ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া রবিবার দুরন্ত ছন্দে বল করলেন। তিন উইকেট নিয়ে গড়লেন বড় নজির। টপকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহকে। তবে নজির গড়ার দিনেও জেতালতে পারলেন না ভারতকে।
ওয়েস্ট ইন্ডিজ ১৫৩ রান তাড়া করতে নামলে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া বোলিং ওপেন করার দায়িত্ব নিজেই তুলে নিয়েছিলেন। এবং প্রথম ওভারেই ২ উইকেট তুলে নিয়ে উইন্ডিজকে বড় ধাক্কাও দেন তিনি। প্রথম বলেই ভারতকে তিনি সাফল্য এনে দেন। হার্দিকের বলে দুরন্ত ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। ব্রেন্ডন কিং গোল্ডেন ডাক করে সাজঘরে ফেরেন। এর পর একই ওভারের চতুর্থ বলে জনসন চার্লসকেও ফেরান হার্দিক। ২ রান করে আউট হন চার্লস।
প্রথম ওভারেই এই দুই উইকেট নিয়ে হার্দিক টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় বুমরাহকে টপকে যান। তাঁর উইকেট সংখ্যা দাঁড়ায় ৭২। বুমরাহর রয়েছে ৭০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট। এর পর উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েলকেও ফেরান হার্দিক। সেই সঙ্গে তিনি টপকে যান রবিচন্দ্রন অশ্বিনকেও। অশ্বিনের আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেটের সংখ্যা ৭২। রোভম্যান পাওয়েলের উইকেট নেওয়ার পর হার্দিকের উইকেটসংখ্যা দাঁড়ায় ৭৩। সেই সঙ্গে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় তিনে উঠে আসেন হার্দিক।
আরও পড়ুন: হাফসেঞ্চুরি করে সূর্যের রেকর্ড ভাঙলেন তিলক, অল্পের জন্য ছোঁয়া হল না রোহিতের নজির
হার্দিকের আগে এই তালিকায় রয়েছেন ভুবনেশ্বর কুমার এবং যুজবেন্দ্র চাহাল। ৯৩টি উইকেট নিয়ে যুজি রয়েছেন এই তালিকার শীর্ষে। আর ভুবি নিয়েছেন ৯০টি উইকেট। তিনি রয়েছেন দুইয়ে। তবে অলরাউন্ডার হিসেবে হার্দিকের এই কৃতিত্ব নিঃসন্দেহে প্রশংসনীয়। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন হার্দিক। তবে তিনি ৩ উইকেট নিলেও, জিতল না তাঁর দল। এই নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরপর দু'টি টি-টোয়েন্টিতে হারল ভারত।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে রান তাড়া করতে গিয়ে হারেন হার্দিক পান্ডিয়ারা। আর এদিন হারলেন প্রথমে ব্যাট করে। ২০১১ সালের পর এই প্রথম বার ভারতের বিরুদ্ধে পুরুষদের আন্তর্জাতিকে পরপর দুই ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। মূলত ব্যাটিং ব্যর্থতার জেরেই পরপর দুই ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর দল হারল সাত নম্বরে থাকা দলের বিরুদ্ধে। যে দলে এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব রয়েছেন, দুই নম্বর আলরাউন্ডার হার্দিক পান্ডিয়া রয়েছেন, সেই দলের এমন জঘন্য পরিণতি! উইন্ডিজের কাছে পরপর দুই ম্যাচে মুখ থুবড়ে পড়াটা ভারতের কাছে নিঃসন্দেহে বড় লজ্জার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।