কলকাতার হয়ে হাফ-সেঞ্চুরি করেন দুই ওপেনার বেঙ্কটেশ আইয়ার ও শুভমন গিল।
দুবাইয়ে আইপিএল ২০২১-এর ফাইনালে তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয় জোড়া খেতাবজয়ী কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই এই নিয়ে মোট ৯ বার ফাইনাল খেলে। কলকাতা ফাইনালে ওঠে এই নিয়ে ৩ বার। শেষমেশ কেকেআরকে হারিয়ে নিজেদের চতুর্থ আইপিএল খেতাব জেতে চেন্নাই।
15 Oct 2021, 11:43:16 PM IST
চতুর্থ আইপিএল খেতাব চেন্নাইয়ের
২০১০, ২০১১ ও ২০১৮-র পর এবার আইপিএল খেতাব জেতে চেন্নাই। ৯ নম্বর ফাইনাল খেলে সিএসকে এই নিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন হয়।
কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে পরাজিত করে আইপিএল ২০২১-এর খেতাব জিতল চেন্নাই সুপার কিংস। সিএসকের ৩ উইকেটে ১৯২ রানের জবাবে কলকাতা আটকে যায় ৯ উইকেটে ১৬৫ রানে। শেষ ওভারে ব্র্যাভোর পঞ্চম বলে আউট হন শিবম মাভি। তিনি ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২০ রান করেন। ১১ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন ফার্গুসন।
15 Oct 2021, 11:25:24 PM IST
১০ বলের ওভার শার্দুলের
১৯তম ওভারে ১০টি বল করেন শার্দুল। ৩টি ওয়াইড বল ছাড়াও ১টি নো বল করেন তিনি। ওভারে মোট ১৭ রান ওঠে। ১টি ছক্কা মারেন ফার্গুসন। জয়ের জন্য শেষ ওভারে কলকাতার দরকার ৩১ রান।
15 Oct 2021, 11:18:37 PM IST
২ ওভারে দরকার ৪৮ রান।
ব্র্যাভোর বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন শিবম মাভি। ১৮তম ওভারে ওঠে ১৮ রান। কলকাতা ১৪৫/৮। জয়ের জন্য ২ ওভারে দরকার ৪৮ রান। কেকেআরের হার কেবল সময়ের অপেক্ষা মনে হচ্ছে।
15 Oct 2021, 11:10:12 PM IST
মর্গ্যান আউট
১৬.৩ ওভারে হ্যাজেলউডের বলে আউট মর্গ্যান। ৮ বলে ৪ রান করে চাহারের হাতে ধরা পড়েন নাইট অধিনায়ক। কলকাতা ১২৫ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শিবম মাভি। ১৭ ওভারে কলকাতা ১২৭/৮।
15 Oct 2021, 11:05:49 PM IST
ত্রিপাঠী আউট
১৫.৪ ওভারে শর্দুলের বলে মইন আলির হাতে ধরা পড়েন রাহুল ত্রিপাঠী। ৩ বলে ২ রান করেন তিনি। কলকাতা ১২৩ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান লকি ফার্গুসন। ১৬ ওভারে কেকেআর ১২৫/৭। জয়ের জন্য ৪ ওভারে দরকার ৬৮ রান।
15 Oct 2021, 10:59:40 PM IST
শাকিবকে ফেরালেন জাদেজা
কার্তিকের পর একই ওভারে শাকিবের উইকেটও তুলে নেন জাদেজা। ১ বল খেলে কোনও রান করার আগেই এলবিডব্লিউ হন শাকিব। কলকাতা ১২০ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠী।
15 Oct 2021, 10:54:33 PM IST
জাদেজা তুলে নিলেন কার্তিকের উইকেট
১৪.৫ ওভারে জাদেজা তুলে নিলেন কার্তিকের উইকেট। ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ৯ রান করে আম্বাতির হাতে ধরা পড়েন কার্তিক। কলকাতা ১১৯ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শাকিব।
