বাংলা নিউজ > ময়দান > IND vs NZ T20Is: কঠিন, তবে অসম্ভব নয়, নিউজিল্যান্ড সিরিজেই রিজওয়ানের বিশ্বরেকর্ড ভাঙতে পারেন সূর্যকুমার

IND vs NZ T20Is: কঠিন, তবে অসম্ভব নয়, নিউজিল্যান্ড সিরিজেই রিজওয়ানের বিশ্বরেকর্ড ভাঙতে পারেন সূর্যকুমার

সূর্যকুমার যাদব ও মহম্মদ রিজওয়ান। ছবি- এপি।

India vs New Zealand T20I Series 2022: গত টি-২০ বিশ্বকাপের আসরেই রিজওয়ানের পরে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দুর্দান্ত এক মাইলস্টোন টপকে যান সূর্যকুমার যাদব।

হাতে রয়েছে মাত্র তিনটি ম্যাচ। নিউজিল্যান্ড সফরের টি-২০ সিরিজের তিনটি ম্যাচে ব্যাট হাতে সফল হলে মহম্মদ রিজওয়ানের দুর্দান্ত একটি বিশ্বরেকর্ড ভেঙে দিতে পারেন সূর্যকুমার যাদব। যদিও কাজটা নিতান্ত সহজ নয়।

গত বিশ্বকাপের আসরেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক বছরে এক হাজার রান করার নজির গড়েছেন সূর্যকুমার। তিনি ভারতের প্রথম ও বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এমন নজির গড়েন। তাঁর আগে কেবল মহম্মদ রিজওয়ানের দখলে রয়েছে এমন কৃতিত্ব। পাক তারকা গত বছর অর্থাৎ ২০২১ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হাজার রানের মাইলস্টোন টপকে যান।

এক ক্যালেন্ডার বর্ষে সব থেকে বেশি আন্তর্জাতিক টি-২০ রান করার রেকর্ড রয়েছে রিজওয়ানের দখলেই। তিনি গতবছর দেশের জার্সিতে সংক্ষিপ্ত ফর্ম্যাটে ১৩২৬ রান সংগ্রহ করেন। রিজওয়ানের সেই বিশ্বরেকর্ড ভাঙার হাতছানি রয়েছে সূর্যকুমারের সামনে।

আরও পড়ুন:- IND vs NZ Probable XI: একসঙ্গে তিনজন উইকেটকিপারকে মাঠে নামাতে পারে ভারত, দেখে নিন দু'দলের সম্ভাব্য একাদশ

আপাতত চলতি বছরে (২০২২ সালে) সূর্যকুমার ২৯টি ম্যাচে ১০৪০ রান সংগ্রহ করেছেন। রিজওয়ানকে টপকাতে তাঁর দরকার ২৮৭ রান। তিন ম্যাচের টি-২০ সিরিজে প্রায় তিনশো রান সংগ্রহ করা কঠিন হলেও সূর্যকুমার যেরকম ফর্মে রয়েছেন, তাতে রিজওয়ানকে টপকে যাওয়া তাঁর পক্ষে অসম্ভব নয়।

আরও পড়ুন:- Vijay Hazare Trophy: মারকাটারি সেঞ্চুরি যুবরাজ সিংয়ের, ৩০৬ রানের অবিশ্বাস্য ব্যবধানে ম্যাচ জিতল হরিয়ানা

সূর্যকুমার যাদব এখনও পর্যন্ত ভারতের হয়ে মোট ৪০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ৩৮টি ইনিংসে ব্যাট করতে নেমে তিনি ৪১.৪১ গড়ে ১২৮৪ রান সংগ্রহ করেছেন। তাঁর স্ট্রাইক-রেট ১৭৯.০৭। সংক্ষিপ্ত ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ১টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। ইতিমধ্যেই ১১৯টি চার ও ৭২টি ছক্কা হাঁকিয়েছেন সূর্যকুমার যাদব।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন