ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের শুরুতেই বিপত্তি। করোনা হানা দিল দক্ষিণ আফ্রিকা শিবিরে। এমনিতে ৫ ম্যাচের টি-২০ সিরিজে বায়ো-বাবলের কোনও কড়াকড়ি নেই। তার ফলেই কি বিপত্তি দেখা দিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল শুরুতেই।
দক্ষিণ আফ্রিকার নির্ভরযোগ্য তারকা এডেন মার্করাম করোনা পজিটিভ। তাই তিনি প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি। টসের সময় দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা নিজেই জানান মার্করামের করোনা পজিটিভ চিহ্নিত হওয়ার কথা।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় প্রথম ম্যাচে প্লেয়িং ইলেভেন ঘোষণার সময় মার্করামের অনুপস্থিতির কারণ জানানো হয়। যদিও সেখানে মার্করাম মেডিক্যালি ফিট নন বলে জানানো হয়। করোনার কথা উল্লেখ করা হয়নি।
মার্করাম মাঠে নামতে না পারায় তাঁর জায়গায় দক্ষিণ আফ্রিকার হয়ে টি-২০ অভিষেক হয় ২১ বছর বয়সী ত্রিস্তান স্টাবসের, যিনি পরিবর্ত ক্রিকেটার হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন।
আরও পড়ুন:- পরপর ৫টি ছক্কা মেরে আউট, ছয় বলে ৬ ছক্কার নজির ছোঁয়া হল না ইদ্রিসের: ভিডিয়ো
সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: কুইন্টন ডি'কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), রাসি ভ্যান ডার দাসেন, ডেভিড মিলার, ত্রিস্তান স্টাবস, ওয়েনি পার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, তাবরাইজ শামসি, কাগিসো রাবাদা ও এনরিখ নরকিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।