
India vs England: পন্তের সেঞ্চুরি, দ্বিতীয় দিনের শেষে বড় রানের লিডের পথে ভারত
Updated: 05 Mar 2021, 05:12 PM IST- প্রথম ইনিংসে ইংল্যান্ড অল-আউট হয় ২০৫ রান।
ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ভারত এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। এই অবস্থায় শেষ টেস্টে না হারলেই সিরিজের দখল নেবে টিম ইন্ডিয়া। হারলেও সিরিজ খোয়াতে হবে না বটে, তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট হাতছাড়া হবে। আমবাদাবের চতুর্থ টেস্টে ভারত জিতলে বা ড্র করলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন কোহলিরা।
ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসন ৩টি, স্টোকস ২টি ও লিচ ২টি উইকেট দখল করেন।
প্রথম ইনিংসে ভারতের হয়ে গিল ০, রোহিত ৪৯, পূজারা ১৭, কোহলি ০, রাহানে ২৭, পন্ত ১০১, অশ্বিন ১৩, সুন্দর অপরাজিত ৬০ ও অক্ষর অপরাজিত ১১ রান করেন।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে ৯৪ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৯৪ রান তুলেছে। ওয়াশিংটন সুন্দর ৬০ ও অক্ষর প্যাটেল ১১ রানে ব্যাট করছেন। ভারত প্রথম ইনিংসের নিরিখে আপাতত ৮৯ রানে এগিয়ে রয়েছে।
৯০ ওভার শেষে ভারত ৭ উইকেটের বিনিময়ে ২৯০ রান তুলেছে। সুন্দর ৫৭ ও অক্ষর ১০ রানে ব্যাট করছেন। ভারতের হাতে লিড ৮৫ রানের।
কেরিয়ারের চার নম্বর টেস্টে মাঠে নেমে তৃতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন ওয়াশিংটন সুন্দর। ৭টি বাউন্ডারির সাহায্যে ৯৬ বলে ৫০ রান করেন সুন্দর।
ব্যক্তিগত শতরানে পৌঁছনোর পরেই আউট হয়ে বসেন পন্ত। ৮৫তম ওভারে অ্যান্ডারসনের প্রথম বলে রুটের হাতে ধরা পড়েন ঋষভ। ফিরে যাওয়ার আগে তিনি ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৮ বলে ১০১ রান করেন। ভারত দলগত ২৫৯ রানের মাথায় ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান অক্ষর প্যাটেল। ভারতের হাতে লিড ৫৪ রানের।
৮৪তম ওভারে জো রুটের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ঋষফ পন্ত। ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৫ বলে তিন অঙ্কের রানে পৌঁছে যান ঋষভ। টেস্টে পন্তের এটি তৃতীয় শতরান।
ইনিংসের ৮৩তম ওভারে দলগত ২৫০ রান পূর্ণ করে টিম ইন্ডিয়া।
৮০ ওভার শেষে ভারত প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ২২৩ রান তুলেছে। পন্ত ৭৫ ও সুন্দর ৩০ রানে ব্যাট করছেন।
ইনিংসের ৭৮তম ওভারে ইংল্যান্ডের ২০৫ রানকে টপকে যায় ভারত। ৭৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৬ উইকেটে ২০৯ রান। পন্ত ৬৬ ও সুন্দর ২৫ রানে ব্যাট করছেন। ভারতের লিড ৪ রানের।
৫০ রানের পার্টনারশিপ গড়েন ঋষভ পন্ত ও ওয়াশিংটন সুন্দর। দু'দল মিলিয়ে ম্যাচে প্রথম ৫০ রানের পার্টনারশিপ এটা। ইনিংসের ৭৫তম ওভারের চতুর্থ বলে ১ রান নিয়ে সুন্দর পন্তের সঙ্গে জুটিতে ৫০ রান পূর্ণ করেন। ৭৫ ওভার শেষে ভারত ৬ উইকেটে ১৯৬ রান তুলেছে। আপাতত ইংল্যান্ডের থেকে ৯ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। পন্ত ৫৫ ও সুন্দর ২৪ রানে ব্যাট করছেন।
ইনিংসের ৭২তম ওভারে ব্যাক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ঋষভ পন্ত। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮২ বলে ব্যাক্তগত অর্ধশতরান পূর্ণ করেন টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান।
৭০ ওভার শেষে টিম ইন্ডিয়া ৬ উইকেটের বিনিময়ে ১৮১ রান তুলেছে। ঋষভ পন্ত ৪৯ ও ওয়াশিংটন সুন্দর ১৫ রানে ব্যাট করছেন।
৬৫ ওভার শেষে ভারত প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তুলেছে। পন্ত ৪৩ ও সুন্দর ৭ রানে ব্যাট করছেন।
ইংল্যান্ডের ২০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে ৬২ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ১৫৩ রান তুলেছে। পন্ত ৩৬ ও সুন্দর ১ রানে ব্যাট করছেন। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসের নিরিখে এখনও পিছিয়ে রয়েছে ৫২ রানে। হাতে রয়েছে ৪টি উইকেট।
ইনিংসের ৬১তম ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করে টিম ইন্ডিয়া।
৬০ ওভার শেষে ভারত ৬ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তুলেছে।
