বাংলা নিউজ > ময়দান > INDw vs WIw: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের, অপরাজিত থেকে ফাইনালে হরমনপ্রীতরা
দাপুটে জয় ভারতের। ছবি- বিসিসিআই।

INDw vs WIw: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের, অপরাজিত থেকে ফাইনালে হরমনপ্রীতরা

India vs West Indies Women's T20I Tri-Series Live Score: দীপ্তি শর্মাদের দাপুটে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১০০-র কমেই আটকে রাখে ভারত। পালটা ব্যাট করতে নেমে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যান হরমনপ্রীতরা।

দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি ত্রিদেশীয় টি-২০ সিরিজের প্রথম ২টি ম্যাচে জয় তুলে নেয় ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফিরতি ম্যাচ ভেস্তে যায়। পরিত্যক্ত ম্যাচ থেকে ১ পয়েন্ট সংগ্রহ করে ভারত। সুতরাং ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ভারতের ফাইনালের টিকিট নিশ্চিত করে আগেই। এবার লিগের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেন হরমনপ্রীত কউররা। ফাইনালের মহড়ায় ভারতীয় তারকারা অনবদ্য ক্রিকেট উপহার দেন।

30 Jan 2023, 09:20:34 PM IST

ম্যাচের সেরা দীপ্তি

৪ ওভার বল করে ২টি মেডেন-সহ মাত্র ১১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন দীপ্তি শর্মা। তিনি ২৪টি ডেলিভারির মধ্যে ডট বল করেন ২১টি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন দীপ্তি।

30 Jan 2023, 09:19:10 PM IST

লিগ টেবিলের শীর্ষে থাকে ভারত

১. ভারত: ৪ ম্যাচে ৭ পয়েন্ট (নেট রান-রেট: +২.১৮১)২. দক্ষিণ আফ্রিকা: ৪ ম্যাচে ৫ পয়েন্ট (নেট রান-রেট: +১.০০৬)৩. ওয়েস্ট ইন্ডিজ: ৪ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট: -২.৪৩৫)

30 Jan 2023, 09:17:47 PM IST

অপরাজিত থেকে ফাইনালে ভারত

লিগের ৪টি ম্যাচের মধ্যে ৩টিতে জয় তুলে নেয় ভারত। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। সুতরাং অপরাজিত থেকে ফাইনালে ওঠে ভারতীয় দল। ২ ফেব্রুয়ারির খেতাবি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবেন হরমনপ্রীতরা।

30 Jan 2023, 09:13:23 PM IST

দাপুটে জয় ভারতের

ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেটে ৯৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৩.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৯৫ রান সংগ্রহ করে নেয়। ৩৭ বল বাকি থাকতে ৮ উইকেট ম্যাচ জেতে ভারত। জেমিমা রডরিগেজ ৩৯ বলে ৪২ রান করে নট-আউট থাকেন। তিনি ৫টি চার মারেন। হরমনপ্রীত কউর ২৩ বলে ৩২ রান করে নট-আউট থাকেন। তিনি ৪টি চার মারেন।

30 Jan 2023, 09:06:56 PM IST

জিততে ৫ রান দরকার ভারতের

১৩ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৯০ রান। জয়ের জন্য ৭ ওভারে মাত্র ৫ রান দরকার তাদের। ২২ বলে ৩১ রান করেছেন হরমনপ্রীত। তিনি ৪টি চার মেরেছেন। ৩৫ বলে ৩৮ রান করেছেন জেমিমা। তিনি ৫টি চার মেরেছেন।

30 Jan 2023, 08:59:25 PM IST

জয়ের দোরগোড়ায় ভারত

১১ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৭৪ রান। সুতরাং, ম্য়াচ জিততে ভারতের দরকার ৯ ওভারে ২১ রান। জেমিমা ৩১ বলে ৩৩ রান করেছেন। মেরেছেন ৫টি চার। ১৪ বলে ২০ রান করেছেন হরমনপ্রীত। তিনি ২টি চার মেরেছেন।

