বাংলা নিউজ > ময়দান > IND vs WI, 2nd T20: লজ্জায় ডুবলেন হার্দিকরা, ১২ বছরে প্রথম পরপর দুই ম্যাচে ভারতকে হারাল উইন্ডিজ

IND vs WI, 2nd T20: লজ্জায় ডুবলেন হার্দিকরা, ১২ বছরে প্রথম পরপর দুই ম্যাচে ভারতকে হারাল উইন্ডিজ

লজ্জায় ডুবল ভারত, দুরন্ত সাফল্য পেল ওয়েস্ট ইন্ডিজ।

মূলত ব্যাটিং ব্যর্থতার জেরেই পরপর দুই ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর দল হারল সাত নম্বরে থাকা দলের বিরুদ্ধে। যে দলে এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার রয়েছেন, দুই নম্বর আলরাউন্ডার হার্দিক রয়েছেন, সেই দলের এমন পরিণতি! পরপর দুই ম্যাচে মুখ থুবড়ে পড়াটা ভারতের কাছে নিঃসন্দেহে বড় লজ্জার।

যে দল ওডিআই বিশ্বকাপের কোয়ালিফায়ার টপকাতে পারেনি। যাদের ক্রিকেট বিশ্বের ছোট ছোট দলগুলি আনায়াসে হারিয়েছে, সেই দলের কাছে ভারত বারবার ল্যাজেগোবরে হচ্ছে। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারল ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে রান তাড়া করতে গিয়ে হারেন হার্দিক পান্ডিয়ারা। আর এদিন হারলেন প্রথমে ব্যাট করে। ২০১১ সালের পর এই প্রথম বার ভারতের বিরুদ্ধে পুরুষদের আন্তর্জাতিকে পরপর দুই ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ।

মূলত ব্যাটিং ব্যর্থতার জেরেই পরপর দুই ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর দল হারল সাত নম্বরে থাকা দলের বিরুদ্ধে। যে দলে এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব রয়েছেন, দুই নম্বর আলরাউন্ডার হার্দিক পান্ডিয়া রয়েছেন, সেই দলের এমন পরিণতি! পরপর দুই ম্যাচে মুখ থুবড়ে পড়াটা ভারতের কাছে নিঃসন্দেহে বড় লজ্জার।

আরও পড়ুন: ডাইভ দিয়ে সূর্যের দুরন্ত ক্যাচ, খালি হাতে ফিরলেন কিং, তবু ম্যাচ জিততে পারল না ভারত- ভিডিয়ো

রবিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হার্দিক। তিলক বর্মা ছাড়া বাকি ভারতীয় ব্যাটাররা রীতিমতো হতাশ করলেন। শুভমান গিল (৭) এবং সূর্যকুমার যাদব (১) ইনিংসের শুরুতেই পুরো ল্যাজেগোবরে হন। ইশান কিষান এবং তিলক বর্মা এর পর তৃতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়েন। তবে ইশান ২৭ করে আউট হয়ে গেলে, ক্রিজে আসেন সঞ্জু স্যামসন। সঞ্জুও এদিন নিরাশ করলেন। যাঁর কাঁধে নিজেকে প্রমাণ করার গুরু দায়িত্ব, তিনি এই সুযোগ কাজে না লাগিয়ে মাত্র ৭ রান করে দায়িত্বজ্ঞানহীন ভাবেই স্টাম্প আউট হয়ে বসে থাকলেন।

এর পর হার্দিক পান্ডিয়া নামার পর তিলক বর্মা নিজের প্রথম আন্তর্জাতিক হাফসেঞ্চুরি পূরণ করেন। ১টি ছক্কা এবং পাঁচটি চারের সাহায্য তিলক ৪১ বলে ৫১ রান করেন। ৩৯ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন তিলক। ২৪ করেছেন হার্দিক পান্ডিয়া। ১৪ রান করেন অক্ষর প্যাটেল। অক্ষরকে দিয়ে বল করানো হয়নি। ব্যাটেও তিনি ব্যর্থ। ফলে তাঁর ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এর বাইরে বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতেই পারেননি। ভারত ৭ উইকেটে ১৫২ রান করে। উইন্ডিজের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আকিল হোসেন, আলজারি জোসেফ এবং রোমারিও শেফার্ড।

আরও পড়ুন: হাফসেঞ্চুরি করে সূর্যের রেকর্ড ভাঙলেন তিলক, অল্পের জন্য ছোঁয়া হল না রোহিতের নজির

