বাংলা নিউজ > ময়দান > IND vs WI, 2nd Test: ব্যাজবলও পারেনি, এতটাই দ্রুত রান করে ইতিহাসে নাম লেখাল রোহিত বাহিনী

IND vs WI, 2nd Test: ব্যাজবলও পারেনি, এতটাই দ্রুত রান করে ইতিহাসে নাম লেখাল রোহিত বাহিনী

রোহিত শর্মা।

নূন্যতম কুড়ি ওভার খেলা দল হিসেবে সাতের উপর রানরেট রেখে নজির গড়েছে মেন ইন ব্লু। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮১ রান করে ডিক্লেয়ার করে দেয়। অর্থাৎ গড় ছিল ৭.৫৪। ভারতীয় ব্যাটাররা কার্যত ব্যাজবল ক্রিকেট খেলেন এদিন। সেই সঙ্গে গড়ে ফেলে নজির।

চতুর্থ দিনেও বারবার বৃষ্টি ব্যাঘাত ঘটাল খেলায়। গোটা দিনে মোট ৬৪ ওভার খেলা হল। বাকিটা বৃষ্টিতে গেল ধুয়ে। আর বৃষ্টি মাথায় নিয়েও ম্যাচ জিততে মরিয়া টিম ইন্ডিয়া। যদিও চতুর্থ দিনে ভারত কিন্তু মরিয়া হয়ে লড়াই করেছে ম্যাচ জেতার জন্য। প্রথমে পেসারদের দাপটে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পরে নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্রুত রান করে অনন্য রেকর্ড গড়ে ফেলেছেন ভারতীয় ব্যাটাররা।

নূন্যতম কুড়ি ওভার খেলা দল হিসেবে সাতের উপর রানরেট রেখে নজির গড়েছে মেন ইন ব্লু। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮১ রান করে ডিক্লেয়ার করে দেয়। অর্থাৎ গড় ছিল ৭.৫৪। ভারতীয় ব্যাটাররা কার্যত ব্যাজবল ক্রিকেট খেলেন এদিন। এবং দ্রুত রান তোলার লক্ষ্যে তারা ক্যারিবিয়ানদের রীতিমতো পিটিয়ে ছাতু করেন। টি-টোয়েন্টি মেজাজে খেলেই বড় নজির গড়ে ফেলল টিম ইন্ডিয়া। টেস্ট ক্রিকেটের এক ইনিংসে অনন্ত ২০ ওভার খেলা দলগুলির মধ্যে ভারতের গড় সবচেয়ে বেশি। ৭.৫৪ গড়ে ভারত রান তুলেছে। নূন্যতম ২০ ওভার খেলা কোনও দল কখনও এর আগে এত বেশি গড়ে রান করেনি। ২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ৭.৫৩ গড়ে রান করেছিল। তারা ২ উইকেটে ৭.৫৩ গড়ে ২৪১ রান করে ডিক্লেয়ার করেছিল। সেই নজির ভেঙে নতুন রেকর্ড গড়ল রোহিত শর্মার ভারতীয় দল।

নূন্যতম দশ ওভার খেলা দলগুলির মধ্যে অবশ্যে গড়ের নিরিখে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। এই তালিকায় পাকিস্তান রয়েছে শীর্ষে। তারা ২০১৫ সালে শ্রীলঙ্কা বিরুদ্ধে ৮.১১ গড়ে কোনও উইকেট না হারিয়ে ৯২ রান করেছিল। এই তালিকায় দুইয়ে রয়েছে ভারত। তিনে রয়েছে অস্ট্রেলিয়া। চারে রয়েছে টিম ইন্ডিয়াই। ১৯৮৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ৭.৪৬ গড়ে ১ উইকেটে ৯৭ রান করে ডিক্লেয়ার করেছিল। আর ২০২২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড ব্যাজবল খেলে ৭.৩৬ গড়ে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান করে ডিক্লেয়ার করছিল।

তৃতীয় দিনের শেষে পাঁচ উইকেটে ২২৯ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের। চতুর্থ দিন মাত্র ৭.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের বাকি পাঁচ উইকেট ফেলে দেন ভারতীয় পেসারেরা। প্রথমে মুকেশ কুমার আউট করেন অলিক অ্যাথানেজকে। পরের চারটি উইকেট তুলে নেন সিরাজ। মাত্র ২৬ রানের মধ্যে বাকি ৫ উইকেট হারিয়ে বসে থাকে উইন্ডিজ। ২৫৫ রানেই তারা অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে ১৮৩ রানের লিড পায় ভারত।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে প্রথমে রোহিত শর্মা এবং যশস্বী মিলে মারার মেজাজেই ছিলেন। কারণ রোহিতের মাথায় চলছিল, যে ভাবে বারবার বৃষ্টি হয়ে খেলা বন্ধ হচ্ছে, তাতে চতুর্থ ইনিংসে বোলাররা পর্যাপ্ত সময় না পেলে ১০ উইকেট ফেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের। যে কারণে শুরু থেকে টি-টোয়েন্টির মেজাজে ছিলেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। রোহিত ৪৪ বলে ৫৭ করে আউট হন। ৩০ বলে ৩৮ করেন যশস্বী। শুভমন গিল অবশ্য ৩৭ বলে ২৯ করে অপরাজিত থাকেন। তবে ইশান কিষাণ ৩৪ বলে ঝোড়ো ৫২ করে অপরাজিত থাকেন। ভারত ২ উইকেট হারিয়ে ১৮১ রানেই ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেয়। ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৬৫ রানের লক্ষ্য দেয় ভারত।