15 Oct 2021, 10:47:56 PM IST
গিলকে ফেরালেন চাহার
১৩.২ ওভারে গিলকে ফেরালেন চাহার। ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ৫১ রান করে এলবিডব্লিউ হন গিল। কলকাতা ১০৮ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান দীনেশ কার্তিক। তিনি ক্রিজে এসেই ছক্কা হাঁকান। ১৪ ওভারে কেকেআর ১১৭/৪। ৬ ওভারে দরকার ৭৬ রান।
15 Oct 2021, 10:45:22 PM IST
হাফ-সেঞ্চুরি গিলের
৬টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন গিল। ১৩ ওভারে কলকাতা ১০৮/৩।
15 Oct 2021, 10:39:07 PM IST
নারিনকে ফেরালেন হ্যাজেলউড
১১.৩ ওভারে নারিনকে ফেরালেন হ্যাজেলউড। ২ বলে ২ রান করে জাদেজার হাতে ধরা পড়েন তিনি। কলকাতা ৯৭ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান। ১২ ওভারে কেকেআর ৯৯/৩। গিল ৪২ রানে ব্যাট করছেন।
15 Oct 2021, 10:33:47 PM IST
রানাকে ফেরালেন ঠাকুর
আইয়ারকে আউট করার পর একই ওভারের শেষ ভলে সদ্য ক্রিজে আসা রানার উইকেটও তুলে নিলেন শার্দুল ঠাকুর। ১ বল খেলে খাতা খোলার আগেই ডু'প্লেসির হাতে ধরা পড়ে যান রানা। কলকাতা ৯৩ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সুনীল নারিন।
15 Oct 2021, 10:31:25 PM IST
আইয়ারকে ফেরালেন শার্দুল
১০.৪ ওভারে হাফ-সেঞ্চুরি করা আইয়ারকে ফেরালেন শার্দুল ঠাকুর। ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫০ রান করে জাদেজার হাতে ধরা পড়েন বেঙ্কটেশ। কলকাতা ৯১ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নীতিশ রানা।
15 Oct 2021, 10:20:17 PM IST
হাফ-সেঞ্চুরি আইয়ারের
৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন আইয়ার। ৯.৩ ওভারে গিল রায়াড়়ুর হাতে ধরা পড়লেও বল স্পাইডার ক্যামে লাগায় ডেড-বল হয়। ফলে বেঁচে যান গিল। সেই ওভারেই জাদেজাকে ২টি চার মারেন গিল। ১০ ওভার শেষে কলকাতা ৮৮/০। বেঙ্কটেশ ৫০ ও গিল ৩৬ রানে ব্যাট করছেন।
15 Oct 2021, 10:18:27 PM IST
৯ ওভারে কলকাতা ৭২/০
৯ ওভার শেষে কলকাতা ৭২/০। বেঙ্কটেশ আইয়ার ২৯ বলে ৪৩ রান করে অপরাজিত রয়েছেন। ২৫ বলে ২৭ রান করেছেন গিল।
15 Oct 2021, 10:14:30 PM IST
৮ ওভারে কলকাতা ৬৮/০
৮ ওভার শেষে কলকাতা ৬৮/০। বেঙ্কটেশ আইয়ার ২৫ বলে ৪১ রান করে অপরাজিত রয়েছেন। ২৩ বলে ২৫ রান করেছেন গিল।
15 Oct 2021, 10:03:35 PM IST
পাওয়ার প্লে-র ৬ ওভারে কলকাতা ৫৫/০
পাওয়ার প্লে-র ৬ ওভারে কলকাতা ৫৫/০। বেঙ্কটেশ ১৮ বলে ৩১ রান করেছেন। গিল ১৮ বলে্ ২২ রানে ব্যাট করছেন।
15 Oct 2021, 09:57:34 PM IST
কলকাতা ৫ ওভারে ৪৭/০
কলকাতা ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪৭ রান তুলেছে। বেঙ্কটেশ আইয়ার ১৫ বলে ২৯ রান করে অপরাজিত রয়েছেন। গিল ১৫ বলে ১৬ রান করে ব্যাট করছেন।
15 Oct 2021, 09:47:06 PM IST
চাহারকে জোড়া বাউন্ডারি মারেন আইয়ার
তৃতীয় ওভারে চাহারকে জোড়া বাউন্ডারি মারেন আইয়ার। ওভারে মোট ৯ রান ওঠে। ৩ ওভার শেষে কলকাতা ২৪/০। বেঙ্কটেশ ১৫ রানে ব্যাট করছেন।গিল অপরাজিত রয়েছেন ৮ রানে।
