বাংলা নিউজ > ময়দান > IND vs WI: শতরানের হাফসেঞ্চুরির দিকে আরও এক ধাপ এগোলেন রোহিত, ছুঁলেন স্মিথকে, নিঃশ্বাস ফেলছেন ওয়ার্নার, রুটের ঘাড়ে

IND vs WI: শতরানের হাফসেঞ্চুরির দিকে আরও এক ধাপ এগোলেন রোহিত, ছুঁলেন স্মিথকে, নিঃশ্বাস ফেলছেন ওয়ার্নার, রুটের ঘাড়ে

রোহিত শর্মা।

কাকতালীয় হলেও, একটি অবাক করার মতো পরিসংখ্যান হল, রোহিত যখনই টেস্ট সেঞ্চুরি করেন, তখনই ভার ,সেই টেস্ট জেতে। রোহিতের টেস্ট সেঞ্চুরির সঙ্গে ১০০ শতাংশ জয়ের রেকর্ড রয়েছে ভারতের। এবং চলতি টেস্ট ম্যাচেও ভারতই চালকের আসনে রয়েছে।

নিঃসন্দেহে ভারতের তুলনায় ওয়েস্ট ইন্ডিজ দুর্বল প্রতিপক্ষ। যে কারণে ভারতের দুই ওপেনারই প্রথম উইকেটে ২২৯ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন। পাশাপাশি যশস্বী জয়সওয়ালের পর রোহিত শর্মাও সেঞ্চুরি হাঁকান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের দশ নম্বর টেস্ট সেঞ্চুরি করে ফেললেন রোহিত।

মজার বিষয় হল, ২০১৩ সালে ক্যারিয়ারের প্রথম টেস্টেও ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে টেস্টে প্রথম সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন রোহিত। এদিন ১০ নম্বর সেঞ্চুরিটিও উইন্ডিজের বিরুদ্ধেই হাঁকালেন হিটম্যান। পাশাপাশি ১৭তম ভারতীয় ব্যাটার হিসেবে তিনি এই ফর্ম্যাটে ১০ বা তার বেশি সেঞ্চুরি করলেন।

৩৬ বছরের তারকা ২২০ বলে একটি বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন। ঘরের বাইরে বিদেশের মাঠে এটি রোহিতের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি ছিল। এর আগে বিদেশের মাঠে অন্য সেঞ্চুরিটি রোহিত ২০২১ সালে যুক্তরাজ্যে করেছিলেন। ওভালে ২৫৬ বলে ১২৭ রান করেছিলেন রোহিত। তবে বৃহস্পতিবার ১০৩ রান করার পর রোহিত আউট হযে যান। রোহিতের ১০৩ রানের ইনিংস সাজানো ছিল ১০টি চার ও দু'টি ছক্কা দিয়ে।

আরও পড়ুন: ৯১ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে বড় নজির যশস্বীর, অভিষেক সেঞ্চুরিতে গড়লেন একাধিক রেকর্ড

এই নিয়ে সব ফর্ম্য়াটের ক্রিকেট মিলিয়ে রোহিতের সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৪৪টি। সেই সঙ্গে তিনি স্পর্শ করলেন স্টিভ স্মিথকে। স্মিথেরও সব ফর্ম্যাট মিলিয়ে সেঞ্চুরির সংখ্যা ৪৪। ডেভিড ওয়ার্নারের মোট সেঞ্চুরির সংখ্যা অবশ্য ৪৫। আর জো রুটের মোট সেঞ্চুরির সংখ্যা ৪৬। এই দুই তারকাকে ছোঁয়ার অপেক্ষায় রোহিত। তাঁদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছেন তিনি।

আরও পড়ুন: IPL-এর ধাঁচে T20 লিগের প্রথম একাদশে রাখা যাবে চার বিদেশি, প্রাথমিক ভাবে ছাড় কিছু টুর্নামেন্টে

এই মুহূর্তে যাঁরা এখনও ক্রিকেট খেলছেন, তাঁদের মধ্যে সব মিলিয়ে মোট সেঞ্চুরির তালিকায় স্মিথের সঙ্গে যুগ্ম ভাবে চারে রয়েছেন রোহিত। ওয়ার্নার এবং রুট তাঁর থেকে অল্প এগিয়ে। তবে এই তালিকায় অনেকটা এগিয়ে রয়েছেন বিরাট কোহলি। যাঁর মোট সেঞ্চুরির সংখ্যা এখন ৭৫। এমনিতে এখনও পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরি রয়েছে সচিন তেন্ডুলকরের। তিনি সেঞ্চুরির সেঞ্চুরি করে ফেলেছেন। ৫১টি সেঞ্চুরি রয়েছে টেস্টে। ৪৯টি সেঞ্চুরি রয়েছে ওডিআই-এ।

কাকতালীয় হলেও, একটি অবাক করার মতো পরিসংখ্যান হল, রোহিত যখনই টেস্ট সেঞ্চুরি করেন, তখনই ভার ,সেই টেস্ট জেতে। রোহিতের টেস্ট সেঞ্চুরির সঙ্গে ১০০ শতাংশ জয়ের রেকর্ড রয়েছে ভারতের। এবং চলতি টেস্ট ম্যাচেও ভারতই চালকের আসনে রয়েছে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিনারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যায়। রবিচন্দ্রন অশ্বিন নেন ৫ উইকেট। ৩ উইকেট নেন জাদেজা। জবাবে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৩১২ রান করে ফেলেছে। বড় রানের পাহাড় গড়ার লক্ষ্যে টিম ইন্ডিয়া।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন