বাংলা নিউজ > ময়দান > IND vs WI, 1st Test: সবে তো শুরু, বিরাট-রোহিত ভাইদের থেকে শিখছি- অভিষেকে সাফল্যেও মাটিতে পা যশস্বীর

IND vs WI, 1st Test: সবে তো শুরু, বিরাট-রোহিত ভাইদের থেকে শিখছি- অভিষেকে সাফল্যেও মাটিতে পা যশস্বীর

যশস্বী জয়সওয়াল।

হোক না ওয়েস্ট ইন্জিজ দুর্বল প্রতিপক্ষ, ধারে ভারে ভারতের চেয়ে অনেকটাই পিছিয়ে তারা, তবু অভিষেক টেস্টে যশস্বীর ১৭১ রানের ইনিংসের গুরুত্ব এতটুকু কমে যায় না। বিদেশের মাটিতে অভিষেকেই তাঁর আত্মবিশ্বাসী ইনিংস, সত্যি প্রশংসার যোগ্য। তবে যশস্বী এত তাড়াতাড়ি আবেগে ভাসতে রাজি নন।

অভিষেক টেস্টে ২০০ রান করার রেকর্ড কোনও ভারতীয় ক্রিকেটারের নেই। যশস্বীর সামনে সুযোগ ছিল সেই রেকর্ড গড়ার। শুক্রবার ১৭১ রানে আউট হলেন তিনি। ২০০ রানের মাইলফলক থেকে মাত্র ২৯ রান দূরে থামতে হল ভারতের তরুণ ওপেনারকে।

জোসেফ আলজারির বল তাঁর ব্যাট ছুঁয়ে সোজা চলে যায় উইকেটরক্ষকের হাতে চলে যায়। প্রায় নির্ভুল ইনিংসে যশস্বীর এই ভুলেই ইতিহাস গড়ার স্বপ্ন থেকে ২৯ রান আগে থামতে হল ভারতের তরুণ ওপেনারকে। ৩৮৭ বল খেলা ২১ বছরের ব্যাটারের এই আফসোসটা সারা জীবন থেকে যাবে।

তবে তিনি যে ইনিংসটি খেলেছেন, সেটা একেবারেই হেলাফেলা করার মতো নয়। হোক না ওয়েস্ট ইন্জিজ দুর্বল প্রতিপক্ষ, ধারে ভারে ভারতের চেয়ে অনেকটাই পিছিয়ে তারা, তবু অভিষেক টেস্টে যশস্বীর ১৭১ রানের ইনিংসের গুরুত্ব এতটুকু কমে যায় না। বিদেশের মাটিতে অভিষেকেই তাঁর আত্মবিশ্বাসী ইনিংস, সত্যি প্রশংসার যোগ্য।

আরও পড়ুন: জোরে শট মারলেও বাউন্ডারি হচ্ছে না- মন্থর পিচ নিয়ে কোহলির কাছে নালিশ যশস্বীর

ম্যাচের পর কিছুটা আবেগপ্রবণ হয়ে যশস্বী বলছিলেন, ‘ভারতের হয়ে টেস্ট খেলাটা একটি বড় বিষয়। ছোটবেলায় দেশের হয়ে খেলার কথা ভাবতাম। আমার জন্য নিঃসন্দেহে আবেগময় মুহূর্ত। তবে এটা সবে শুরু।’

অভিষেকে সাফল্য পেলেও, তিনি একেবারে বাড়তি উচ্ছ্বাস দেখাতে রাজি নন। বরং নিজেকে সংযত করে মাটিতে পা রেখে আগামী দিনে এগোতে চান ২১ বছরের তরুণ। তাঁকে প্রথম সুযোগ দেওয়ার জন্য, তিনি ধন্যবাদ জানিয়েছেন রোহিত শর্মা এবং নির্বাচকদের।

আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক মঞ্চ- অভিষেকে সেঞ্চুরি করাটাই যেন অভ্যেস যশস্বীর

যশস্বী বলেছেন, ‘আমি নির্বাচকদের এবং রোহিত ভাইকে ধন্যবাদ জানাতে চাই, আমার উপর ভরসা রাখার জন্য। এবং আমাকে নিজের সেরাটা দিতে সুযোগ করে দেওয়ার জন্য। আমি নিজের প্রস্তুতি ভালো ভাবে নেওয়ার চেষ্টা করেছি এবং শৃঙ্খলা মেনে নিজের খেলায় ফোকাস করার চেষ্টা করেছি।’ সেই সঙ্গেই যোগ করেছেন, ‘আমরা ভালো প্রস্তুতি নিয়েছিলাম। আমি দ্রাবিড় স্যারের সঙ্গে অনেক কথা বলেছি এবং তিনি আমাকে আত্মবিশ্বাস দিয়েছেন।’

তাঁর আরও দাবি, ‘আমার এই সফরে আমাকে অনেক মানুষ সাহায্য করেছে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, অবশ্যই সিনিয়র খেলোয়াড়দেরও। আমি যে ভাবে রোহিত ভাই এবং বিরাট ভাইয়ের থেকে আমি অনেক কিছু শিখেছি।’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে তিন দিনেই শেষ করে দিল ভারত। এর বড় কৃতিত্ব রবিচন্দ্রন অশ্বিনের। দুই ইনিংস মিলেয়ে এক ডজন উইকেট একাই তুলে নেন অশ্বিন। এক ইনিংস এবং ১৪১ রানে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ লিড নিল রোহিত শর্মারা। ম্যাচের সেরা হলেন অভিষেক টেস্টে শতরান করা যশস্বী জয়সওয়াল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ঢাক বাজালেন ডাক্তার, উলু দিলেন রোগী, প্রতিবাদের উৎসব ধর্নাতলায়, দেখুন ছবি ভারতীয় মহিলা ফুটবল দলের দায়িত্বে প্রাক্তন মোহনবাগান কোচ, ঘোষণা AIFF-এর আগামিকাল চন্দ্রগ্রহণের দিনটি কেমন কাটবে? লাকি কারা! রইল ১৮ সেপ্টেম্বরের রাশিফল ‘৫-০ ব্যবধানে জিতব’, দু'বার হেরেও লজ্জা নেই লিয়নের অঝোরে কাঁদছেন অরিজিতের মহিলা ভক্ত! মঞ্চ থেকে কী এমন করলেন গায়ক? ভাইরাল ভিডিয়ো পুজোয় একটু নিরিবিলি দরকার? নাগালের মধ্যেই খুলছে নতুন ট্রেকিং রুট ধর্ষণ নাকি গণধর্ষণ? RG কর কাণ্ড নিয়ে আদালতে মুখ খুলল CBI, ‘যা প্রমাণ মিলেছে…’ বিচারপতির 'কন্ট্রাকচুয়াল কর্মী' কথার সঙ্গে সঞ্জয় রায়কে জুড়ে কী ইঙ্গিত দেবাংশুর? টালা থানার ওসিকে সিবিআইয়ের গ্রেফতার কি ত্রুটিপূর্ণ? কলকাতা পুলিশের অন্দরে চর্চা আদরের বুঁচকি আর নেই, মন খারাপ করে কী লিখলেন ঋতাভরী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.