১৫৩ রান তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতেই ২ উইকেটে জয় ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ। অথচ ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া বোলিং ওপেন করার দায়িত্ব নিজেই তুলে নিয়েছিলেন। এবং প্রথম ওভারেই ২ উইকেট তুলে নিয়ে উইন্ডিজকে বড় ধাক্কা দেন। প্রথম বলেই ভারতকে তিনি সাফল্য এনে দেন। হার্দিকের বলে দুরন্ত ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। ব্রেন্ডন কিং গোল্ডেন ডাক করে সাজঘরে ফেরেন। এর পর এই ওভারের চতুর্থ বলে জনসন চার্লসকেও ফেরান হার্দিক। ২ রান করে আউট হন চার্লস। শুরুতে হার্দিক ধাক্কা দিলেও সেটা কাজে আসেনি। এমন কী কাইল মেয়ার্স ৭ বলে ১৫ করে সাজঘরে ফিরে গিয়েছিলেন। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল উইন্ডিজ। তবে চারে ব্যাট করতে নেমে নিকোলাস পুরান দলের হাল ধরেন। ৪০ বলে ৬৭ রান করেন তিনি। তাঁর এই ইনিংসই খেলার মোড় ঘুরিয়ে দেয়। পুরানের ইনিংসে ছিল ৬টি চার এবং চারটি ছয়।

এছাড়া ১৯ বলে ২১ করেন রোভম্যান পাওয়েল। শিমরন হেতমায়ের করেন ২২ বলে ২২ রান। শেষ পর্যন্ত আকিল হোসেন (১০ বলে অপরাজিত ১৬ রান) এবং আলজারি জোসেফ (৮ বলে অপরাজিত ১০ রান) মিলে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ভারতের হয়ে হার্দিক ৩ উইকেট আর যুজবেন্দ্র চাহাল ২ উইকেট তুলে নিলেও, ম্যাচ জেতাতে পারলেন না তাঁরা। আর্শদীপ সিং এবং মুকেশ কুমার একটি করে উইকেট নিয়েছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কলকাতা মেট্রোয় খুলল নয়া 'পথ', বড় সুবিধা পাবেন যাত্রীরা, রইল বিস্তারিত তথ্য কনের মাথায় মুকুট, বরের গলায় ফুলের মালা, আদরে-সোহাগে আশীর্বাদ হল আদৃত-কৌশাম্বির ইংল্যান্ডের আদালতে বন্ধ হল বরিস বেকারের দেউলিয়াত্ব সংক্রান্ত মামলা মালব্য যোগ এই ৩ রাশির জন্য আনবে সাফল্য ও সম্মান, আয় বাড়বে, জীবনে হবে অগ্রগতি গুয়াহাটি লোকসভা কেন্দ্র ২০২৪: নারীশক্তির লড়াই, জানুন অতীতে দাপট ছিল কোন দলের কোকরাঝাড় লোকসভা কেন্দ্র ২০২৪- ST আসনে হাড্ডাহাড্ডি লড়াই, অতীতে কী হয়েছে পুঞ্চে বায়ুসেনার কনভয় লক্ষ্য করে ধেয়ে আসে ২০০ গুলি! জানুন কীভাবে হয় হামলা ‘ওর ৯ নম্বরে ব্যাট করতে আসার থেকে ফাস্ট বোলার নেওয়া ভালো’, ধোনিকে আক্রমণ ভাজ্জির হীরামন্ডিতে আলমজেব হওয়ার পর বাজেভাবে ট্রোল হলেন, কোন বড় পদক্ষেপ নিলেন শারমিন একের পর এক ধস, বিচ্ছিন্ন বরাক উপত্যকা, ঝড়বৃষ্টির বিরাট সতর্কতা আবহাওয়া দফতরের

Latest IPL News

‘ওর ৯ নম্বরে ব্যাট করতে আসার থেকে ফাস্ট বোলার নেওয়া ভালো’, ধোনিকে আক্রমণ ভাজ্জির IPL-সাপোর্ট স্টাফের সমর্থন প্রয়োজন লাগে, কারোর প্রশংসা নাকি কাউকে খোঁচা নারিনের? LSG v KKR ম্যাচে চোখ জুড়ানো ক্যাচ বল বয়ের, অটোগ্রাফ চাইলেন জন্টি রোডস- ভিডিয়ো ধোনির দেখা নেই রে… T20-তে প্রথম নয়ে ব্যাট করতে নামলেন মাহি,মিমে ভরে গেল নেটপাড়া একানা স্টেডিয়ামে প্রথম দল হিসেবে T20 ফর্ম্যাটে দু'শো রানের গণ্ডি টপকাল KKR স্ট্রাইক ও রেট শুনলেই অনেকে ভয় পান, তবে সত্যি চাপা যায় না, বিরাটকে খোঁচা হর্ষের? নারিন ঝড়ের পর,বরুণ-হর্ষিতের তাণ্ডব- LSG-কে ৯৮ রানে উড়িয়ে লিগ টেবলের শীর্ষে KKR বিশ্বকাপ ফাইনালের হেডকে মনে করালেন রমনদীপ, স্টার্কের বলে নিলেন অবিশ্বাস্য ক্যাচ জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স, বোলারদের নিখুঁত স্ট্র্যাটেজি, ২৮ রানে জিতল CSK আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাক ধোনির, হার্ষালের বলে আউট, ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.