩২ রানের। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে ২টি উইকেটই নিয়েছেন টিম সাউদি।

22 Jun 2021, 11:18 PM IST

রোহিত আউট

২৭তম ওভারের পঞ্চম বলে সাউদি এলবিডব্লিউর ফাঁদে জড়ান রোহিত শর্মাকে। ২টি বাউন্ডারির সাহায্যে ৮১ বলে ৩০ রান করে ক্রিজ ছাড়েন হিটম্যান। ভারত দ্বিতীয় ইনিংসে ৫১ রানের মাথায় ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতের হাতে লিড ১৯ রানের।

22 Jun 2021, 11:10 PM IST

ভারত ৫০

২৬তম ওভারে ওয়াগনারকে বাউন্ডারি মেরে চেতেশ্বর পূজারা দ্বিতীয় ইনিংসে ভারতকে দলগত ৫০ রানের গণ্ডি পার করান। 

22 Jun 2021, 11:08 PM IST

২৫ ওভারে ভারত ৪৭/১

২৫ ওভার শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৪৭ রান তুলেছে। রোহিত ৩০ ও পূজারা ৮ রানে ব্যাট করছেন। ভারতের হাতে লিড ১৫ রানের।

22 Jun 2021, 10:49 PM IST

২১ ওভারে ভারত ৪০/১

২১ ওভার শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৪০ রান তুলেছে। রোহিত ২৩ ও পূজারা ৮ রানে ব্যাট করছেন। ভারতের লিড ৮ রানের।

22 Jun 2021, 10:17 PM IST

খামতি মেটাল ভারত

১৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৩২ রান তুলে প্রথম ইনিংসের খামতি মেটাল ভারত। রোহিত ১৯ ও পূজারা ৪ রানে ব্যাট করছেন।

22 Jun 2021, 10:01 PM IST

গিল আউট

১১তম ওভারে সাউদির চতুর্থ বলে এলবিডব্লিউ হলেন শুভমন গিল। ৩৩ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন তরুণ ওপেনার। ভারত দলগত ২৪ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।

22 Jun 2021, 09:42 PM IST

৭ ওভারে ভারত ১১/০

দ্বিতীয় ইনিংসে ৭ ওভার ব্যাট করে ভারত কোনও উইকেট না হারিয়ে ১১ রান তুলেছে। রোহিত ৯ ও গিল ২ রানে ব্যাট করছেন। ভারত পিছিয়ে ২১ রানে।

22 Jun 2021, 09:21 PM IST

ভারতের দ্বিতীয় ইনিংস শুরু

দ্বিতীয় ইনিংসে যথারীতি ভারতের হয়ে ওপেন করতে নামেন গিল ও রোহিত। বোলিং শুরু করেন সাউদি।

22 Jun 2021, 09:08 PM IST

ভারতের বোলিং পারফর্ম্যান্স

শামি ৭৬ রানে ৪ উইকেট নেন। ইশান্ত ৪৮ রানে ৩ উইকেট দখল করেন। অশ্বিন ২৮ রানে ২ উইকেট পকেটে পোরেন। জাদেজা নিয়েছেন ২০ রানে ১টি উইকেট। কোনও উইকেট পাননি বুমরাহ।

22 Jun 2021, 09:00 PM IST

নিউজিল্যান্ডের ব্যাটিং পারফর্ম্যান্স

লাথাম ৩০, কনওয়ে ৫৪, উইলিয়ামসন ৪৯, টেলর ১১, হেনরি ৭, ওয়াটলিং ১, গ্র্যান্ডহোম ১৩, জেমিসন ২১, সাউদি ৩০, ওয়াগনার ০, বোল্ট অপরাজিত ৭ রান করেন।

22 Jun 2021, 08:57 PM IST

চায়ের বিরতি

নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অল-আউট হওয়া মাত্রই চায়ের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা।

22 Jun 2021, 08:56 PM IST

নিউজিল্যান্ড অল-আউট

ভারতের ২১৭ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অল-আউট হয় ২৪৯ রানে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ৩২ রানের লিড পেয়ে যায় নিউজিল্যান্ড।

22 Jun 2021, 08:55 PM IST

সাউদি আউট

১০০তম ওভারের দ্বিতীয় বলে টিম সাউদিকে বোল্ড করলেন রবীন্দ্র জাদেজা। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৩০ রান করে ক্রিজ ছাড়েন সাউদি।

22 Jun 2021, 08:39 PM IST

ওয়াগনার আউট

৯৭তম ওভারের তৃতীয় বলে ওয়াগনারের উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। কোনও রান না করেই রাহানের হাতে ধরা পড়েন তিনি। নিউজিল্যান্ড ২৩৪ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান বোল্ট।

22 Jun 2021, 08:30 PM IST

উইলিয়ামসন আউট

ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে কেন উইলিয়ামসনকে আউট করেন ইশান্ত শর্মা। ৯৪তম ওভারের শেষ বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন নিউজিল্যান্ড দলনায়ক। ৬টি বাউন্ডারির সাহায্যে ১৭৭ বলে ৪৯ রান করে ক্রিজ ছাড়েন উইলিয়ামসন। নিউজিল্যান্ড ২২১ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ওয়াগনার। নিউজিল্যান্ডের লিড ৪ রানের।

22 Jun 2021, 08:22 PM IST

লিড নেওয়া শুরু নিউজিল্যান্ডের

৯৩তম ওভারে প্রথম ইনিংসে ভারতের ২১৭ রান টপকে গেল নিউজিল্যান্ড। লিড নেওয়া শুরু কিউয়িদের।

22 Jun 2021, 08:16 PM IST

ক্যাচ মিস

৯২তম ওভারের দ্বিতীয় বলে ইশান্ত ফলো-থ্রু'য়ে সাউদির ক্যাচ মিস করেন।

22 Jun 2021, 08:09 PM IST

৯০ ওভারে নিউজিল্যান্ড ২০৫/৭

৯০ ওভার শেষে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ২০৫ রান তুলেছে। উইলিয়ামসন ৪৩ ও সাউদি ৬ রানে ব্যাট করছেন।

22 Jun 2021, 08:02 PM IST

নিউজিল্যান্ড ২০০

৮৯তম ওভারে নিউজিল্যান্ড দলগত ২০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে।

22 Jun 2021, 07:54 PM IST

ছক্কা হাঁকিয়েই আউট জেমিসন

কাইল জেমিসন ক্রিজে আসার পর থেকেই দ্রুত রান তোলার চেষ্টায় ছিলেন। ৮৭তম ওভারের পঞ্চম বলে মহম্মদ শামিকে ছক্কা হাঁকান তিনি। তবে শামি ঠিক পরের বলেই আউট করেন জেমিসনকে। ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২১ রান করে বুমরাহর হাতে ধরা পড়েন কিউয়ি অল-রাউন্ডার। নিউজিল্যান্ড ১৯২ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান টিম সাউদি। উইলিয়ামসন ব্যাট করছেন ৩৭ রানে

22 Jun 2021, 07:44 PM IST

৮৫ ওভারে নিউজিল্যান্ড ১৭৯/৬

৮৫ ওভার শেষে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলেছে। উইলিয়ামসন ৩২ ও জেমিসন ১৩ রানে ব্যাট করছেন।

22 Jun 2021, 07:38 PM IST

গ্র্যান্ডহোম আউট

৮৩তম ওভারের প্রথম বলে কনিল ডি'গ্র্যান্ডহোমকে এলবিডব্লিউর ফাঁদে জড়ালেন মহম্মদ শামি। ১টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন গ্র্যান্ডহোম। নিউজিল্যান্ড ১৬২ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কাইল জেমিসন। শামির এটি ইনিংসে তৃতীয় শিকার।

22 Jun 2021, 07:12 PM IST

৮০ ওভারে নিউজিল্যান্ড ১৫২/৫

৮০ ওভার শেষে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৫২ রান তুলেছে। উইলিয়ামসন ২৪ ও গ্র্যান্ডহোম ১১ রানে ব্যাট করছেন।

22 Jun 2021, 07:03 PM IST

নিউজিল্যান্ড ১৫০

৭৮তম ওভারে নিউজিল্যান্ড দলগত ১৫০ রান পূর্ণ করে।

22 Jun 2021, 06:59 PM IST

৭৬ ওভারে নিউজিল্যান্ড ১৪৭/৫

৭৬ ওভার শেষে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তুলেছে। উইলিয়ামসন ২১ ও গ্র্যান্ডহোম ৯ রানে ব্যাট করছেন।

22 Jun 2021, 06:06 PM IST

লাঞ্চের বিরতি

ভারতের ২১৭ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড পঞ্চম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে তাদের প্রথম ইনিংসে ৭২ ওভার ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলেছে। কেন উইলিয়ামসন ১৯ রানে ব্যাট করছেন। এখনও খাতা খুলতে পারেননি কলিন ডি'গ্র্যান্ডহোম।