30 Jan 2023, 08:47:11 PM IST

৫০ টপকাল ভারত

নবম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৯ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৫৫ রান। জয়ের জন্য ১১ ওভারে ৪০ রান দরকার ভারতের। জেমিমা ২৭ ও হরমনপ্রীত ৭ রানে ব্যাট করছেন।

30 Jan 2023, 08:44:49 PM IST

হার্লিনকে ফেরালেন ম্যাথিউজ

৭.১ ওভারে ম্যাথিউজের বলে গজনবির হাতে ধরা পড়েন হার্লিন দেওয়ল। ১৬ বলে ১৩ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত ৪১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কউর। তিনি ওভারের চতুর্থ বলে চার মারেন। ৮ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৪৭ রান। ২২ রানে ব্যাট করছেন জেমিমা।

30 Jan 2023, 08:36:49 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

পাওয়ার প্ল-র ৬ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৩৬ রান। জয়ের জন্য ভারতের দরকার ১৪ ওভারে ৫৯ রান। জেমিমা ১৮ ও হার্লিন ১১ রানে ব্যাট করছেন।

30 Jan 2023, 08:34:39 PM IST

জমাট জুটি জেমিমা-হার্লিনের

৫ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩৫ রান। ১৭ বলে ১৮ রান করেছেন জেমিমা। মেরেছেন ৩টি চার। ৮ বলে ১০ রান করেছেন হার্লিন। মেরেছেন ১টি চার।

30 Jan 2023, 08:27:54 PM IST

জোড়া বাউন্ডারি জেমিমার

তৃতীয় ওভারে গ্লাসগোর বলে জোড়া বাউন্ডারি মারেন জেমিমা। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২১ রান। জেমিমা ১১ রান করেছেন। ৩ রান করেছেন হার্লিন।

30 Jan 2023, 08:20:05 PM IST

মন্ধনাকে ফেরালেন কনেল

১.৫ ওভারে শামিলিয়া কনেলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন স্মৃতি মন্ধনা। ৫ বলে ৫ রান করেন স্মৃতি। মারেন ১টি চার। ভারত ৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্লিন দেওয়ল। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১০ রান।

30 Jan 2023, 08:12:26 PM IST

ভারতের রান তাড়া শুরু

জেমিমা রডরিগেজকে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন গ্লাসগো। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন মন্ধনা। তৃতীয় বলে ১ রান নেন জেমিমা। পঞ্চম বলে চার মারেন মন্ধনা। প্রথম ওভারে ৬ রান ওঠে।

30 Jan 2023, 07:58:07 PM IST

১০০-র কমেই থামল ওয়েস্ট ইন্ডিজ

নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। সুতরাং জয়ের জন্য ভারতের দরকার ৯৫। ইনিংসের শেষ বলে আউট হন আলিয়া। পূজার বলে দীপ্তির হাতে ধরা পড়েন তিনি। ৭ বলে ৯ রান করেন আলিয়া। মারেন ১টি চার। ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ২১ রান করে নট-আউট থাকেন জেমস। পূজা ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।

30 Jan 2023, 07:47:28 PM IST

দীপ্তির তৃতীয় শিকার শাবিকা

১৭.২ ওভারে দীপ্তির বলে শাবিকা গজনবিকে স্টাম্প আউট করেন যস্তিকা ভাটিয়া। ২০ বলে ১২ রান করেন শাবিকা। মারেন ১টি চার। ওয়েস্ট ইন্ডিজ ৭৩ ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আলিয়া। ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন জেমস। ১৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ৮০ রান। জেমস ১৬ রানে ব্যাট করছেন। দীপ্তি ৪ ওভারে ২টি মেডেন-সহ ১১ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। 

30 Jan 2023, 07:43:30 PM IST

১০০ ছুঁতে পারবে ওয়েস্ট ইন্ডিজ?

১৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ৭৩ রান। ২২ বলে ১০ রান করেছেন জেমস। মেরেছেন ১টি ছক্কা। ১৮ বলে ১২ রান করেছেন শাবিকা। মেরেছেন ১টি চার।

30 Jan 2023, 07:33:15 PM IST

কৃপণ বোলিং দীপ্তি-রাজেশ্বরীর

১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ৫৮ রান। ১৩ বলে ৯ রান করেছেন শাবিকা। মেরেছেন ১টি চার। ১৫ বলে ২ রান করেছেন জেমস। রাজেশ্বরী গায়কোয়াড় ৪ ওভারে ১টি মেডেন-সহ ৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। দীপ্তি শর্মা ৩ ওভারে ২টি মেডেন-সহ ৪ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

30 Jan 2023, 07:22:35 PM IST

ম্য়াথিউজকে ফেরালেন পূজা

১১.৪ ওভারে পূজা বস্ত্রকারের বলে যস্তিকার দস্তানায় ধরা পড়েন হেইলি ম্য়াথিউজ। ৩৪ বলে ৩৪ রান করেন তিনি। মারেন ৫টি চার। ওয়েস্ট ইন্ডিজ ৫৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেমস।

30 Jan 2023, 07:20:50 PM IST

৫০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ

১১তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় ওয়েস্ট ইন্ডিজ। ১১ ওভার শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৫৩ রান। ৩০ বলে ৩৪ রান করেছেন হেইলি ম্য়াথিউজ। তিনি ৫টি চার মেরেছেন। ৮ বলে ৬ রান করেছেন শাবিকা।

30 Jan 2023, 07:08:16 PM IST

জোসেফকে ফেরালেন রাজেশ্বরী

৮.৫ ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জোসেফ। ১৫ বলে ৩ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৩৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাবিকা।

30 Jan 2023, 07:04:14 PM IST

লড়ছেন ম্যাথিউজ

৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৩৫ রান। ২৩ বলে ২৪ রান করেছেন ম্য়াথিউজ। ১২ বলে ১ রান করেছেন জোসেফ।

30 Jan 2023, 06:59:02 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

পাওয়ার প্লে-র ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটের বিনিময়ে ৩১ রান সংগ্রহ করেছে। ১৭ বলে ২১ রান করেছেন হেইলি ম্য়াথিউজ। তিনি ৪টি চার মেরেছেন।

30 Jan 2023, 06:49:37 PM IST

ক্য়াম্পবেলকে ফেরালেন দীপ্তি

পরপর ২ বলে ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটারকে সাজঘরে ফেরালেন দীপ্তি। ৩.৪ ওভারে গোল্ডেন ডাকে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ক্যাম্পবেল। ওয়েস্ট ইন্ডিজ ১৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জোসেফ।

30 Jan 2023, 06:46:35 PM IST

উইলিয়ামসকে ফেরালেন দীপ্তি

৩.৩ ওভারে দীপ্তি শর্মার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন উইলিয়ামস। ১২ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চার। ওয়েস্ট ইন্ডিজ ১৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যাম্পবেল।

30 Jan 2023, 06:35:26 PM IST

ম্যাচ শুরু

উইলিয়ামসকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ম্যাথিউজ। বোলিং শুরু করেন রেনুকা। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন ম্যাথিউজ। প্রথম ওভারে ৪ রান ওঠে।

30 Jan 2023, 06:31:28 PM IST

ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ

হেইলি ম্য়াথিউজ (ক্যাপ্টেন), আলিয়া অ্যালেইন, জাইদা জেমস, জেনাবা জোসেফ, তৃষান হোল্ডার, জেনিলিয়া গ্লাসগো, রাশাদা উইলিয়ামস (উইকেটকিপার), শিমেন ক্যাম্পবেল, শাবিকা গজনবি, আফি ফ্লেচার ও শামিলিয়া কনেল।

30 Jan 2023, 06:24:48 PM IST

চারজন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারকে দলে নিল ওয়েস্ট ইন্ডিজ

অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়া চারজন ক্রিকেটারকে সিনিয়র স্কোয়াডে ডেকে নিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে মাঠে নামছেন চারজনই। জাইদা জেমস, জেনাবা জোসেফ, তৃষান হোল্ডার ও জেনিলিয়া গ্লাসগোর আন্তর্জাতিক টি-২০ অভিষেক হচ্ছে ভারতের বিরুদ্ধে এই ম্যাচে।