এরপর ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে ভারত ৭৬ রানে ২ উইকেটে ফেলে দিয়েছে তাদের। ২৮ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে সুইপ মারতে গিয়ে আউট হন অধিনায়ক ব্রেথওয়েট। তিনে ব্যাট করতে নামা কির্ক ম্যাকেঞ্জি রান পাননি। শূন্য রানে তাঁকে ফেরান অশ্বিন। চন্দ্রপল ২৪ ও ব্ল্য়াকউড ২০ রানে অপরাজিত রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে আরও ২৮৯ রান। ভারতকে নিতে হবে ৮ উইকেট। বৃষ্টিতে পঞ্চম দিনের খেলা ভেসে গেলে আর কিছু করার নেই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভূস্বর্গে হাত ধরাধরি! রাতুল-রূপাঞ্জনা বলছেন, 'কলঙ্ক নেহি, ইয়ে ইশক হ্যায়...' 'মিমি… মেয়ে, আমাদের দোষ ছিল,' সায়নীর প্রচারে গিয়ে সবটা জানিয়ে দিলেন মমতা একদিন পর্দার ‘যুধিষ্ঠি’র বিরুদ্ধে গর্জে ওঠেন, FTII-এর ছাত্রী পায়েলের নামে FIR হয় ডিপ্রেশনের উপর কাঁচি চালান, এই ৯টি উপায়ে সরিয়ে ফেলুন মানসিক অবসাদকে ‘রোহিতদের কোচ হওয়ার সময় নেই’, আইপিএলের মোহে ভারতের কোচ হতে চাননা প্রাক্তন তারকা কেন মে মাসেই আছড়ে পরে ঘূর্ণিঝড়? ইয়াস, আয়লা, রেমাল এই মাসেই ওরা কেন আসে? সুনীলের শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে ছক কষে ফেলেছেন স্টিম্যাচ IPL ফাইনালে ‘বিরিয়ানি ডার্বি’, কলকাতা-হায়দরাবাদ টক্করে আক্রম বললেন, 'ওটা পোলাও…' EVM-র তথ্যে কোনও গড়বড় নেই তো? কীভাবে বুঝবেন? হাতেকলমে বোঝালেন কংগ্রেস নেতা ‘তুই আমার থেকে ভালো বোলার হবি,’ কার টোটকায় ব্যাটার থেকে অলরাউন্ডার হলেন অভিষেক?

Latest IPL News

IPL ফাইনালে ‘বিরিয়ানি ডার্বি’, কলকাতা-হায়দরাবাদ টক্করে আক্রম বললেন, 'ওটা পোলাও…' ‘তুই আমার থেকে ভালো বোলার হবি,’ কার টোটকায় ব্যাটার থেকে অলরাউন্ডার হলেন অভিষেক? অশ্বিন আন্নার বাইসেপ! ফটোশপে কাঁচা কাজ রাজস্থানের, জোর খিল্লি সোশ্যাল মিডিয়ায় কেকেআর-এর IPL জয়ের আগেই কেক কাটলেন আরিয়ান, কীসের উদযাপনে শাহরুখ-পুত্র? KKR-এর হাতেই উঠবে IPL ট্রফি, আত্মবিশ্বাসী বনির; ফাইনালে দর্শনার পাশে নেই সৌরভ! CSK, MI অথবা RCB, তিন দলের কাউকে ছাড়া IPL ফাইনাল এই নিয়ে তৃতীয়বার, দেখুন ইতিহাস এটা আলাদা অনুভূতি, আমরা নিশ্চিত ট্রফি জিতব- ফাইনালের আগে ভুবনেশ্বরের হুঙ্কার নির্বাচন নিয়ে ভাবি না-T20 WC-এর দলে সুযোগ না পাওয়া নিয়ে বড় বার্তা KKR অধিনায়কের জল্পনার অবসান! IPL ফাইনালে KKR-এর পাশে শাহরুখ,হুডিতে মুখ ঢেকে রওনা দিলেন চেন্নাই ক্রিকেট ছেড়ে হঠাৎই অটোওয়ালার ভূমিকায় শ্রেয়স, পিছনে বিশ্বকাপজয়ী কামিন্সও, ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.