22 Jun 2021, 05:56 PM IST

ওয়াটলিং আউট

৭১তম ওভারের দ্বিতীয় বলে বিজে ওয়াটলিংকে বোল্ড করেন মহম্মদ শামি। ৩ বলে ১ রান করে সাজঘরে ফেরেন কিউয়ি উইকেটকিপার-ব্যাটসম্যান। নিউজিল্যান্ড ১৩৫ রানে অর্ধেক ব্যাটিং লাইনআপ খুইয়ে বসে। ক্রিজে নতুন ব্যাটসম্যান কলিন ডি'গ্র্যান্ডহোম।

22 Jun 2021, 05:56 PM IST

হেনরি নিকোলস আউট

৭০তম ওভারের তৃতীয় বলে ইশান্ত শর্মা ফিরিয়ে দিলেন হেনরি নিকোলসকে। ১টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ৭ রান করে রোহিত শর্মার হাতে ধরা পড়েন নিকোলস। নিউজিল্যান্ড ১৩৪ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বিজে ওয়াটলিং, যিনি কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছেন।

22 Jun 2021, 05:26 PM IST

৬৫ ওভারে নিউজিল্যান্ড ১২৩/৩

নিউজিল্যান্ড ৬৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১২৩ রান তুলেছে। উইলিয়ামসন ১৫ ও হেনরি নিকোলস ১ রানে ব্যাট করছেন।

22 Jun 2021, 05:17 PM IST

টেলর আউট

৬৪তম ওভারের প্রথম বলে রস টেলরকে ফিরিয়ে ভারতকে দিনের প্রথম সাফল্য এনে দিলেন মহম্মদ শামি। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ১১ রান করে শুভমন গিলের হাতে ধরা পড়েন রস টেলর। নিউজিল্যান্ড ১১৭ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হেনরি নিকোলস।

22 Jun 2021, 04:57 PM IST

৬০ ওভারে নিউজিল্যান্ড ১১৭/২

প্রথম সাফল্যের খোঁজে রয়েছে ভারত। পঞ্চম দিনে প্রায় এক ঘণ্টার খেলা গড়াতে চলল। নতুন করে কোনও উইকেট তুলতে পারেনি টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড ৬০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১১৭ রান তুলেছে। উইলিয়ামসন ১৪ ও টেলর ১১ রানে ব্যাট করছেন। 

22 Jun 2021, 04:26 PM IST

৫৪ ওভারে নিউজিল্যান্ড ১০৪/২

৫৪ ওভার শেষে নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে ১০৪ রান তুলেছে। উইলিয়ামসন ১২ ও রস টেলর ১ রানে ব্যাট করছেন।

22 Jun 2021, 04:07 PM IST

শুরু হল খেলা

শুরু হল পঞ্চম দিনের খেলা। ক্রিজে ব্যাট করতে নামেন দুই অপরাজিত কিউয়ি ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও রস টেলর। বোলিং শুরু করেন বুমরাহ।

22 Jun 2021, 03:53 PM IST

খেলার সময়

সারা দিনে ৯১ ওভার খেলা হবে।

প্রথম সেশন: ৪টে থেকে ৬টা।
দ্বিতীয় সেশন: ৬টা ৪০ থেকে ৮টা ৪০।
তৃতীয় সেশন: ৯টা থেকে ১১টা।

22 Jun 2021, 03:51 PM IST

বিকাল ৪টের সময় শুরু হবে ম্যাচ

স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। সুতরাং ভারতীয় সময় অনুযায়ী বিকাল ৪টের সময় শুরু হবে খেলা। জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নির্ধারিত সময়ের ১ ঘণ্টা দেরিতে শুরু হতে চলেছে পঞ্চম দিনের খেলা।

22 Jun 2021, 03:06 PM IST

আপডেট দিল বিসিসিআই

বৃষ্টিতে খেলা নির্ধারিত সময়ের দেরিতে শুরু হবে। এমনটা আপডেট দিল ভারতীয় ক্রিকেট বোর্ডও।

22 Jun 2021, 03:02 PM IST

ম্যাচ শুরু হবে দেরিতে

বৃষ্টির জন্য পঞ্চম দিনের খেলা শুরু হবে দেরিতে, সোশ্যাল মিডিয়ায় জানাল ICC। ভারতীয় সময় দুপুর ৩টেয় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। স্বাভাবিকভাবেই যথা সময়ে শুরু করা যায়নি খেলা। 

22 Jun 2021, 03:02 PM IST

ঢাকা পড়েছে পিচ

ঢাকা পড়েছে পিচ, ম্যাচ শুরু হতে পারে দেরিতে। এমনটাই জানায় নিউজিল্যান্ড বোর্ড।

22 Jun 2021, 02:41 PM IST

হালকা বৃষ্টি শুরু হয়েছে সাউদাম্পটনে

হালকা বৃষ্টি শুরু হয়েছে সাউদাম্পটনে। জানাল বিসিসিআই। পুনরায় ঢাকা দেওয়া হয়েছে পিচ।

