শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলের প্লে অফের দৌড় থেকে দিল্লির বিদায় ঘণ্টা আগেই কার্যত বেজে গিয়েছিল। তাদের সামনে লড়াইটা ছিল সম্মান রক্ষার। সেই ম্যাচেও একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারল না তারা। নিজেদের ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে পঞ্জাব কিংসের কাছে ৩১ রানে হারতে হল তাদের। ফের এক বার ব্যাটিং ব্যর্থতার সাক্ষী থাকল তারা। ডেভিড ওয়ার্নার বাদ দিয়ে রান পেলেন না আর কোনও ব্যাটার। ম্যাচ শেষে সেই হতাশাই ধরা পড়ল দিল্লি অধিনায়কের গলায়ও। তাঁর মতে, দিল্লি যা চেয়েছিল, তার থেকে বেশি রান করে ফেলেছিল পঞ্জাব। যার ফলে এই ম্যাচেও ভুগতে হয়েছে তাদেরকে। পাশাপাশি তিনি জানান, পঞ্জাব ব্যাটার প্রভসিমরন সিং ভালো ব্যাটিং করেছেন।
আরও পড়ুন: লিভিংস্টোনের অফস্টাম্প উড়িয়ে ফ্লাইং কিস, কাটা ঘায়ে নুনের ছিটে ইশান্তের- ভিডিয়ো
ম্যাচ শেষে ফের একবার হতাশ ডেভিড ওয়ার্নারকে দেখতে পাওয়া যায়। হতাশা যেন ঝড়ে পড়ছিল তাঁর গলাতেও। তিনি বলেন, ‘বিষয়টি ছিল ওদেরকে (পঞ্জাবকে) একটা মোটামুটি স্কোরে আটকে ফেলা। আমরা যেটা চেয়েছিলাম, তার থেকে অনেক বেশি রান করে ফেলে ওরা। প্রভসিমরন ( সিং) খুব ভালো ব্যাটিং করেছে। আমরা বেশ কিছু সুযোগ নষ্ট করেছি। ক্যাচ ফেলেছি। যার ফলে দিনের শেষে ম্যাচটা আমরা হেরে গিয়েছি। দিনের শেষে যখন পাওয়ার প্লে শেষ হচ্ছে, তখন যদি স্কোর হয় ৬ উইকেটে ৩০ রান, তা হলে সেখান থেকে হাতেগোনা ম্যাচই জেতা সম্ভব হয়।’
আরও পড়ুন: ছেলের জন্যই এখনও খেলছি- পিযূষের বিধ্বংসী পারফরম্যান্সের আসল রহস্য ফাঁস হল এবার
আইপিএলের বাকি ম্যাচগুলো নিয়ে প্রশ্ন করা হলে ডেভিড ওয়ার্নার বলেন, ‘এই ম্যাচগুলোতে আমাদেরকে সম্মান বাঁচানোর লড়াই লড়তে হবে। স্বাধীন ভাবে একেবারে ভয়ডরহীন ভাবে খেলতে হবে। এর কোন বিকল্প নেই।’ দলে ঘনঘন পরিবর্তন নিয়ে তাঁর বক্তব্য, ‘ব্যাট হাতে আমাদের ফের একটা হতাশাজনক পারফরম্যান্স। ভালো শুরু করার পরেও এমন হতাশাজনক পারফরম্যান্সের কোনও ব্যাখ্যা নেই। যখন এই ফর্ম্যাটে ম্যাচ পরপর হারতে থাকি, তখন এমন ঘটনাই ঘটে। আমরা সঠিক কম্বিনেশন নিয়ে খেলেছি। তবে খুব তাড়াতাড়ি ৩-৪ উইকেট হারিয়েছি। আর সেটা এই পর্যায়ের ক্রিকেটে এসে আমরা একেবারেই করতে পারি না।’
এদিন ম্যাচে পঞ্জাব প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৭ রান করে। তাদের ওপেনার প্রভসিমরন সিং ৬৫ বলে ১০৩ রানের একটি অনবদ্য শতরান হাঁকান। এ ছাড়া স্যাম কারান ২০ রান ছাড়া আর বলার মতন রান পাননি কেউ। জবাবে ব্যাট করতে নেমে আট উইকেটে ১৩৬ রান তুলেই আটকে যায় দিল্লি। ওপেনার ডেভিড ওয়ার্নার ২৭ বলে ঝোড়ো ৫৪ রানের ইনিংস খেলেন। এ ছাড়া ফিল সল্ট ২১, আমান হাকিম ১৬, প্রবীন দুবে ১৬ এবং কুলদীপ যাদব অপরাজিত ১০ রান করে লড়াইয়ের চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেননি। পঞ্জাবের হয়ে ৩০ রান দিয়ে চার উইকেট নেন হরপ্রীত বর। ফলে ৩১ রানের বড় ব্যবধানে জয় পেয়ে আপাতত প্লে অফের লড়াইতে টিকে থাকল শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পঞ্জাব কিংস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।