৫৯তম ওভারের প্রথম বলে জ্যাক লিচ ফিরিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিনকে। ২টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ১৩ রান করে পোপের হাতে ধরা পড়েন অশ্বিন। ভারত ১৪৬ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর।
৫৫ ওভার শেষে ভারত ৫ উইকেটের বিনিময়ে ১৩৮ রান তুলেছে। পন্ত ২৪ ও অশ্বিন ১১ রানে ব্যাট করছেন।
৫৪তম ওভারে স্টোকসের দ্বিতীয় বলে কট বিহাইন্ড ঘোষণা করা হয় অশ্বিনকে। তিনি রিভিউ নেন এবং দেখা যায় বল তাঁর কাঁধে লেগেছে। ফলে এযাত্রায় বেঁচে যান রবিচন্দ্রন।
৫০ ওভার ব্যাট করে ভারত প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১২১ রান তুলেছে। পন্ত ব্যাট করছেন ব্যক্তিগত ২০ রানে।
ব্যক্তিগত অর্ধশতরানের দোরগোড়া থেকে ফিরলেন রোহিত শর্মা। ৫০তম ওভারের শেষ বলে বেন স্টোকস এলবিডব্লিউয়ের ফাঁদে জড়ান হিটম্যানকে। ৭টি বাউন্ডারির সাহায্যে ১৪৪ বলে ৪৯ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় ওপেনার। টিম ইন্ডিয়া ১২১ রানে ৫ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান অশ্বিন।
ইনিংসের ৪৫তম ওভারে ভারত দলগত ১০০ রান পূর্ণ করে। ৪৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১০১ রান। রোহিত ৪৩ ও পন্ত ৬ রানে ব্যাট করছেন।
টিম ইন্ডিয়া ৪০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৮৫ রান তুলেছে। রোহিত ৩৩ ও ক্রিজে নবাগত ঋষভ পন্ত শূন্য রানে অপরাজিত রয়েছেন।
রাহানে আউট হওয়া মাত্রই দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। ইংল্যান্ডের ২০৫ রানের জবাবে ভারত ৩৭.৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৮০ রান তুলেছে। রোহিত ব্যাট করছেন ৩২ রান করে। দিনের প্রথম সেশনে ২৫.৫ ওভার ব্যাট করে টিম ইন্ডিয়া ৩টি উইকেট হারিয়ে ৫৬ রান যোগ করেছে।
লাঞ্চের আগে ইংল্যান্ডকে সাফল্য এনে দিলেন অ্যান্ডারসন। সেট হয়ে যাওয়া রাহানেকে সাজঘরে ফেরালেন তিনি। ইনিংসের ৩৮তম ওভারের পঞ্চম বলে স্টোকসের হাতে ধরা দেন অজিঙ্কা। তিনি ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ২৭ রান করে ফিরে যান। ভারত ৮০ রানে ৪ উইকেট হারায়।
৩৫ ওভার শেষে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ৭০ রান তুলেছে। রোহিত ৩১ ও রাহানে ১৮ রানে ব্যাট করছেন।
ইনিংসের ৩২তম ওভারে ভারত দলগত ৫০ রান পূ৪ণ করে। ৩২ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৫৫ রান। রোহিত ২৭ ও রাহানে ৭ রানে ব্যাট করছেন।
৩০ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ৪৭ রান তুলেছে।
বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ায়। ২৭তম ওভারের চতুর্থ বলে বেন স্টোকস আউট করেন বিরাট কোহলিকে। উইকেটকিপার ফোসকেস দস্তানায় ধরা পড়েন তিনি। খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরতে হয় ভারত অধিনায়ককে। ভারত ৪১ রানে ৩ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান রাহানে।
২৪তম ওভারে লিচের শেষ বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন চেতেশ্বর পূজারা। দিনের প্রথম উইকেট হারায় ভারত। ১টি বাউন্ডারির সাহায্যে ৬৬ বলে ১৭ রান করে ক্রিজ ছাড়েন চেতেশ্বর। ভারত দলগত ৪০ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কোহলি।
২০ ওভার শেষে ভারত প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৩৪ রান তুলেছে। রোহিত শর্মা ১৭ ও পূজারা ১৫ রানে ব্যাট করছেন।
১৫ ওভার শেষে ভারত প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ২৭ রান তুলেছে। রোহিত ১১ ও পূজারা ১৫ রানে ব্যাট করছেন।
প্রথম ইনিংসে ইংল্যান্ডকে টপকে যাওয়ার লক্ষ্য নিয়েই দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রোহিত ও পূজারা ব্যাটিং শুরু করেন। ব্রিটিশদের হয়ে বোলিং শুরু করেন অ্যান্ডারসন।
মোতেরায় চতুর্থ টেস্টের প্রথম দিনের শেষে ইংল্যান্ডের ২০৫ রানের জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে ১২ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ২৪ রান তোলে। রোহিত ৮ ও পূজারা ১৫ রানে ব্যাট করছিলেন। ইংল্যান্ডের থেকে ১৮১ রানে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া।