কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি করা মাত্রই অনবদ্য এক রেকর্ড গড়েন ঋদ্ধিমান সাহা। সবথেকে বেশি বয়সী ভারতীয় উইকেটকিপার হিসেবে টেস্টে অর্ধশতরানের কৃতিত্ব অর্জন করেন ঋদ্ধি।
এই নিরিখে ঋদ্ধিমান পিছনে ফেলে দেন ফারুখ ইঞ্জিনিয়ারকে। ১৯৭৪ সালে ফারুখ টেস্ট হাফ-সেঞ্চুরি করেছিলেন ৩৬ বছর ৩০৭ দিন বয়সে। ঋদ্ধি সেখানে অর্ধশতরান করলেন ৩৭ বছর ৩৫ দিন বয়সে। সুতরাং, ৪৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন বাংলার তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান।
এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন কিরমানি। তিনি ১৯৮৫ সালে ৩৫ বছর ২০ দিন বয়সে হাফ-সেঞ্চুরি করেছিলেন। নানা যোশি ১৯৬০ সালে ৩৪ বছর ৪১ দিন বয়সে হাফ-সেঞ্চুরি করেছিলেন। ২০১৪ সালে ৩৩ বছর ৩৯ দিন বয়সে হাফ-সেঞ্চুরি করেন মহেন্দ্র সিং ধোনি। তিনি রয়েছেন তালিকার ৫ নম্বরে।
সবথেকে বেশি বয়সে টেস্টে হাফ-সেঞ্চুরি করা ভারতীয় উইকেটকিপার:-
১. ঋদ্ধিমান সাহা: ৩৭ বছর ৩৫ দিন (২০২১)
২. ফারুখ ইঞ্জিনিয়ার: ৩৬ বছর ৩০৭ দিন (১৯৭৪)
৩. সৈয়দ কিরমানি: ৩৫ বছর ২০ দিন (১৯৮৫)
৪. নানা যোশি: ৩৪ বছর ৪১ দিন (১৯৬০)
৫. মহেন্দ্র সিং ধোনি: ৩৩ বছর ৩৯ দিন (২০১৪)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।