22 Jun 2021, 02:39 PM IST

নির্ধারিত সময়ে শুরু হতে পারে খেলা

আকাশ মেঘাচ্ছন্ন। তবে নির্ধারিত সময়ে শুরু হতে পারে পঞ্চম দিনের খেলা। সোশ্যাল মিডিয়ায় আপটেড দিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

22 Jun 2021, 02:38 PM IST

চতুর্থ দিনের স্কোর

ভারতের ২১৭ রানের জবাবে নিউজিল্যান্ড তৃতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১০১ রান তোলে। কেন উইলিয়ামসন অপরাজিত রয়েছেন ১২ রানে। রস টেলর এখনও খাতা খোলেননি। দুই কিউয়ি ওপেনার টম লাথাম ৩০ ও ডেভন কনওয়ে ৫৪ রানে আউট হয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন অশ্বিন ও ইশান্ত। চতুর্থ দিনের খেলা বৃষ্টিতে ভস্তে যায়। সুতরাং, চতুর্থ দিনের শেষে স্কোর একই জায়গায় দাঁড়িয়ে।

Latest News

টাইটানিক, দ্য লর্ড অফ রিংস খ্যাত বার্নান্ড হিলস প্রয়াত, ৭৯ বছর বয়সে অমৃতলোকে Orange Cap-এর দৌড়ে চমকে দেওয়া উত্থান নারিনের, Purple Cap-এ বুমরাহদের পিছনে বরুণ কোন চার দল খেলবে T20 WC-এর সেমি?নিজেদের ছাড়া আর কোন দলই বাছতে পারলেন না কামিন্স সিংহ, কন্য়া, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ লাকি কারা? সোমবার ৬ মের রাশিফলে জেনে নিন মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? লাকি কারা? রইল ৬ মের রাশিফল PBKS-এর বিরুদ্ধে ৩২ করেও, সচিন তেন্ডুলকরকে টপক গেলেন CSK অধিনায়ক রুতুরাজ সোম থেকে ক্রিজে নামছে বৃষ্টি! বর্ষণের সম্ভাবনা কোন কোন জেলায়? রইল আবহাওয়ার খবর ঘেঁটে ‘ঘ’ পয়েন্ট টেবল,RR-কে দুইয়ে নামাল KKR, তিনে লাফ CSK-এর, চাপে পড়ল LSG,PBKS রাত পেরোলেই ICSE ও ISC পরীক্ষার রেজাল্ট! কীভাবে ও কোথায় দেখবে? জানুন এক ক্লিকেই পঃ মেদিনীপুরকে হারিয়ে দাদাগিরি ১০-এর চ্যাম্পিয়ান হুগলি! টাকার পাহাড়ে বিজয়ীরা

Latest IPL News

নারিন ঝড়ের পর,বরুণ-হর্ষিতের তাণ্ডব- LSG-কে ৯৮ রানে উড়িয়ে লিগ টেবলের শীর্ষে KKR বিশ্বকাপ ফাইনালের হেডকে মনে করালেন রমনদীপ, স্টার্কের বলে নিলেন অবিশ্বাস্য ক্যাচ জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স, বোলারদের নিখুঁত স্ট্র্যাটেজি, ২৮ রানে জিতল CSK আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাক ধোনির, হার্ষালের বলে আউট, ভিডিয়ো IPL- দুরন্ত বলে বিরাটকে করেছিলেন আউট, সেই নূরকেই ম্যাচের পর উপহার ‘দাদা’ কোহলির ‘এসব দলের বিরুদ্ধে খেলে বিশ্বকাপের স্বপ্ন দেখা উচিত নয়’, বিস্ফোরক শাকিব আল হাসান ৩৫ বছর বয়সেও এমন ফিল্ডিং, নিখুত থ্রো! কোহলিকে দেখে গ্রিনও অবাক হয়ে গেলেন IPL 2024- লাস্ট বয়ের কাছে হেরে ৯ নম্বরে দল, কি সাফাই দিলেন গুজরাট অধিনায়ক শুভমন? সামনে WC,তাই অসুস্থতা উপেক্ষা করে খেলেছেন ম্যাচ,সেরার পুরস্কার পেয়ে বললেন সিরাজ পার্পেল ক্যাপ জিতে মেয়েকে নিলেন কোলে,সোমবার ফের ক্যাপ পুনর্দখল করতে মরিয়া নটরাজন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