30 Jan 2023, 06:20:35 PM IST

মাইলস্টোন ম্যাচ রাজেশ্বরীর

মাইলস্টোন ম্যাচে মাঠে নামছেন রাজেশ্বরী গায়কোয়াড়। এটি তাঁর কেরিয়ারের ৫০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ।

30 Jan 2023, 06:18:40 PM IST

ভারতের প্রথম একাদশ

হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), জেমিমা রডরিগেজ, হার্লিন দেওয়ল, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দেবিকা বৈদ্য, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, শিখা পান্ডে, রাজেশ্বরী গায়কোয়াড় ও রেনুকা সিং ঠাকুর।

30 Jan 2023, 06:15:22 PM IST

দলে ফিরলেন রেনুকা

টুর্নামেন্টের একটিও ম্য়াচে মাঠে নামেননি রেনুকা সিং ঠাকুর। অবশেষে লিগের শেষ ম্যাচে মাঠে নামার সুযোগ পেলেন তারকা পেসার। তাঁকে জায়গা ছেড়ে দেন রাধা যাদব।

30 Jan 2023, 06:13:19 PM IST

টস জিতল ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ত্রিদেশীয় টি-২০ সিরিজের শেষ লিগ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে শুরুতে ব্যাট করতে ডাকেন হরমনপ্রীত। সুতরাং, ইস্ট লন্ডনে রান তাড়া করবে ভারত।

30 Jan 2023, 05:48:44 PM IST

টুর্নামেন্টের পয়েন্ট টেবিল

১. ভারত: ৩ ম্যাচে ৫ পয়েন্ট (নেট রান-রেট: +২.০৭৫)
২. দক্ষিণ আফ্রিকা: ৪ ম্যাচে ৫ পয়েন্ট (নেট রান-রেট: +১.০০৬)
৩. ওয়েস্ট ইন্ডিজ: ৩ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট: -২.৪৮২)

30 Jan 2023, 05:48:44 PM IST

ত্রিদেশীয় টি-২০ সিরিজে ভারতের পারফর্ম্যান্স

১. প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৭ রানে হারিয়ে দেয়।
২. দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫৬ রানে পরাজিত করে।
৩ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ ভেস্তে যায়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

৪৪ বছরের গরমের রেকর্ড ভাঙল কলকাতায়, তবে নতুন রেকর্ড ভাঙতে পারে ২ দিনেই! রাতের অন্ধকারে জুন মালিয়ার ব্যানার–পোস্টার ছেঁড়ার অভিযোগ, বিজেপিকে দুষছে তৃণমূল প্রাথমিকে আর ২৫০ জনকে ২ মাসের মধ্যে নিয়োগের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার ‘আগে নিজে দেহত্যাগ করুন’, SSC মামলার পরই পদত্যাগ করতে বলায় অভিজিৎকে আক্রমণ মমতার ওয়েইসির সম্পত্তির মূল্য ২৩ কোটি, ২২১ কোটি ধনসম্পদ বিজেপি প্রতিদ্বন্দ্বীর ভারত-পাকিস্তান ম্যাচের ড্রপ ইন উইকেট এসছে অস্ট্রেলিয়া থেকে,থাকবে বাউন্স এবং পেস ভোট দিতে এসে হোঁচট খেলেন গুরু অশোক, ছুটে গেলেন একদা শিষ্য শঙ্কর, সৌজন্য দেখা গেল নগ্ন দৃশ্য অভিনয় করে বিতর্কের ঝড় তোলেন টলি নায়িকা,লাল পোশাকের এই খুদেকে চিনলেন? গ্ল্যাম লুকে ম্রুণাল, জর্জেটের এই শাড়ি আর ব্লাউজের দাম শুনলে মাথা ঘোরাবে ‘ভোট কেনার জন্য নড্ডা ৫টি ব্যাগে করে টাকা এনেছিলেন’ বিস্ফোরক দাবি তেজস্বীর

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.