HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > IND vs SL: ভবিষ্যতের ভাবনা থেকেই শেষ ওভার অক্ষরকে, বললেন ক্যাপ্টেন হার্দিক

IND vs SL: ভবিষ্যতের ভাবনা থেকেই শেষ ওভার অক্ষরকে, বললেন ক্যাপ্টেন হার্দিক

শেষ ওভারে শ্রীলঙ্কার মোট দরকার ছিল ১৩ রান। দুই শিবিরেই নতুন করে কৌশল তৈরি করা হচ্ছিল। এমন পরিস্থিতিতে হার্দিক পাণ্ডিয়ার একটি সিদ্ধান্ত ম্যাচের তাপমাত্রা বাড়িয়ে দেয়। শেষ ওভারে তিনি অক্ষর প্যাটেলকে আক্রমণে নিয়ে আসেন। যিনি প্রথম ২ ওভারে হরির লুটের মতো রান বিলিয়েছিলেন।

প্রথম ম্যাচে মাত্র ২ রানে জয় পায় ভারত।

ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি ম্যাচে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে শেষ হাসি হাসে টিম ইন্ডিয়া। তারা শেষ পর্যন্ত মাত্র দুই রানে হলেও, জয় ছিনিয়ে নেয়। সেই সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে যায় ভারত।

তবে এই ম্যাচের শেষ বল পর্যন্ত ছিল রোমহর্ষক উত্তেজনা। শেষ বলে জিততে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল চার রান। তিন রান করলে ম্যাচ ড্র হত। শেষ বলে ১ রান হলেও রান আউট হন দিলসন মাদুশঙ্কা। ফলে ২ রানে ম্যাচ জেতে ভারত। কিন্তু শেষ ওভারে কেন অক্ষর প্যাটেললকে বল করতে এনেছিলেন হার্দিক?

আসলে শেষ ওভারে শ্রীলঙ্কার মোট দরকার ছিল ১৩ রান। দুই শিবিরেই নতুন করে কৌশল তৈরি করা হচ্ছিল। এমন পরিস্থিতিতে হার্দিক পাণ্ডিয়ার একটি সিদ্ধান্ত ম্যাচের তাপমাত্রা বাড়িয়ে দেয়। শেষ ওভারে তিনি অক্ষর প্যাটেলকে আক্রমণে নিয়ে আসেন। অক্ষরের এটি তৃতীয় ওভার ছিল। প্রথম দুই ওভারেই হরির লুটের মতো রান দিয়েছিলেন তিনি। তা সত্ত্বেও, অক্ষর প্যাটেলের উপর আস্থা রাখেন হার্দিক।

আরও পড়ুন: T20I অভিষেকেই ৪ উইকেট নিয়ে রেকর্ড GT তারকার, মাভির আগুনে খাঁক লঙ্কা

অক্ষর প্রথম বলে ওয়াইড করেন এবং পরের বলে সিঙ্গেল নেন কাসুন রঞ্জিতা। ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে ভারতের হৃদস্পন্দন বাড়িয়ে দেন করুণারত্নে। ছক্কার পরে ইশান কিষাণ, হার্দিক এবং অক্ষরের মধ্যে দীর্ঘ কথোপকথন হয়। এবং এর পরেই পুরো ম্যাচের রং বদলে যায়। অক্ষরের ওভারের শেষ ৩ বলে শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার ছিল ৫ রান। চতুর্থ বলটি ছিল একটি ডট। পঞ্চম বলে রান আউট হন রঞ্জিতা।

এই উইকেটের পর জয়ের জন্য শেষ বলে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৪ রান। সবার চোখ ছিল অক্ষরের দিকে। একটি বাউন্ডারি ভারতের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিত। করুণারত্নে স্ট্রাইকে উপস্থিত ছিলেন এবং বড় বাউন্ডারি মারতে প্রস্তুত ছিলেন। শেষ বলে তাকে বাউন্ডারি মারার সুযোগ দেননি অক্ষর প্যাটেল। ডিপ মিড উইকেটের দিকে শট খেলে রানের জন্য ছুটে যান তিনি। এক রান পূর্ণ করলেও দ্বিতীয় রানের চেষ্টা করতে গিয়ে দিলসন মাদুশঙ্কা রান আউট হন এবং এতে শ্রীলঙ্কার পুরো ইনিংস ১৬০ রানে গুটিয়ে যায়।

এর উত্তরে ভারত অধিনায়ক বলেন, ‘আমরা এখানে, সেখানে ম্যাচ হারতে পারি। কিন্তু এটা ঠিক আছে। তরুণ খেলোয়াড়রাই আমাদের খেলায় ফিরিয়ে এনেছে। আমি ওকে দেখেছি।’

আরও পড়ুন: কিপার না বাজপাখি! ইশানের ছোঁ মেরে নেওয়া ক্যাচ দেখে হতবাক সকলে- ভিডিয়ো

