কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিক জাতীয় দল নির্বাচন নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, এমনটা আগে কখনও দেখা গিয়েছে কিনা সন্দেহ। ঠিক সেই কাজটাই এবার করে বসলেন দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দাল। তিনি সোস্যাল মিডিয়ায় বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে জাতীয় নির্বাচকদের একহাত নিলেন।
কোনও একজন বিশেষ ক্রিকেটারের জন্য সওয়াল করলেন জিন্দাল, এমনটা নয়। বরং জাতীয় নির্বাচকদের একাধিক সিদ্ধান্তের দিকে আঙুল তুললেন তিনি। তাঁর দাবি, দিল্লি ক্যাপিটালসের কয়েকজন ব্যাটসম্যানকে কেন বিশ্বকাপের দলে রাখেননি, এবিষয়ে অনুতপ্ত হতে পারেন নির্বাচকরা। এমনকি তিনিও এও দাবি করেন যে, টি-২০ ক্রিকেটে ভারতের সেরা স্পিনারকেই বিশ্বকাপের দলে রাখেননি নির্বাচকরা।
জিন্দাল টুইট করেন, ‘নিজেদের বেশ কিছু সিদ্ধান্তের কথা ভেবে নির্বাচকরা অবাক হতে পারেন। আমাদের টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে আমাদের বেশ কয়েকজন সেরা ব্যাটসম্যান নেই। কেউ কি অনুমান করতে পারেন তারা কারা?’ টুইটটি তিনি ট্যাগ করেন দিল্লি ক্যাপিটালস ও বিসিসিআইকে।
পরে আরও একটি টুইটে তিনি লেখেন, ‘টি-২০-র সেরা স্পিনারও দলে নেই।' এই টুইটটি তিনি বিসিসিআই ছাড়াও ট্যাগ করেন আরসিবিকে।
বোঝাই যাচ্ছে যে, শ্রেয়স, ধাওয়ানদের দিকেই তাঁর ইঙ্গিত। শ্রেয়স অবশ্য স্ট্যান্ড-বাই হিসেবে স্কোয়াডের সঙ্গে রয়েছেন। অন্যদিকে টি-২০'র সেরা স্পিনার বলতে যে যুজবেন্দ্র চাহালের কথা বোঝানো হয়েছে, সেটাও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।