বাংলা নিউজ > ময়দান > ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৫০তম টেস্টে গাভাসকর যে রেকর্ড গড়েন, ১০০তম টেস্টে হুবহু সেই নজির গড়লেন কোহলি- চমকে দেওয়া মিল

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৫০তম টেস্টে গাভাসকর যে রেকর্ড গড়েন, ১০০তম টেস্টে হুবহু সেই নজির গড়লেন কোহলি- চমকে দেওয়া মিল

বিরাট কোহলি ও সুনীল গাভাসকর। ছবি- টুইটার/গেটি।

India vs West Indies 100th Test: অবাক করা মিল চোখে পড়ল সুনীল গাভাসকর ও বিরাট কোহলির মধ্যে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৫০তম টেস্টে সুনীল গাভারকর যেরকম পারফর্ম্যান্স উপহার দেন এবং যে দুর্দান্ত রেকর্ড গড়েন, দু'দেশের ১০০তম টেস্টে বিরাট কোহলি ঠিক সেই রকম পারফর্ম্যান্স উপহার দিয়ে সেই একই নজির গড়লেন।

১৯৮৩ সাল ভারতীয় ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকবে প্রথমবার বিশ্বকাপ জয়ের জন্য। তবে ক্রিকেটপ্রেমীদের এটা মনে রাখা মুশকিল যে, সেই বছরেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ উভয় দল নিজেদের মধ্যে ৫০তম টেস্ট ম্যাচে মাঠে নামে।

১৯৪৮ সালে দিল্লিতে প্রথমবার টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ৩৫ বছর পরে সেই দিল্লিতেই দু'দল ৫০তম টেস্টে সম্মুখমরে নামে। এবার ৭৫ বছর পরে পোর্ট অফ স্পেনে দু'দল খেলতে নামে নিজেদের মধ্যে ১০০তম টেস্ট।

উল্লেখযোগ্য বিষয় হল, ভারত-ওয়েস্ট ইন্ডিজের ৫০ ও ১০০তম টেস্ট ম্যাচের মধ্যে অদ্ভুত একটা মিল চোখে পড়ে। ৫০তম ম্য়াচে সুনীল গাভাসকর যে কৃতিত্ব অর্জন করেন, ১০০তম ম্যাচে বিরাট কোহলি হুবহু তার পুনরাবৃত্তি ঘটান।

ভারত-ওয়েস্ট ইন্ডিজের ৫০তম টেস্ট: ১৯৮৩ সালে দিল্লির সেই ম্যাচে সুনীল গাভাসকর কেরিয়ারের ২৯তম টেস্ট সেঞ্চুরি করে ডন ব্র্যাডম্যানের নজির ছুঁয়ে ফেলেন। সেই টেস্টের প্রথম ইনিংসে সুনীল গাভাসকর ১২১ রান করে আউট হন।

আরও পড়ুন:- Emerging Asia cup 2023: নিকিন অবিশ্বাস্য ক্যাচ ধরলেও ক্রিজে দাঁড়িয়ে রানার সঙ্গে ঝামেলায় জড়ালেন সৌম্য সরকার- ভিডিয়ো

ভারত-ওয়েস্ট ইন্ডিজের ১০০তম টেস্ট: এবার ত্রিনিদাদের চলতি ম্য়াচে বিরাট কোহলি কেরিয়ারের ২৯তম টেস্ট সেঞ্চুরি করে স্যার ডন ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেলেন। কাকতলীয় বিষয় হল, কোহলি এই টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত ১২১ রানে আউট হন।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ মাইলস্টোন টেস্টে সর্বদাই উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটে। দু'দেশের মধ্যে ২৫তম টেস্ট খেলা হয়েছিল পোর্ট অফ স্পেনে। ১৯৭১ সালের সেই টেস্টে ভারত জয় তুলে নেয়। সেটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট জয়।

Emerging Asia Cup 2023: বাংলাদেশের লম্ফঝম্পই সার, যশ-নিশান্তের যুগলবন্দিতে এমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারত

২০০২ সালে কিংস্টোনে দু'দেশ নিজেদের মধ্যে ৭৫তম টেস্ট ম্যাচে মাঠে নামে। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পরাজিত করে ভারতকে। সেটিই ছিল ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের শেষবার টেস্ট জয়। তার পর থেকে এখনও পর্যন্ত ২১ বছরে এই নিয়ে মোট ২৫টি টেস্ট খেলছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। চলতি টেস্ট বাদ দিলে ২৪টি ম্যাচে ভারত অপরাজিত রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ একটিও ম্যাচে হারাতে পারেনি টিম ইন্ডিয়াকে।

২০০২ সালের পর থেকে টানা ৮টি টেস্ট সিরিজে ভারত হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। নবম সিরিজেও ওয়েস্ট ইন্ডিজ ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এখন দেখার যে, দু'দেশের ১০০তম টেস্ট ম্যাচে জয় তুলে নেয় কারা। ভারত জিতলে ২-০ ব্যবধানে সিরিজের দখল নেবে। ওয়েস্ট ইন্ডিজ জিতলে সিরিজ ১-১ ড্র হবে। ম্যাচটি ড্র হলে ভারত ১-০ ব্যবধানে সিরিজ পকেটে পুরবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বাংলাদেশেই অভিষেক হয়েছিল, সেই দেশে খেলতে এসেই T20 থেকে অবসর নিলেন শন উইলিয়ামস ২২০২৪ সালেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড-বাংলাদেশ তোয়ালে মোড়ানো একরত্তি, জন্মের পর কেমন দেখতে ছিল দেবী? প্রকাশ্যে আনলেন বিপাশা বাড়িতে বজরংবলীর মূর্তি কোনদিকে রাখা শুভ! রইল বাস্তুটিপস মেষে বুধের গমন ৩ রাশিকে কাজে দেবে অগ্রগতি, সমস্ত প্রচেষ্টা হবে সফল T20 বিশ্বকাপে রোহিতদের প্র্যাক্টিস জার্সিতে থাকছে CSK-র ছোঁয়া, হলুদে মজল BCCI সপরিবারে গিয়েছিলেন ভোট দিতে, Ex বায়ুসেনা প্রধান ভোটার লিস্টে কী দেখতে পেলেন? একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক সঞ্জয়ের,স্বামীর পরকীয়া নিয়ে মাহীপ বললেন 'ও চায়…' পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভের আগুন! পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, ক্ষোভ কী নিয়ে? প্রীতির প্রাক্তনকে বিয়ে! 'প্রেমিক ছিনতাইবাজ' তকমা নিয়ে সুচিত্রা বললেন, ‘আমার…’

Latest IPL News

IPL 2024: কোহলির সঙ্গে কোথায় মন কষাকষি? দিব্যি হাসিমুখে হাত মেলালেন সৌরভ- ভিডিয়ো বৃষ্টিতে যথা সময়ে শুরু হয়নি ম্যাচ, খেলা ভেস্তে গেলেই বিরাট ক্ষতি শুভমন গিলদের দল হারল কী জিতল, তুমি তো ৪০০ কোটি আয় করছ! লোকেশের পাশে থেকে গোয়েঙ্কাকে তোপ বীরুর সূর্যকুমার যাদবকে নিয়ে এখনও আফসোস করেন KKR এর প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীর ও কিন্তু সোজা দৌড়তে গিয়ে উইকেট আড়াল করেনি… জাদেজার পাশে দাঁড়ালেন CSK কোচ এখনও সিএসকে-র সদস্য রায়না, হাতে র‍্যাকেট তুলে দিয়ে বোঝালেন ধোনি, মুগ্ধ নেটপাড়া দুর্ভাগ্যজনক ভাবে ম্যাকগার্ক রানআউট হতেই,উন্মত্ত সেলিব্রেশনে মাতলেন কোহলি-ভিডিয়ো IPL প্লে-অফে একইসঙ্গে উঠতে পারে CSK ও RCB! কোন অঙ্কে ধোনি ও বিরাটের হাসি ফুটবে? T20 WC-এর দলে জায়গা পাওয়ার আশা হয়তো ম্যাকগার্ক নিজেও করেনি- দাবি পন্টিংয়ের IPL-এর পরেই কাউন্টি খেলতে যাবেন পৃথ্বী শ', ফিরছেন পুরনো দল নর্দাম্পটনশায়ারেই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.