15 Oct 2021, 09:43:11 PM IST
কলকাতা ২ ওভারে ১৫/০
কলকাতা নাইট রাইডার্স ২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৫ রান তুলেছে। হ্যাজেলউডের বলে ১টি ছক্কা মারেন আইয়ার। তৃতীয় বলে বেঙ্কটেশের ক্যাচ মিস করেন ধোনি। ওভারে মোট ৯ রান ওঠে। দুই কেকেআর ওপেনারও ব্যক্তিগত ৭ রানে অপরাজিত রয়েছেন।
15 Oct 2021, 09:34:20 PM IST
কলকাতার রান তাড়া করা শুরু
কেকেআরের হয়ে যথারীতি ওপেন করতে নামেন বেঙ্কটেশ আইয়ার ও শুভমন গিল। চেন্নাইয়ের হয়ে বোলিং শুরু করেন দীপক চাহার। শুরুতেই ওয়াইড বল করেন দীপক। প্রথন বলেই বাউন্ডারি মারেন গিল। প্রথম ওভারে ৬ রান ওঠে। কোনও উইকেট হারায়নি কেকেআর।
15 Oct 2021, 09:27:48 PM IST
অল্পের জন্য অরেঞ্জ ক্যাপ হাতছাড়া ডু'প্লেসির
মাত্র ২ রানের জন্য অরেঞ্জ ক্যাপ হাতছাড়া করলেন ডু'প্লেসি। ৬৩৫ রান করা রুতুরাজের মাথায় রয়েছে কমলা টুপি। ডু'প্লেসি টুর্নামেন্ট শেষ করেন ৬৩৩ রান করে।
15 Oct 2021, 09:21:52 PM IST
চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ১৯২/৩
চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯২ রান তুলেছে। মইন আলি ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২০ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। জয়ের জন্য কলকাতার দরকার ১৯৩। মাভি ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ১ উইকেট নেন।
ইনিংসের শেষ বলে আউট হলেন ডু'প্লেসি। ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৯ বলে ৮৬ রান করে ক্রিজ ছাড়েন ফ্যাফ। শিবম মাভির বলে বেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়েন ডু'প্লেসি।
15 Oct 2021, 09:09:56 PM IST
১৯ ওভারে চেন্নাই ১৮৫/২
১৯ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ২ উইকেটে ১৮৫ রান তুলেছে। বরুণের ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন মইন। ওভারে ১৩ রান ওঠে। ডু'প্লেসি ৮১ ও মইন ৩৫ রানে ব্যাট করছেন। বরুণ ৪ ওভারে ৩৮ রান খরচ করেন। কোনও উইকেট পাননি।
15 Oct 2021, 09:05:34 PM IST
ফার্গুসনের ওভারে ১৯ রান ওঠে
১৮তম ওভারে ফার্গুসন ১৯ রান খরচ করেন। ১টি চার মারেন মইন। ১টি চার ও ১টি ছয় মারেন ডু'প্লেসি। ১৮ ওভারে চেন্নাই ১৭২/২। ডু'প্লেসি ৮০ ও মইন ২৩ রানে ব্যাট করছেন। ফার্গুসন ৪ ওভারে ৫৬ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি।
15 Oct 2021, 09:01:15 PM IST
চেন্নাইকে ১৫০ রান পার করালেন মইন
১৬.৬ ওভারে শিবম মাভিকে ছক্কা হাঁকিয়ে চেন্নাইকে ১৫০ রান পার করালেন মইন আলি। ওভারের প্রথম বলে আরও একটি ছক্কা মারেন মইন। ১৭ ওভারে চেন্নাই ১৫৩/২। ডু'প্লেসি ৬৯ ও মইন ১৬ রান করে অপরাজিত রয়েছেন।
15 Oct 2021, 08:46:05 PM IST
১৫ ওভারে চেন্নাই ১৩১/২
১৫ ওভার শেষে চেন্নাই ২ উইকেটের বিনিময়ে ১৩১ রান তুলেছে। ডু'প্লেসি ৬১ রানে ব্যাট করছেন। মইন আলি অপরাজিত রয়েছেন ২ রান করে।
15 Oct 2021, 08:38:06 PM IST
নারিনের শিকার উথাপ্পা
১৩.২ ওভারে নারিনকে ছক্কা মারেন উথাপ্পা। পরের বলে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি উথাপ্পা। ৩টি ছক্কার সাহায্যে ১৫ বলে ৩১ রান করে ক্রিজ ছাডডেন উথাপ্পা। চেন্নাই ১২৪ রানে ২ উইকেট হারায়। ২টি উইকেটই নেন নারিন। ক্রিজে নতুন ব্যাটসম্যান মইন আলি। ১৪ ওভারে চেন্নাই ১২৫/২। ডু'প্লেসি ৫৭ রানে ব্যাট করছেন। নারিন ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ২ উইকেট দখল করেন।
L. B. W! ☝️
Second strike with the ball for Sunil Narine & @KKRiders! 👍 👍
১২ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ১ উইকেটের বিনিময়ে ১০৪ রান তুলেছে। ডু'প্লেসি ৫৫ ও উথাপ্পা ১৪ রানে ব্যাট করছেন।
15 Oct 2021, 08:26:26 PM IST
ছক্কা হাঁকিয়ে হাফ-সেঞ্চুরি ডু'প্লেসির
১০.৬ ওভারে ফার্গুসনের বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডু'প্লেসি। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন প্রোটিয়া তারকা। ১১ ওভার শেষে চেন্নাই ৯৭/১। ফ্যাফ ৫২ ও উথাপ্পা ১০ রানে ব্যাট করছেন।
শাকিবের দশম ওভারে জোড়া ছক্কা হাঁকায় চেন্নাই। একটি ছয় মারেন ডু'প্লেসি। আরেকটি ছক্কা হাঁকান উথাপ্পা। ওভারে মোট ১৫ রান ওঠে। ১০ ওভারে চেন্নাই ৮০/১। উথাপ্পা ৯ ও ডু'প্লেসি ৩৭ রানে ব্যাট করছেন।
15 Oct 2021, 08:12:52 PM IST
রুতুরাজকে ফেরালেন নারিন
৮.১ ওভারে রুতুরাজ গায়কোয়াড়ের উইকেট তুলে নিলেন সুনীল নারিন। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৩২ রান করে মাভির হাতে ধরা পড়েন রুতুরাজ। চেন্নাই ৬১ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান একটা নাইটদের ঘরের ছেলে রবিন উথাপ্পা। ৯ ওভারে চেন্নাই ৬৫/১। ডু'প্লেসি ২৯ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-র ৬ ওভারে চেন্নাই কোনও উইকেট না হারিয়ে ৫০ রান পূর্ণ করে। রুতুরাজ ২৬ ও ডু'প্লেসি ২২ রানে ব্যাট করছেন।
15 Oct 2021, 07:53:17 PM IST
অরেঞ্জ ক্যাপ রুতুরাজের
কলকাতার বিরুদ্ধে ফাইনালে দাপুটে শুরু চেন্নাইয়ের। শুরুতেই রুতুরাজ লোকেশ রাহুলকে টপকে অরেঞ্জ ক্যাপের মালিক হন। ৫ ওভারে চেন্নাই ৪২/০। মাভির ওভারে ১টি বাউন্ডারি মারেন ডু'প্লেসি।
15 Oct 2021, 07:50:07 PM IST
৪ ওভারে চেন্নাই ৩৪/০
৪ ওভার শেষে চেন্নাই সুপার কিংস কোনও উইকেট না হারিয়ে ৩৪ রান তুলেছে। ফার্গুসনের ওভারে ১টি করে বাউন্ডারি মারেন রুতুরাজ ও ডু'প্লেসি। ওভারে ১২ রা ওঠে। গায়কোয়াড় ২৩ ও ডু'প্লেসি ১০ রানে ব্যাট করছেন।
15 Oct 2021, 07:44:52 PM IST
শাকিবের ওভারে চার-ছক্কা হাঁকালেন রুতুরাজ
তৃতীয় ওভারে শাকিব আল হাসানের বলে একটি চার ও ১টি ছক্কা হাঁকান রুতুরাজ গায়কোয়াড়। ওভারে মোট ১৩ রান ওঠে। ৩ ওবার শেষে চেন্নাই ২২/০। রুতুরাজ ১২ বলে ১৮ রানে ব্যাট করছেন।
