বাংলা নিউজ > ময়দান > IND vs WI, 1st Test: ৯১ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে বড় নজির যশস্বীর, অভিষেক সেঞ্চুরিতে গড়লেন একাধিক রেকর্ড

IND vs WI, 1st Test: ৯১ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে বড় নজির যশস্বীর, অভিষেক সেঞ্চুরিতে গড়লেন একাধিক রেকর্ড

অভিষেক টেস্টে দুরন্ত সেঞ্চুরি যশস্বীর।

সামগ্রিক ভাবে যশস্বী জয়সওয়াল ১৭তম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করলেন। আর পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে জয়সওয়াল বিদেশের মাটিতে অভিষেক টেস্টে শতরান করলেন।

টেস্ট অভিষেকেই চমকে দিলেন যশস্বী জয়সওয়াল। ভারতের তৃতীয় ওপেনার হিসেবে অভিষেকেই সেঞ্চুরি হাঁকালেন যশস্বী। সেই সঙ্গে তিনি গড়লেন একাধিক নজিরও।

যশস্বী প্রথম ভারতীয় যিনি দেশের বাইরে অভিষেকে টেস্টেই সেঞ্চুরি হাঁকালেন। এর আগে অভিষেক টেস্টে ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ' সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ঘরের মাঠে। শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যথাক্রমে মোহালি এবং রাজকোটে তাঁদের অভিষেক টেস্ট সেঞ্চুরি করেছিলেন। কিন্তু যশস্বী বিদেশের মাঠে গিয়ে অভিষেক টেস্টে শতরান করে ফেললেন। সেই সঙ্গে তিনি নাম লেখালেন ক্রিকেট ইতিহাসে।

বুধবার অধিনায়ক রোহিত শর্মার হাত থেকে টেস্ট ক্যাপ নেওয়া এই বাঁ-হাতি তরুণ তারকা একেবারে ধামাকা করলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডমিনিকায় উইন্ডসোর পার্কে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই শতরানের মাইলস্টোন স্পর্শ করে ফেললেন যশস্বী। বৃহস্পতিবার ভারতের ইনিংসের ৭০তম ওভারে যশস্বী নিজের সেঞ্চুরি পূরণ করেন। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে অভিষেক হওয়া অ্যালিক আথানাজের বলে সিঙ্গল নিয়ে ২১৫ বলে শতরান পূরণ করেন যশস্বী।

আরও পড়ুন: IPL-এর ধাঁচে T20 লিগের প্রথম একাদশে রাখা যাবে চার বিদেশি, প্রাথমিক ভাবে ছাড় কিছু টুর্নামেন্টে

সামগ্রিক ভাবে যশস্বী জয়সওয়াল ১৭তম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করলেন। আর পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে জয়সওয়াল বিদেশের মাটিতে অভিষেক টেস্টে শতরান করলেন। ১৯৫৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে আব্বাস আলি বেগ প্রথম ক্রিকেটার ছিলেন, যিনি বিদেশের মাটিতে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছিলেন। অন্যরা হলেন ১৯৭৬ সালে অকল্যান্ডের সুরিন্দর অমরনাথ, ১৯৯২ সালের ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রভিন আমরে, ১৯৯৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ২০০১ সালে ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বীরেন্দ্র সেহওয়াগ। এ দিকে ভারতের ষষ্ঠ বাঁ-হাতি ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন যশস্বী। তাঁর আগে রয়েছেন দীপক সোধান, সুরিন্দর অমরনাথ, সৌরভ গঙ্গোপাধ্যায়, সুরেশ রায়না, শিখর ধাওয়ান।

আরও পড়ুন: ছেলে-মেয়ের ভেদাভেদ উঠে গেল, আইসিসি ইভেন্টে রোহিতদের সমান টাকা পাবেন হরমনরা

