মনোজ তিওয়ারি-ঋদ্ধিমান সাহাদের কোচ ৬৬ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আগামী ২ মে বিয়ে করতে চলেছেন বাংলার কোচ অরুণ লাল। পাত্রী ৩৭ বছর বয়সী বুলবুল সাহা। কলকাতাতেই হবে বিয়ের অনুষ্ঠান। দুই পরিবারের ঘনিষ্ঠ লোকজন, বাংলা ক্রিকেট দলের সদস্যরা এবং সিএবি কর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রথম স্ত্রী থাকতেও দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন অরুণ লাল। প্রাক্তন এই ভারতীয় ক্রিকেট তারকার দ্বিতীয় স্ত্রী হলেন অরুণ লালের দীর্ঘদিনের বান্ধবী। সূত্রের খবর, মাসখানেক আগে অরুণ লাল এবং বুলবুলের মধ্যে এনগেজমেন্ট হয়ে গিয়েছে। এবার সামাজিক বিয়ের পালা। দীর্ঘদিন ধরেই বুলবুলের সঙ্গে সম্পর্কে রয়েছেন প্রাক্তন ভারতীয় এই ক্রিকেট তারকা।
শোনা যাচ্ছে ঘনিষ্ঠ মহলের দাবি, প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন অরুণ লাল। প্রথম স্ত্রীর সঙ্গে অরুণ লালের বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে তাঁরা একসঙ্গেই থাকেন। তাদের মধ্যে নাকি যথেষ্ট সুসম্পর্ক। আসলে অরুণ লালের প্রথম স্ত্রী রীনা অসুস্থ। তাঁর অসুস্থতার কথা জানেন অরুণ লালের দ্বিতীয় স্ত্রী বুলবুল। তিনি বেশ কয়েকবার তাঁকে নাকি তাদের বাড়িতে দেখতেও গিয়েছেন।

কলকাতা থেকেই নিজের জীবনের সবকিছু পেয়েছেন দিল্লির ছেলে অরুণ লালা। প্রথম থেকেই ময়দান অরুণ লালের মানসিক লড়াইয়ের ভক্ত। এই কলকাতাতেই ভালোবেসে বিয়ে করেছিলেন রীনা দেবীকে। খেলোয়াড় জীবনের পরে ধারাভাষ্যের সঙ্গে যুক্ত হয়েছিলেন। অরুণ লালের ধারাভাষ্যও সব সময় প্রশংসা কুড়িয়েছে। ২০১৬ সালে চোয়ালের ক্যান্সারে আক্রান্ত হন। কিন্তু অরুণ লাল হার মানেননি। সুস্থ হয়ে ফিরে এসে কোচিং জীবন শুরু করেন। বাংলা ক্রিকেট দলের দায়িত্ব নেন তিনি। এ দিকে তাঁর প্রথম স্ত্রী রীনা দেবীও অসুস্থ। শোনা যাচ্ছে অরুণ লালের প্রথম স্ত্রী রীনা দেবীর শুশ্রুষার দায়িত্ব নিচ্ছেন অরুণ লালের দ্বিতীয় স্ত্রী বুলবুল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।