15 Oct 2021, 07:43:25 PM IST
২ ওভারে চেন্নাই ৯/০
শিবম মাভির ওভারে মাত্র ৩ রান ওঠে। ২ ওভার শেষে চেন্নাই কোনও উইকেট না হারিয়ে ৯ রান তুলেছে। রুতুরাজ ৭ রানে ব্যাট করছেন। ২ রান করেছেন ডু'প্লেসি।
15 Oct 2021, 07:35:05 PM IST
ম্যাচ শুরু
চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড় ও ফ্যাফ ডু'প্লেসি। কলকাতার হয়ে নতুন বলে বোলিং শুরু করেন শাকিব আল হাসান। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন গায়কোয়াড়। চতুর্থ বলে বাউন্ডারি মারেন তিনি। প্রথম ওভারের শেষে চেন্নাই কোনও উইকেট না হারিয়ে ৬ রান তুলেছে।
15 Oct 2021, 07:12:01 PM IST
চেন্নাইয়ের প্রথম একাদশ
চেন্নাই চার বিদেশি ক্রিকেটারের কোটায় মাঠে নামায় ফ্যাফ ডু'প্লেসি, মইন আলি, ডোয়েন ব্র্যাভো ও জোস হ্যাজেলউডকে।
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 15, 2021
15 Oct 2021, 07:11:09 PM IST
রায়নায় আস্থা নেই চেন্নাইয়ের
ফাইনালেও মাঠের বাইরে সুরেশ রায়না। রবীন উত্থাপ্পা সুযোগ কাজে লাগিয়ে ফাইনালের প্রথম একাদশেও নিজের জায়গা ধরে রাখেন। চেন্নাইও অপরিবর্তিত প্রথম একাদশে মাঠে নামে।
15 Oct 2021, 07:08:25 PM IST
কলকাতার প্রথম একাদশ
কেকেআর চার বিদেশির কোটায় মাঠে নামায় মর্গ্যান, নারিন, শাকিব ও ফার্গুসনকে।
কলকাতার প্লেয়িং ইলেভেন: শুভমন গিল, বেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাকিব আল হাসান, সুনীল নারিন, লকি ফার্গুসন, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।
পিচ রিপোর্টে ম্যাথিউ হেডেন জানান, ফাইনালের পিচ তুলনায় ভালো। ১৭০ রান উইনিং স্কোর হতে পারে। ব্যাটারদের সোজা ব্যাটে খেলাই বুদ্ধিমানের কাজ হবে। দুবাইয়ে পরে ব্যাট করা দলের জয়ের রেকর্ড ভালো হলেও ফাইনালের পিচে আগে ব্যাট করে নেওয়ার কথা ভাবতে পারেন ক্যাপ্টেনরা।
15 Oct 2021, 06:45:13 PM IST
মুখোমুখি লড়াইয়ের ফলাফল
আইপিএলে কেকেআর ও সিএসকে মোট ২৪ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। চেন্নাইয়ের আধিপত্য স্পষ্ট দেখা গিয়েছে। চেন্নাই জিতেছে ১৬টি ম্যাচ। কলকাতা মোট ৮টি ম্যাচ জিতেছে ধোনিদের বিরুদ্ধে।
15 Oct 2021, 06:34:26 PM IST
গ্রুপ লিগের ফলাফলে ২-০ এগিয়ে চেন্নাই
আইপিএল ২০২১-এর প্রথম লেগে চেন্নাই সুপার কিংস ১৮ রানে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্সকে। প্রথমে ব্যাট করে সিএসকে ৩ উইকেটে ২২০ রান তোলে। জবাবে কেকেআর অল-আউট হয়ে যায় ২০২ রানে।
ফিরতি লেগেও চেন্নাই ২ উইকেটে হারিয়ে দেয় কলকাতাকে। প্রথমে ব্যাট করে কেকেআর ৬ উইকেটে ১৭১ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে সিএসকে ম্যাচের একেবারে শেষ বলে ৮ উইকেটের বিনিময়ে ১৭২ রান তুলে জয় নিশ্চিত করে। সুতরাং, লিগের লড়াইয়ে চেন্নাই এগিয়ে ২-০ ব্যবধানে। কলকাতার সামনে সুযোগ ফাইনালে ধোনিদের হারিয়ে মধুর প্রতিশোধ নেওয়ার।