বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > জানেন শেষ ওভারে তিনটে ছক্কা মেরে ম্যাচ জেতানোর আগে ডেভিড মিলার কী ভেবেছিলেন?

জানেন শেষ ওভারে তিনটে ছক্কা মেরে ম্যাচ জেতানোর আগে ডেভিড মিলার কী ভেবেছিলেন?

রাজস্থানের বিরুদ্ধে ডেভিড মিলার (ছবি:পিটিআই) (PTI)

শেষ ওভারের তিনটে ছক্কার প্রসঙ্গ আসতেই মিলার বলেন, ‘আপনি যা পারেন তা দিয়ে সবটা নিয়ন্ত্রণ করতে হবে। আপনি বেশি দূরের কথা ভাবতে পারবেন না। আপনি নিজের শ্বাস-প্রশ্বাসে মনোনিবেশ করুন। ওটা শেষ ওভার ছিল আপনি জানেন আপনার কাছে বেশি বল বাকি ছিল না। তাই হিট করি।’

২৪ মে-র রাতে ইডেনে রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারিয়ে প্রথমবার IPL-এর ফাইনালের যোগ্যতা অর্জন করেছে গুজরাট টাইটানস। হার্দিক পান্ডিয়াদের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন দলের ব্যাটারৃ ডেভিড মিলারের। তিনি এই ম্যাচে ছক্কা ও চারের বর্ষণ করেছিলেন। যার ভিত্তিতে দলটি এই ম্যাচ জিততে সক্ষম হয়েছিল। এদিনের ইনিংসের জন্য তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পান। ম্যাচের পরে ডেভিড মিলার নিজের দ্রুত ব্যাটিং নিয়ে একটি বড় মন্তব্য করেছেন।

হার্দিক পান্ডিয়ার সাথে ১০৬ রানের জুটি গড়েন ডেভিড মিলার। এই জুটির কারণে রাজস্থানের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পায় গুজরাট। এদিনের ম্যাচে পরে ডেভিড মিলার বলেন, ‘আমি মনে করি সুযোগ দেওয়াটাই প্রথম। একটি ভূমিকা পালন করেছি এবং রান করেছি। আমি প্রথম থেকেই বাইরে থেকে প্রচুর সমর্থন পেয়েছি। আমার ব্যক্তিগত খেলা নিয়ে বলতে গেলে বলতে হবে আমি আমার ভূমিকা উপভোগ করছি। আমি এখন অনেক বছর ধরে খেলছি কিন্তু আমি আমার খেলাটা ভালো করে বুঝে গিয়েছি। আমি আমার গেম প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করছি। উচ্চ চাপের পরিস্থিতিতে আমি আমার গেমপ্ল্যানের কাছাকাছি থাকার চেষ্টা করছি। অফ-সাইডে অনেক কিছু চলছে, তাই আমি সত্যিই এক স্টেপ এগিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

শেষ ওভারের তিনটে ছক্কার প্রসঙ্গ আসতেই ডেভিড মিলার বলেন, ‘আপনি যা পারেন তা দিয়ে সবটা নিয়ন্ত্রণ করতে হবে। আপনি বেশি দূরের কথা ভাবতে পারবেন না। আপনি নিজের শ্বাস-প্রশ্বাসে মনোনিবেশ করুন এবং যদি এটি আপনার এলাকায় থাকে তবে আপনাকে সেটা করতে হবে। ওটা শেষ ওভার ছিল আপনি জানেন আপনার কাছে বেশি বল বাকি ছিল না। তাই হিট করি।’ দল প্রথমবার ফাইনাল উঠেছে, ফলে দলের সেলিব্রেশন নিয়ে কথা বলতে গিয়ে মিলার বলেন, আমাদের কয়েকদিনের ছুটি আছে। ফিরে একটি বাস সফর আছে, তাই দেখা যাক কী হয়।’ মিলার আরও বলেন, ‘আইপিএল-এ আনন্দ উপভোগ করছি। আপনি বিভিন্ন দলের হয়ে খেলেন, বিভিন্ন খেলোয়াড়ের সঙ্গে দেখা করছেন। এই দলের অনেকের সঙ্গেই আমি আগে খেলেছি। এটা একটা নতুন দল তাই এখানে একটা আলাদা ভাব আছে।’ 

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের পঞ্চমী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে পঞ্চমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে পঞ্চমী? জানুন রাশিফল বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.