বাংলা নিউজ > ময়দান > India vs England: পন্তের সেঞ্চুরি, দ্বিতীয় দিনের শেষে বড় রানের লিডের পথে ভারত
ওয়াশিংটন ও অক্ষর। ছবি- বিসিসিআই।

India vs England: পন্তের সেঞ্চুরি, দ্বিতীয় দিনের শেষে বড় রানের লিডের পথে ভারত

প্রথম ইনিংসে ইংল্যান্ড অল-আউট হয় ২০৫ রান।

ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ভারত এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। এই অবস্থায় শেষ টেস্টে না হারলেই সিরিজের দখল নেবে টিম ইন্ডিয়া। হারলেও সিরিজ খোয়াতে হবে না বটে, তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট হাতছাড়া হবে। আমবাদাবের চতুর্থ টেস্টে ভারত জিতলে বা ড্র করলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন কোহলিরা।

05 Mar 2021, 05:20:30 PM IST

ইংল্যান্ডের বোলিং

ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসন ৩টি, স্টোকস ২টি ও লিচ ২টি উইকেট দখল করেন।

05 Mar 2021, 05:19:33 PM IST

ভারতের ব্যাটিং পারফর্ম্যান্স

প্রথম ইনিংসে ভারতের হয়ে গিল ০, রোহিত ৪৯, পূজারা ১৭, কোহলি ০, রাহানে ২৭, পন্ত ১০১, অশ্বিন ১৩, সুন্দর অপরাজিত ৬০ ও অক্ষর অপরাজিত ১১ রান করেন।

05 Mar 2021, 05:12:09 PM IST

দ্বিতীয় দিনের খেলা শেষ

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে ৯৪ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৯৪ রান তুলেছে। ওয়াশিংটন সুন্দর ৬০ ও অক্ষর প্যাটেল ১১ রানে ব্যাট করছেন। ভারত প্রথম ইনিংসের নিরিখে আপাতত ৮৯ রানে এগিয়ে রয়েছে।

05 Mar 2021, 04:47:16 PM IST

৯০ ওভারে ভারত ২৯০/৭

৯০ ওভার শেষে ভারত ৭ উইকেটের বিনিময়ে ২৯০ রান তুলেছে। সুন্দর ৫৭ ও অক্ষর ১০ রানে ব্যাট করছেন। ভারতের হাতে লিড ৮৫ রানের।

05 Mar 2021, 04:34:16 PM IST

ওয়াশিংটেনর হাফ-সেঞ্চুরি

কেরিয়ারের চার নম্বর টেস্টে মাঠে নেমে তৃতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন ওয়াশিংটন সুন্দর। ৭টি বাউন্ডারির সাহায্যে ৯৬ বলে ৫০ রান করেন সুন্দর।

05 Mar 2021, 04:23:29 PM IST

পন্ত আউট

ব্যক্তিগত শতরানে পৌঁছনোর পরেই আউট হয়ে বসেন পন্ত। ৮৫তম ওভারে অ্যান্ডারসনের প্রথম বলে রুটের হাতে ধরা পড়েন ঋষভ। ফিরে যাওয়ার আগে তিনি ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৮ বলে ১০১ রান করেন। ভারত দলগত ২৫৯ রানের মাথায় ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান অক্ষর প্যাটেল। ভারতের হাতে লিড ৫৪ রানের।

05 Mar 2021, 04:20:23 PM IST

ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পন্তের

৮৪তম ওভারে জো রুটের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ঋষফ পন্ত। ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৫ বলে তিন অঙ্কের রানে পৌঁছে যান ঋষভ। টেস্টে পন্তের এটি তৃতীয় শতরান।

05 Mar 2021, 04:15:20 PM IST

ভারত ২৫০

ইনিংসের ৮৩তম ওভারে দলগত ২৫০ রান পূর্ণ করে টিম ইন্ডিয়া। 

05 Mar 2021, 04:03:41 PM IST

৮০ ওভারে ভারত ২২৩/৬

৮০ ওভার শেষে ভারত প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ২২৩ রান তুলেছে। পন্ত ৭৫ ও সুন্দর ৩০ রানে ব্যাট করছেন।

05 Mar 2021, 03:47:38 PM IST

ইংল্যান্ডকে টপকে গেল ভারত

ইনিংসের ৭৮তম ওভারে ইংল্যান্ডের ২০৫ রানকে টপকে যায় ভারত। ৭৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৬ উইকেটে ২০৯ রান। পন্ত ৬৬ ও সুন্দর ২৫ রানে ব্যাট করছেন। ভারতের লিড ৪ রানের।

