ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট ও ওয়ান ডে সিরিজে নিজের দায়িত্ব যথাযথ পালন করেছেন রবীন্দ্র জাদেজা। বিশেষ করে টেস্ট সিরিজে ব্যাটে-বলে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ওয়ান ডে সিরিজে অবশ্য ব্যাটে-বলে জাদেজার বিশেষ কিছু করার প্রয়োজন হয়নি। ভারত ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২টি সিরিজেই জয় তুলে নেওয়ায় খোলা মনে ছুটি কাটাতে চলে যান জাদেজা।
জাতীয় নির্বাচকরা জাদেজাকে টি-২০ সিরিজের দলে রাখেননি। তাই ক্রিকেট থেকে সাময়ির বিশ্রাম পেয়ে গিয়েছেন তিনি। সামনে ভারতের ঠাসা আন্তর্জাতিক ক্রীড়াসূচি রয়েছে। অগস্টের শেষেই ভারতীয় দল ঢুকে পড়বে এশিয়া কাপের আবহে। তার পরেই অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে বিশ্বকাপে মাঠে নামবে টিম ইন্ডিয়া।
এশিয়া কাপ ও বিশ্বকাপের স্কোয়াডে জাদেজার জায়গা পাওয়া নিয়ে সংশয় নেই কারও মনে। ২টি বড় টুর্নামেন্টের আগে তাই আমেরিকায় ছুটি কাটিয়ে নিজেকে তরতাজা রাখছেন তারকা অল-রাউন্ডার। আমেরিকায় কতটা ফুরফুরে মেজাজে রয়েছেন জাদেজা, সেটা বোঝা যায় সোশ্যাল মিডিয়ায় তাঁর গতিবিধি লক্ষ্য করেই।
প্রতিদিন নিয়ম করে জাদেজা নিজের ছবি পোস্ট করছেন টুইটারে। কোনওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘স্মৃতি যা চিরকাল থেকে যাবে।' আবার কোনও ছবির সঙ্গে তাঁকে লিখতে দেখা যায়, 'আমিই মুখ্য চরিত্র।'
তবে এরই মাঝে চেন্নাই সুপার কিংস সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে, যেটি যারপরনাই আপ্লুত করে জাদেজা ও সিএসকের অনুরাগীদের। ভিডিয়োটিতে আমেরিকার রাস্তায় জাদেজাকে বলিউডের জনপ্রিয় গান ‘মুকাবিলার' তালে নাচতে দেখা যাচ্ছে। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োটির ক্যাপশনে সিএসকের তরফে লেখা হয়, ‘জীবন যখন আপনাকে সোমবার উপহার দেয়, ভাইবটা জাড্ডুর মতো হওয়াই উচিত।’
আরও পড়ুন:- ক্রিকেট থেকে সাময়িক বিরামে স্মৃতির অ্যালবাম সাজাচ্ছেন জাদেজা
ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে জাদেজা দুই ইনিংসে যথাক্রমে ২৬ রানে ৩টি ও ৩৮ রানে ২টি উইকেট নেন। একটি ইনিংসে ব্যাট করতে নেমে ৩৭ রানে অপরাজিত থাকেন তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৭ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন তারকা অল-রাউন্ডার। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ইনিংসে ১০ রান খরচ করে কোনও উইকেট পাননি জাদেজা। ম্যাচের ১টি ইনিংসে ব্যাট করে তিনি ৬১ রান সংগ্রহ করেন।
পরে ৩টি ওয়ান ডে ম্যাচে জাদেজা যথাক্রমে অপরাজিত ১৬, ১০ ও অপরাজিত ৮ রান করেন। তিন ম্যাচে সাকুল্যে ৩টি উইকেট নেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।