আইসিসির টি-টোয়েন্টি ক্রমপর্যায়ে শীর্ষস্থান আরও মজবুত হল ভারতের। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয় এবং পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের হারের ফলে রোহিত শর্মারা আরও জাঁকিয়ে বসলেন শীর্ষস্থানে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের সঙ্গে বাড়ল রেটিং পয়েন্টের ব্যবধান।
আইসিসির নয়া র্যাঙ্কিং অনুযায়ী, শীর্ষস্থানে আছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের ফলে টিম ইন্ডিয়ার রেটিং এক পয়েন্ট বেড়ে হয়েছে ২৬৮। সেখানে ইংল্যান্ডের রেটিং ২৬১-তে আছে। রবিবার বাবর আজমদের বিরুদ্ধে ইংল্যান্ড তিন রানে হেরে যাওয়ায় লাভবান হয়েছেন রোহিতরা। বেড়েছে জস বাটলার, মইন আলিদের দলের সঙ্গে ব্যবধান।
টি-টোয়েন্টিতে আইসিসির র্যাঙ্কিং (প্রথম ১০ দল)
- ভারত: ২৬৮ রেটিং।
- ইংল্যান্ড: ২৬১ রেটিং।
- দক্ষিণ আফ্রিকা: ২৫৮ রেটিং।
- পাকিস্তান: ২৫৮ রেটিং।
- নিউজিল্যান্ড: ২৫২ রেটিং।
- অস্ট্রেলিয়া: ২৫০ রেটিং।
- ওয়েস্ট ইন্ডিজ: ২৪১ রেটিং।
- শ্রীলঙ্কা: ২৩৭ রেটিং।
- বাংলাদেশ: ২২৪ রেটিং।
- আফগানিস্তান: ২১৯ রেটিং।
আরও পড়ুন: IND vs AUS: অক্ষরের জাদু, বিরাট-সূর্য ঝড়, হার্দিকের ফিনিশিংয়ের দৌলতে WC জয়ীদের হারিয়ে সিরিজ জয়
ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ
রবিবার হায়দরাবাদে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত। শুরুটা বিধ্বংসী করে অস্ট্রেলিয়া। মাত্র ১৯ বলে অর্ধ-শতরান হাঁকান ক্যামেরন গ্রিন। কিছুক্ষণ পরেই আউট হয়ে যান তিনি। তারপর অস্ট্রেলিয়া কিছুটা ঝিমিয়ে পড়ে। তবে শেষের দিকে ঝড় তোলেন টিম ডেভিড। ২৭ বলে ৫৪ রান করেন। সেই সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৮৬ রান তোলে অস্ট্রেলিয়া। চার ওভারে ৩৩ রান দিয়ে তিন উইকেট নেন অক্ষর প্যাটেল। যুজবেন্দ্র চাহালের বোলিং ফিগার আরও চমকপ্রদ ছিল। চার ওভারে ২২ রান দিয়ে এক উইকেট নেন।
আরও পড়ুন: দল চাপে পড়লেই রোহিতকে কী বলতেন অক্ষর? সূর্যের সাক্ষাৎকারে উঠে এল নানা অজানা কথা
সেই রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। আউট হয়ে যান রোহিত এবং কেএল রাহুল। তারপর ভারতের ইনিংসের হাল ধরেন বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। তৃতীয় উইকেটে ৬২ বলে ১০৪ রান যোগ করেন তাঁরা। সেটাই ম্যাচের রং পালটে দেয়। তারপর হার্দিক পান্ডিয়া ম্যাচ শেষ করে আসেন। ৩৬ বলে ৬৯ রান করেন সূর্য। ৪৮ বলে ৬৩ রান করেন বিরাট।
পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ
শেষ ছয় বলে এক রান তিন উইকেট - রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে তিন রানে হারিয়ে গিয়েছে পাকিস্তান। শেষ ১২ বলে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল নয় রান। হাতে ছিল তিন উইকেট। হ্যারিস রউফের দ্বিতীয় বলে চার মারেন লিয়াম ডাউসন। পরের দুটি বলে উইকেট নেন হ্যারিস। তারপর এক রান দেন। ২০ তম দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে রান-আউট হয়ে যান রিকি টপলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।