05 Mar 2021, 03:28:57 PM IST

৫০ রানের পার্টনারশিপ

৫০ রানের পার্টনারশিপ গড়েন ঋষভ পন্ত ও ওয়াশিংটন সুন্দর। দু'দল মিলিয়ে ম্যাচে প্রথম ৫০ রানের পার্টনারশিপ এটা। ইনিংসের ৭৫তম ওভারের চতুর্থ বলে ১ রান নিয়ে সুন্দর পন্তের সঙ্গে জুটিতে ৫০ রান পূর্ণ করেন। ৭৫ ওভার শেষে ভারত ৬ উইকেটে ১৯৬ রান তুলেছে। আপাতত ইংল্যান্ডের থেকে ৯ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। পন্ত ৫৫ ও সুন্দর ২৪ রানে ব্যাট করছেন।

05 Mar 2021, 03:18:39 PM IST

হাফ-সেঞ্চুরি পন্তের

ইনিংসের ৭২তম ওভারে ব্যাক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ঋষভ পন্ত। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮২ বলে ব্যাক্তগত অর্ধশতরান পূর্ণ করেন টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান।

05 Mar 2021, 03:10:23 PM IST

৭০ ওভারে ভারত ১৮১/৬

৭০ ওভার শেষে টিম ইন্ডিয়া ৬ উইকেটের বিনিময়ে ১৮১ রান তুলেছে। ঋষভ পন্ত ৪৯ ও ওয়াশিংটন সুন্দর ১৫ রানে ব্যাট করছেন।

05 Mar 2021, 02:50:21 PM IST

৬৫ ওভারে ভারত ১৬৬/৬

৬৫ ওভার শেষে ভারত প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তুলেছে। পন্ত ৪৩ ও সুন্দর ৭ রানে ব্যাট করছেন।

05 Mar 2021, 02:19:51 PM IST

চায়ের বিরতি

ইংল্যান্ডের ২০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে ৬২ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ১৫৩ রান তুলেছে। পন্ত ৩৬ ও সুন্দর ১ রানে ব্যাট করছেন। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসের নিরিখে এখনও পিছিয়ে রয়েছে ৫২ রানে। হাতে রয়েছে ৪টি উইকেট।

05 Mar 2021, 02:11:55 PM IST

টিম ইন্ডিয়া ১৫০

ইনিংসের ৬১তম ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করে টিম ইন্ডিয়া।

05 Mar 2021, 02:11:22 PM IST

৬০ ওভারে ভারত ১৪৯/৬

৬০ ওভার শেষে ভারত ৬ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তুলেছে।

05 Mar 2021, 02:01:11 PM IST

অশ্বিন আউট

৫৯তম ওভারের প্রথম বলে জ্যাক লিচ ফিরিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিনকে। ২টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ১৩ রান করে পোপের হাতে ধরা পড়েন অশ্বিন। ভারত ১৪৬ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর। 

05 Mar 2021, 01:45:27 PM IST

৫৫ ওভারে ভারত ১৩৮/৫

৫৫ ওভার শেষে ভারত ৫ উইকেটের বিনিময়ে ১৩৮ রান তুলেছে। পন্ত ২৪ ও অশ্বিন ১১ রানে ব্যাট করছেন।

05 Mar 2021, 01:35:47 PM IST

রিভিউ নিয়ে বেঁচে গেলেন অশ্বিন

৫৪তম ওভারে স্টোকসের দ্বিতীয় বলে কট বিহাইন্ড ঘোষণা করা হয় অশ্বিনকে। তিনি রিভিউ নেন এবং দেখা যায় বল তাঁর কাঁধে লেগেছে। ফলে এযাত্রায় বেঁচে যান রবিচন্দ্রন। 

05 Mar 2021, 01:15:03 PM IST

৫০ ওভারে ভারত ১২১/৫

৫০ ওভার ব্যাট করে ভারত প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১২১ রান তুলেছে। পন্ত ব্যাট করছেন ব্যক্তিগত ২০ রানে।

05 Mar 2021, 01:13:29 PM IST

রোহিত আউট

ব্যক্তিগত অর্ধশতরানের দোরগোড়া থেকে ফিরলেন রোহিত শর্মা। ৫০তম ওভারের শেষ বলে বেন স্টোকস এলবিডব্লিউয়ের ফাঁদে জড়ান হিটম্যানকে। ৭টি বাউন্ডারির সাহায্যে ১৪৪ বলে ৪৯ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় ওপেনার। টিম ইন্ডিয়া ১২১ রানে ৫ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান অশ্বিন।

05 Mar 2021, 12:46:27 PM IST

ভারত ১০০

ইনিংসের ৪৫তম ওভারে ভারত দলগত ১০০ রান পূর্ণ করে। ৪৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১০১ রান। রোহিত ৪৩ ও পন্ত ৬ রানে ব্যাট করছেন।

05 Mar 2021, 12:28:48 PM IST

ভারত ৪০ ওভারে ৮৫/৪

টিম ইন্ডিয়া ৪০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৮৫ রান তুলেছে। রোহিত ৩৩ ও ক্রিজে নবাগত ঋষভ পন্ত শূন্য রানে অপরাজিত রয়েছেন।