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। কিন্তু শুরু থেকেই টিম ইন্ডিয়ার ব্য়াটিং বিপর্যের ধারা চলে। ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল ভারত। এর পরেও পড়ে আরও ২ উইকেট।

তবে দীপক হুডার অপরাজিত ৪১ (২৩ বলে) এবং অক্ষর প্যাটেলের ২০ বলে অপরাজিত ৩১ রান ভারতকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেয়। এ ছাড়া ওপেন করতে নেমে ইশান কিষাণ ৩৭ (২৯ বল) করেছিলেন। আর হার্দিক পাণ্ডিয়া ২৯ (২৭ বল) করেন। এর বাইরে বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেনি। নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত করে ১৬২ রান।

শ্রীলঙ্কার দিলসন মাদুশঙ্কা, মহেশ থিকসানা, চামিকা করুণারত্নে, ধনঞ্জয় ডি'সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ১টি করে উইকেট নিয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাও শুরু থেকে একের পর এক উইকেট হারাতে থাকে। ৫১ রানে তারা চার উইকেট হারিয়ে বসেছিল। চরিথ আশালঙ্কা তৃতীয় ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন। তবে অধিনায়ক দাসুন শনাকার ২৭ বলে ৪৫ লঙ্কাকে লড়াইয়ে ফেরায়। এ ছাড়া চামিকা করুণারত্নে ১৬ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। হাসারঙ্গা ১০ বলে ঝড়ো ২১ রান করেন। যার ফলে জেতার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল শ্রীলঙ্কা। ওপেন করতে নেমে কুশল মেন্ডিসও ২৮ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ২ রানে তারা হেরে যায়। ২০ ওভারে শ্রীলঙ্কা ১৬০ রান করে।

অভিষেক শিবম মাভি দুরন্ত পারফরম্যান্স করেন। ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন। এ ছাড়াও উমরান মালিক এবং হর্ষাল প্যাটেল ২টি করে উইকেট নিয়েছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘দেশের হয়ে খেলা আমার গন্তব্য নয়’, কেন এমন বললেন ঋষভ পন্ত? ৯৯% পেয়ে মাধ্যমিকে এবার প্রথম স্থানে কোচবিহারের চন্দ্রচূড় সেন, হতে চায় ডাক্তার ‘‌আমি চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই’‌, মাধ্যমিকে প্রথম হয়ে ইচ্ছা চন্দ্রচূড়ের পাশ ৭৬৫২৫২ পরীক্ষার্থী, মাধ্যমিকে এবার পূর্ব মেদিনীপুরকে পিছনে ফেলল উত্তরের জেলা ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া’, সত্যজিৎ রায় আর রবিঠাকুরের আলাপের মাঝে ছিল এই কবিতা চন্দ্রশেখর রাওয়ের ভোটপ্রচারে নিষেধাজ্ঞা, ‘‌কুকথা’‌ বলে নির্বাচন কমিশনের কোপে মাধ্যমিকের প্রথম দশে ৫৭ জন! কোন স্কুলের কে কত নম্বর স্থানে আছে? রইল মেধাতালিকা ‘মারা যায়নি গোল্ডি ব্রার’, জানাল মার্কিন পুলিশ, হতাশ সিধু মুসেওয়ালার ভক্তরা কেন জনপ্রিয়তা বাড়ছে ছাতুর? কী কী উপকার পাওয়া যায় টি২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল কানাডা,রয়েছে এক ঝাঁক ভারতীয় বংশোদ্ভূত

Latest IPL News

IPL 2024-‘ওদের পাত্তা দিও না’, বিরাটকে পরামর্শ প্রাক্তন কিউয়ি তারকার টানা পাঁচ ম্যাচে হার ধোনির দলের, অবাক কাণ্ড ঘটাল পঞ্জাব কিংস! মায়াঙ্কের চোট নিয়ে আরও সাবধান হওয়া উচিত ছিল- LSG ম্যানেজমেন্টকে একহাত নিলেন লি মাত্র ২ বল করেই চোটের কবলে চাহার, নেটপাড়ায় হলেন কটাক্ষের শিকার, প্রতিবাদী বোন নিজেদের পছন্দের ক্রিকেটার নিতেই বলির পাঁঠা করল রিঙ্কু সিংকে, বিস্ফোরক শ্রীকান্ত ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করা তারকাকে স্ট্রাইকই দিলেন না ধোনি,তার পরে হাঁকালেন ছয় WC থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে ভারতীয় দল গড়া হলে কারা জায়গা পাবেন স্কোয়াডে? মিডল অর্ডারের ব্যর্থতাই ডোবাল চেন্নাইকে, ৭ উইকেটে জিতে অক্সিজেন পেল পঞ্জাব তোমার যখন অভিষেক হয়েছিল, ন্যাপিতে ছিলাম- অমিত মিশ্রর বয়স নিয়ে চরম কটাক্ষ রোহিতের IPL-এর বাকি ম্যাচে অনিশ্চিত মায়াঙ্ক, তবে পেতে পারেন BCCI-এর পেস বোলিং চুক্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.