
রশিদ খানের 'স্ত্রী' অনুষ্কার পরে এবার শুভমন গিলের 'স্ত্রী' সারা তেন্ডুলকর
১ মিনিটে পড়ুন . Updated: 16 Oct 2020, 09:21 AM ISTএই মুহূর্তে সারা ও শুভমনকে নিয়ে চলছে জল্পনা।
এই মুহূর্তে সারা ও শুভমনকে নিয়ে চলছে জল্পনা।
গুগল কি বারবার ভুল করছে! নাকি এটা ইচ্ছাকৃত কোন কাজ ? কিছুদিন আগেই ভারত অধিনায়ক বিরাট কোহলির স্ত্রীকে আফগানিস্তান ক্রিকেটার রশিদ খানের স্ত্রী হিসেবে অনুষ্কা শর্মা দেখাচ্ছিল। এবার সেই ভুল আবার রিপিট করল গুগল।
কেকেআরের ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে ভারতীয় ক্রিকেটের লেজেন্ড সচিন তেন্ডুলকরের মেয়ে সারার নাম বেশ কিছুদিন আগেই জড়িয়েছিল। সারার ইনস্টা হ্যান্ডেল থেকে কিছুদিন আগেই তিনি গিলের এক অসাধারণ ফিল্ডিংয়ের ভিডিও পোস্ট করেছিলেন।এবার সেই সারার নাম শুভমন স্ত্রীর নাম হিসেবে দেখাল গুগল। ফলে ফের উত্তাল নেট জগৎ।
প্রসঙ্গত গিল বর্তমানে আরবে কেকেআরের হয়ে আইপিএলে খেলায় ব্যস্ত। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও গিল । সারা ও শুভমনকে নিয়ে বেশ উত্তাল নেট দুনিয়া। একাধিক সংবাদমাধ্যম এই বিষয়ে খবর করেছে। ফলে শুভমন এবং সারা দুজনেই রয়েছেন খবরের শিরোনামে। অনেকে তাদের রিলেনশিপ স্ট্যাটাস জানতেও গুগল করছেন। আর সেই কারণেই হয়তো গুগল সার্চে এমন ফলাফল আসছে।