05 Mar 2021, 11:36:38 AM IST

লাঞ্চ

রাহানে আউট হওয়া মাত্রই দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। ইংল্যান্ডের ২০৫ রানের জবাবে ভারত ৩৭.৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৮০ রান তুলেছে। রোহিত ব্যাট করছেন ৩২ রান করে। দিনের প্রথম সেশনে ২৫.৫ ওভার ব্যাট করে টিম ইন্ডিয়া ৩টি উইকেট হারিয়ে ৫৬ রান যোগ করেছে।

05 Mar 2021, 11:34:21 AM IST

রাহানে আউট

লাঞ্চের আগে ইংল্যান্ডকে সাফল্য এনে দিলেন অ্যান্ডারসন। সেট হয়ে যাওয়া রাহানেকে সাজঘরে ফেরালেন তিনি। ইনিংসের ৩৮তম ওভারের পঞ্চম বলে স্টোকসের হাতে ধরা দেন অজিঙ্কা। তিনি ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ২৭ রান করে ফিরে যান। ভারত ৮০ রানে ৪ উইকেট হারায়।

05 Mar 2021, 11:21:07 AM IST

টিম ইন্ডিয়া ৩৫ ওভারে ৭০/৩

৩৫ ওভার শেষে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ৭০ রান তুলেছে। রোহিত ৩১ ও রাহানে ১৮ রানে ব্যাট করছেন।

05 Mar 2021, 11:07:05 AM IST

ভারত ৫০

ইনিংসের ৩২তম ওভারে ভারত দলগত ৫০ রান পূ৪ণ করে। ৩২ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৫৫ রান। রোহিত ২৭ ও রাহানে ৭ রানে ব্যাট করছেন।

05 Mar 2021, 11:05:51 AM IST

৩০ ওভারে ভারত ৪৭/৩

৩০ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ৪৭ রান তুলেছে।

05 Mar 2021, 10:40:14 AM IST

কোহলি আউট

বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ায়। ২৭তম ওভারের চতুর্থ বলে বেন স্টোকস আউট করেন বিরাট কোহলিকে। উইকেটকিপার ফোসকেস দস্তানায় ধরা পড়েন তিনি। খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরতে হয় ভারত অধিনায়ককে। ভারত ৪১ রানে ৩ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান রাহানে।

05 Mar 2021, 10:27:32 AM IST

পূজারা আউট

২৪তম ওভারে লিচের শেষ বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন চেতেশ্বর পূজারা। দিনের প্রথম উইকেট হারায় ভারত। ১টি বাউন্ডারির সাহায্যে ৬৬ বলে ১৭ রান করে ক্রিজ ছাড়েন চেতেশ্বর। ভারত দলগত ৪০ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কোহলি।

05 Mar 2021, 10:07:21 AM IST

২০ ওভারে ভারত ৩৪/১

২০ ওভার শেষে ভারত প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৩৪ রান তুলেছে। রোহিত শর্মা ১৭ ও পূজারা ১৫ রানে ব্যাট করছেন।

05 Mar 2021, 09:45:15 AM IST

১৫ ওভারে ভারত ২৭/১

১৫ ওভার শেষে ভারত প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ২৭ রান তুলেছে। রোহিত ১১ ও পূজারা ১৫ রানে ব্যাট করছেন।

05 Mar 2021, 09:33:25 AM IST

দ্বিতীয় দিনের খেলা শুরু

প্রথম ইনিংসে ইংল্যান্ডকে টপকে যাওয়ার লক্ষ্য নিয়েই দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রোহিত ও পূজারা ব্যাটিং শুরু করেন। ব্রিটিশদের হয়ে বোলিং শুরু করেন অ্যান্ডারসন।

05 Mar 2021, 09:33:25 AM IST

প্রথম দিনের স্কোর

মোতেরায় চতুর্থ টেস্টের প্রথম দিনের শেষে ইংল্যান্ডের ২০৫ রানের জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে ১২ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ২৪ রান তোলে। রোহিত ৮ ও পূজারা ১৫ রানে ব্যাট করছিলেন। ইংল্যান্ডের থেকে ১৮১ রানে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ জীবনে এসেছে ছোট্ট প্রাণ, 'আর তাই সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি', জানালেন পিয়া 'অস্ত্র রেখেছিলাম আমি আর শুভেন্দু, লুকিয়ে দেখছিল কুণাল' আর কী বললেন সুকান্ত? শাহজাহানের ডেরায় পুলিশের রিভলভার, বিদেশি অস্ত্রও! TMC-কে জঙ্গিগোষ্ঠী ঘোষণার দাবি IPL 2024: ২৫০-এর উপর রান করে RCB-এর নজির স্পর্শ করল KKR,এক ধাপ উপরে থেকে গেল SRH

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.