জয়সওয়াল এদিন সেঞ্চুরি পূরণ করেই উচ্ছ্বাসে ভাসেন। রান নেওয়া শেষ করার পরেই তিনি তাঁর হেলমেট খুলে ফেলে বাতাসে লাফ দেন। এবং আনন্দে জোরে চিৎকার করে ওঠেন। তাঁর এই কৃতিত্ব রচনার পর, পুরো ভারতীয় ড্রেসিংরুম উঠে দাঁড়িয়ে কুর্নিশ জানায় তাঁকে। এর পর তিনি দৌড়ে যাব নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা অধিনায়ক রোহিত শর্মার কাছে। রোহিতের মুখেও ছিল চওড়া হাসি। জড়িয়ে ধরে যশস্বীকে। ওয়েস্ট ইন্ডিজের ১৫০ রানের জবাবে রোহিত এবং জয়সওয়াল মিলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারতীয় ওপেনিং জুটি হিসেবে সর্বোচ্চ রান করেন।

মজার ব্যাপার হল, রোহিতও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু সেটা ছিল ২০১৩ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে। জয়সওয়ালের আগে অভিষেকে টেস্ট সেঞ্চুরি করা শেষ ভারতীয় ছিলেন শ্রেয়স আইয়ার। তিনি ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অন্যকে হাই তুলতে দেখলে, আপনারও কি হাই ওঠে? কাদের এটি হয় IPL 2024: টানা ৫ ম্যাচে জিতল RCB, অতীতে এমন রেকর্ড গড়লেই ফাইনালে উঠেছেন বিরাটরা কেজরিওয়ালের বাড়িতে দলের MP স্বাতী মালিওয়ালকে মারধর? অভিযোগ ঘিরে খোঁচা বিজেপির প্রেম নিয়েও চর্চায়, নতুন পদক্ষেপ রণজয়ের! লিখলেন, ‘দাঙ্গা লেগেছে ভিতরে, সবাই…' CBSE দ্বাদশে ৯৮% উঠল সাউথ পয়েন্ট স্কুলে! ৪৭৫-র বেশি পেলেন ৪১, কে কে টপার হলেন? শুয়োরের কিডনি পাওয়া বিশ্বের প্রথম রোগীর মৃত্যু ২ মাসের মধ্যে শ্রেয়ার কণ্ঠে যন্ত্রণার ছাপ, ‘অযোগ্য’র প্রথম গান জুড়ে কেবলই ছেড়ে যাওয়ার কষ্ট শুধু ভাইপো আর IPAC নয়, সন্দেশখালির ভিডিয়োর পিছনে হাত রয়েছে পুলিশেরও: শুভেন্দু ‘‌বিজেপি বড়জোর ১৯৫ আসন পাবে’‌, ইন্ডিয়া সরকার গড়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী মমতা ফুলশয্যা হতেই এক্কেবারে বদলে গেল আদৃত, কৌশাম্বি ছবি দিয়ে লিখলেন, ‘বড্ড ব্যস্ত’

Latest IPL News

সূর্যকুমার যাদবকে নিয়ে এখনও আফসোস করেন KKR এর প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীর ও কিন্তু সোজা দৌড়তে গিয়ে উইকেট আড়াল করেনি… জাদেজার পাশে দাঁড়ালেন CSK কোচ এখনও সিএসকে-র সদস্য রায়না, হাতে র‍্যাকেট তুলে দিয়ে বোঝালেন ধোনি, মুগ্ধ নেটপাড়া দুর্ভাগ্যজনক ভাবে ম্যাকগার্ক রানআউট হতেই,উন্মত্ত সেলিব্রেশনে মাতলেন কোহলি-ভিডিয়ো IPL প্লে-অফে একইসঙ্গে উঠতে পারে CSK ও RCB! কোন অঙ্কে ধোনি ও বিরাটের হাসি ফুটবে? T20 WC-এর দলে জায়গা পাওয়ার আশা হয়তো ম্যাকগার্ক নিজেও করেনি- দাবি পন্টিংয়ের IPL-এর পরেই কাউন্টি খেলতে যাবেন পৃথ্বী শ', ফিরছেন পুরনো দল নর্দাম্পটনশায়ারেই MI ম্যাচে খেলতে নামার আগে গোটা রাত ঘুমোতে পারেননি KKR-এর নীতিশ রানা, কিন্তু কেন? IPL 2024: ক্যাচ মিস হওয়াতেই, ম্যাচ মিস হয়েছে- RCB-র কাছে হেরে মেনে নিলেন অক্ষর ভেবেছিলাম দ্বিতীয় ইনিংসে পিচ স্লো হবে- টস জিতে ব্যাটিং নিয়ে কপাল চাপড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.