এ মরশুমের আইপিএলের প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। তার আগে অনুশীলনে নেমে পড়েছে দুই দলই। অনুশীলনে সিএসকে তারকাদের জমিয়ে ফুটবল খেলতে দেখা গিয়েছে। দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ফুটবলপ্রীতি সম্পর্কে সকলেই অবগত। এই নিয়েই তরুণ সতীর্থের ‘লেগ পুল’ করার সুযোগ হাতছাড়া করলেন না ধোনি।
ঘটনাটি ঘটে ইন্ডিয়া সিমেন্টস, সিএসকের প্রধান কর্ণধার কোম্পানির আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে। দলের নতুন সদস্য, বিশ্বকাপজয়ী রাজবর্ধন হাঙ্গার্গেকরকে ধোনির থেকে কী পরামর্শ পেয়েছেন জিজ্ঞাসা করা হয়। ওই একই আলোচনাসভায় ধোনি ও শিবম দুবেও উপস্থিত ছিলেন। হাঙ্গার্গেকর কিছু বলবেন, তার আগেই ধোনি সত্ত্বর এই প্রশ্নের জবাব নিজেই দিয়ে দেন। তিনি রসিকতা করে বলেন, ‘ওকে সবার আগে ওর ফুটবল দক্ষতা আরও উন্নত করার পরামর্শ দেওয়া হয়েছে।’
উপস্থিত সকলেই ধোনির জবাবে হেসে উঠেন। পরে অবশ্য তরুণ তুর্কী নিজের কথার বলার সুযোগ পান। উক্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনুশীলনের প্রথম দিনই এমএস ভাইয়া (ধোনি) আমাকে স্পষ্ট জানিয়ে দেন এতদিন যা করে এসেছি, তাই যেন চালিয়ে যাই। বাড়তি কোনও কিছু করার প্রয়োজন নেই। এই পরামর্শটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল যে আমি এখনও অবধি যা করে এসেছি, তাই চালিয়ে যাওয়ার স্বাধীনতা আমি এখানেও পাব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।