বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: রানের বিচারে ভারতের সেরা তিন জয়েই দুরন্ত অশ্বিন, মুম্বইয়েও গড়লেন অনবদ্য নজির

IND vs NZ: রানের বিচারে ভারতের সেরা তিন জয়েই দুরন্ত অশ্বিন, মুম্বইয়েও গড়লেন অনবদ্য নজির

উইকেট নিয়ে উচ্ছ্বসিত রবিচন্দ্রন অশ্বিন। ছবি- এএনআই। (ANI)

মুম্বইয়ে কিউয়িদের বিরুদ্ধে দুই ইনিংসে মোট ৪২ রানের বদলে আট উইকেট নেন অশ্বিন।

নিউজিল্যান্ডকে রেকর্ড ৩৭২ রানে হারিয়ে মুম্বইয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচ এবং সিরিজ, দুইই নিজেদের নামে করেছে ভারতীয় দল। নিজের ৩৩ নম্বর সিরিজে অসাধারণ বোলিংয়ের জন্য নবমবার সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। মুম্বইয়ে এক ইনিংসেও পাঁচ উইকটে না নিলেও গোটা ম্যাচে বেশ প্রশংসনীয় বোলিং করেন ভারতীয় স্পিনার।

এই সিরিজেই হরভজন সিংকে টপরকে ভারতের হয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েছেন অশ্বিন, পৌঁছে গিয়েছেন দ্বিতীয় স্থানে থাকা কপিল দেবেরও খুবই কাছে। ৩৫ বছর বয়সী ভারতীয় স্পিনার বিশেষত ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা একটা ছোট্ট পরিসংখ্যানই স্পষ্ট করে। রানের বিচারে ভারতের তিনটি সর্বোচ্চ জয়েই (মুম্বইয়ে কিউয়িদের বিরুদ্ধে ৩৭২ রানে জয়, ৩৩৭ রানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৫ সালে দিল্লিতে জয় এবং কিউয়িদের বিরুদ্ধেই ইন্দোরে ২০১৬ সালে ৩২১ রানে জয়) অশ্বিনের পারফরম্যান্স অসাধারণ।  

কাকতালীয় হলেও তিনটি ম্যাচই উক্ত সিরিজের শেষ ম্যাচ ছিল যেখানে অশ্বিন দুই ইনিংসে চার বা ততোধিক উইকেট নেন এবং সিরিজ শেষে ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারও ওঠে তাঁরই হাতে। সাম্প্রতিক সময়ে ভারতীয় টেস্ট দলে অশ্বিনের দাপট বোঝাতে এই পরিসংখ্যানই যথেষ্ট। তবে মুম্বইতে সদ্য সমাপ্ত ম্যাচে কিন্তু অশ্বিন এক ইনিংসেও পাঁচ উইকেট নেননি। তা সত্ত্বেও ম্যাচে অশ্বিনের ৪২ রানে আট উইকেট নেওয়াও ভারতীয় বোলার হিসেবে এক নজিরই বটে। 

টেস্টের কোনো ইনিংসেই পাঁচ উইকেট না নিয়েও বহু ভারতীয় বোলাররা সম্ভাব্য সর্বাধিক আট উইকেট নিয়েছেন সেই ম্যাচে। সেই তালিকাতেই পরিসংখ্যানের বিচারে অশ্বিন সেরা। তামিলনাড়ু স্পিনারের থেকে কম রান দিয়ে পাঁচ উইকেট না নিয়েও ম্যাচে আট উইকেট নেওয়া কোনো ভারতীয় বোলারারের পরিসংখ্যানই অশ্বিনের থেকে বেশি ভাল নয়। তালিকায় ভুবনেশ্বর কুমার (৯৬ রানে আট উইকেট), কপিল দেবরা (১১৮ রানে আট উইকেট) থাকলেও অশ্বিনের থেকে বেশ অনেকটাই পিছিয়ে তাঁরা।

বন্ধ করুন